নকলা
শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
শেরপুর নকলায় পুকুরের পানিতে ডুবে তামান্না বেগম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বানেশ্বর্দী ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শরীয়তপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিহত তামান্না বেগম ওই এলাকার ভ্যানচালক লিচু মিয়ার মেয়ে।
বানেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. মাজহারুল আনোয়ার মহব্বত বলেন, বাড়ির উঠানে খেলতে খেলতে তামান্না সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা তাকে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তামান্নাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ মাস আগে
শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
শেরপুর, ২৫ আগস্ট (ইউএনবি)-জেলার নকলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জহিরুল ইসলাম মঞ্জু নকলা উপজেলার বড় পাগলা পূর্বপাড়া গ্রামের আবু বক্করের ছেলে।
আরও পড়ুন:ভোলায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বুধবার সন্ধ্যায় বড় পাগলা এলাকার নিজবাড়ী থেকে মোটরসাইকেলযোগে জহিরুল ইসলাম মঞ্জু নকলা শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে নকলা-ময়মনসিংহ মহাসড়কের তেঘড়ি এলাকার গারোবাড়ি মোড়ে হঠাৎ দৌড়ে আসা একটি ছাগলের সাথে দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন:রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫
২ বছর আগে
শেরপুরে বজ্রপাতে কিশোরসহ নিহত ৪
শেরপুরে বজ্রপাতে দুই কিশোরসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। বুধবার দুপুরে ভারী বর্ষণের সময় সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া, শ্রীবরদীর গোসাইপুর, ঝিনাইগাতির মালিঝিকান্দা (ইছামারি) এবং নকলার লাভা গ্রামে পৃথক এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মোস্তফা মিয়া (৪০), নকলার বদিউজ্জামানের ছেলে কৃষক আজিজুল হক (৩৫), ঝিনাইগাতির পাইকুড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আরমান মিয়া (১২) এবং ওই উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ইছামারি গ্রামে আব্দুর রাজ্জাকের ছেলে কিশোর রাসেল (১৪)।
আহতরা হলেন, কৃষ্ণপুর গ্রামের জোসনা আলীর ছেলে আবু সাঈদ (৩৪) ও ফজু মিয়ার ছেলে বদু মিয়া (৩৫) এবং নকলার লাভা গ্রামের আব্দুস ছালামের ছেলে বাবু মিয়া ও মোক্তার হোসেনের ছেলে হুমায়ুন ওরফে ফকির।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে রোপা-আমনের খেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে মোস্তফা মিয়া ঘটনাস্থলেই মারা যান। এসময় আবু সাঈদ ও বদু মিয়া আহত হন। এর মধ্যে বদু মিয়া শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং আবু সাঈদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে নকলার লাভা গ্রামেও রোপা-আমনের খেতে কাজ করার সময় কৃষক আজিজুল হক বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন বাবু মিয়া ও হুমায়ুন।
একই সময়ে শ্রীবরদীর গোসাইপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে আরমান রাস্তা দিয়ে হাঁটার সময় বজ্রপাতে মারা যায়।
এছাড়া এদিন ঝিনাইগাতির মালিঝিকান্দা ইউনিয়নের ইছামারি গ্রামে বজ্রপাতে কিশোর রাসেল মারা যায়।
আরও পড়ুন: বজ্রপাতের সময় করণীয়
৩ বছর আগে
শেরপুরে আনসার আল ইসলামের এক সদস্য আটক
জেলার নকলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র্যাব।
সোমবার ভোরে র্যাব-৩ টিকাটুলি ঢাকার একটি আভিযানিক দল নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের লাভা মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
আটক মো. হাসান মাহমুদ (১৯) নকলার লাভা মধ্যপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্য আটক
সোমবার বিকালে নকলা থানা পুলিশ সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করে।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানান, আটক হাসান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। তার মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য।
আরও পড়ুন: আনসার আল ইসলাম সদস্যসহ দুজনকে ঢাকা ও রাজবাড়ী থেকে গ্রেপ্তার
এ ঘটনায় র্যাবের ডিএডি ফিরোজ খান বাদী হয়ে একটি অভিযোগ সহ হাসানকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় 'আনসার আল ইসলাম'র ৪ সদস্য আটক
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ওই ঘটনায় র্যাবের দেয়া অভিযোগের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।
৩ বছর আগে
শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
জেলার নকলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে