কক্সবাজার মেডিকেল কলেজ
চট্টগ্রামে করোনায় একদিনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৯ জন
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০১ জন।
মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের নয়টি ল্যাবে এক হাজার ৩৬৪টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৩৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ৭২৪ জন। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ২৮৪ জন ও উপজেলার ১১৫ জন। উপজেলায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফটিকছড়িতে ৩২ জন। এছাড়া সীতাকুণ্ডে ২৪ জন, রাউজানে ২০ জন এবং মিরসরাইয়ে ১৬ আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: করোনায় রেকর্ড শনাক্তের দিনে ১১৫ জনের মৃত্যু
বুধবার (৩০ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৯৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ২৮৪ জন এবং উপজেলায় ১১৫ জন। তবে উপজেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে ফটিকছড়ি উপজেলায় সংক্রমণের হার বেশি। তাই সংক্রমণ রুখতে এখনই জনসাধারণের সচেতন হওয়া জরুরি।
আরও পড়ুন: অকারণে বের হলে গ্রেপ্তার, ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি
এর আগে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ফটিকছড়িতে গত ২৩ জুন থেকে ৮ দিনের জন্য লকডাউন দেয়া হয়। কিন্তু লকডাউনের শেষ দিনে চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে এই উপজেলায়।
৩ বছর আগে
চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু
চট্টগ্রামে একদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৫ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ১০০৪টি নমুনা পরীক্ষায় ১৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ৬২০ জন। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ১১৩ জন ও বিভিন্ন উপজেলার রয়েছে ২৯ জন।
বুধবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষা করে ২৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৯৮টি নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন: কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৪৩টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষা করে ১৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবে ২৬৫টি পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে আরেও ২১ জনের।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৫ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৬টি নমুনায় ১৫ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫ জনের শরীরে।
তবে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩টি নমুনা পরীক্ষা করা হলেও কারও দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামে আক্রান্ত ১৪২ জনের মধ্যে নগরের ১১৩ এবং বাকি ২৯ জন উপজেলার বাসিন্দা। আর মৃতদের মধ্যে ৪ জন নগর এবং একজন উপজেলার।’
৩ বছর আগে
চট্টগ্রামে করোনায় একদিনে আরও ৮ জনের মৃত্যু
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫১৬ জন। গতকাল মৃতদের মধ্যে নগরীর ৫ জন ও বিভিন্ন উপজেলার ৩ জন রয়েছে। এ পর্যন্ত নগরীতে মোট মৃত্যু হয়েছে ৩৮২ জনের ও উপজেলার ১৩৪ জন।
বিগত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষায় ১ হাজার ২৩০ টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৪৯ হাজার ৭২৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ১৩৯ জন এবং উপজেলায় ৪১ জন।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় প্রাণ গেল আরও ৭ জনের
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।
সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যমতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৩২ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৫৫ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৯০টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৮টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করে ১১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৪টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং মেডিকেল সেন্টার ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করে চারজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।অন্যদিকে, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।
আরও পড়ুন: চট্টগ্রামে একদিনে করোনায় আরও ১১ জনের মৃত্যু
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩০ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে ১৩৯ জন এবং উপজেলায় ৪১ জন।
৩ বছর আগে
করোনাভাইরাস: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৪১৭
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু এবং নতুন করে ৪১৭ জন শনাক্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ৭০৮ জনে।
আরও পড়ুন: করোনা: চট্টগ্রামে আরও ৫ জনের মৃত্যু
বুধবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৬৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পজিটিভ ধরা পড়েন ৪১৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম শহরের ৩০৬ জন এবং উপজেলায় রে ১১১ জন রোগী রয়েছেন।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের আট ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষা করে ১০১ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হন ৬৬ জন।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত্যু
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৩টি নমুনা পরীক্ষা করে ৮ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষা করে ৬৮ জন ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩৪টি নমুনা পরীক্ষা করে ৬৫ জন শনাক্ত হয়।
এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করে ২৬ জন ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২১টি নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করেনা পজিটিভ পাওয়া যায়।
আরও পড়ুন: করোনা: চট্টগ্রামে একদিনে মারা গেলেন ৯ জন
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
৩ বছর আগে
চট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত্যু
সারাদেশের মতো চট্টগ্রামেও করোনায় মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এর আগের দিন মারা যান ৯ জন।
এ সময়ে চট্টগ্রামে ২ হাজার ৬০৩টি নমুনা পরীক্ষা করে মিলে ৫৪১ জন আক্রান্তের তথ্য। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৮৬০ জন।
আরও পড়ুন: করোনা: চট্টগ্রামে একদিনে মারা গেলেন ৯ জন
সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার দুপুরে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
আর নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৫২ জন এবং ৮৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। প্রতিবেদনে বলা হয়, গতকাল মোট আটটি ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়।
তবে এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
৩ বছর আগে
কক্সবাজারের কোভিড হাসপাতালে রোহিঙ্গা, স্থানীয়দের জন্য সুবিধা বেড়েছে
কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় সোমবার কোভিড-১৯ এ আক্রান্ত গুরুতর রোগীদের জন্য চিকিৎসা সেবা সম্প্রসারণের কাজের উদ্বোধন করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
৪ বছর আগে