কাভার্ডভ্যানের ধাক্কা
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক
দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় একজন পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটে।
এসময় চালকসহ কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
নিহত বৃদ্ধ আব্দুল বাকী (৭০) ঘোড়াঘাটের মারুপাড়ার বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সকালে রানীগঞ্জ বাজারে রাস্তা পারাপারের সময় বৃদ্ধে আব্দুল বাকীকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। হাসপাতালে পাঠানোর সময় পথেই তার মৃত্যু হয়। চালকসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
১৯ দিন আগে
চাঁদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ প্রবাসী যুবকের মৃত্যু
চাঁদপুর শহরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ইতালি প্রবাসী যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ইতালি প্রবাসী মো. অভি দেওয়ান (১৮) পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালাম দেওয়ানের ছেলে এবং মো. নিলয় মিয়া (২০) একই এলাকার মো. সেলিম হোসেনের ছেলে। তারা অভিভাবকদের সঙ্গে ইটালি বাস করতেন বলে স্বজনরা জানান। নিলয় সম্পর্কে অভির খালাতো ভাই।
স্থানীয়রা জানান, চাঁদপুর শহরের পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে মোটরসাইকেলে করে দুই ভাই নিলয় ও অভি জামা কেনার জন্য যাচ্ছিলেন। পুরান বাজার পার না হতেই প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুজনেই গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
আরও পড়ুন: সড়ক থেকে মোটরসাইকেল সরাতে বলায় পুলিশের নাকে ঘুষি, ছাত্রদল নেতা গ্রেপ্তার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালের আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করলে শহরের ওয়ারলেছ বাজার এলাকায় এ্যাম্বুলেন্সে নিলয়ও মারা যায়।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, দুটি লাশের সুরতাহল করেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যানের চালক পালিয়েছে। ভ্যানটি জব্দ করা হয়েছে এবং হেলপারকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৯ দিন আগে
গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১
গাজীপুর সদরে চলন্ত কাভার্ডভ্যানের পেছনে অপর একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। এই সময় চালকের সহকারী গুরুতর আহত হন।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল হক (৬০) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের অলিউল্ল্যাহর ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
মাওনা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক রাসেল মিয়া জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের পেছনে অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে পেছনে থাকা কভার্ডভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে চালক শামসুল হক ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত চালকের সহকারীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কভার্ডভ্যান দুটিকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় বাবা-মেয়ে নিহত
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১০০৮ দিন আগে
যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত
যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত এবং তার ছেলে জাফর মোল্যা (২২) আহত হন।
১৫৪৮ দিন আগে
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট নিহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মঙ্গলবার রাতে কাভার্ডভ্যান চাপায় এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন।
১৬১৪ দিন আগে