ঢাকা কলেজ
চাঁদপুরে লরিচাপায় ঢাকা কলেজের ২ শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী-মেঘনা সেতু সংলগ্ন এলাকায় লরিচাপায় ঢাকা কলেজের শিক্ষার্থী তানভীর ও জাহিদ নিহত হয়েছেন।
মোটরসাইকেল করে ঢাকা থেকে কচুয়া আসার সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় উপজেলার পালগিরি গ্রামে জানাজা শেষে শিক্ষার্থীদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তানভীর হোসেন রনি গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হাসান জিপু।
তানভীর হোসেন রনি ও জাহিদ হাসান জিপু ঢাকা কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই।
আরও পড়ুন: শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
নিহতদের স্বজন মোস্তাফিজুর রহমান ইউএনবিকে বলেন, মোটরসাইকেল করে ঢাকা থেকে কচুয়া আসছিলেন রনি ও জিপু। পথে গজারিয়া এলাকার পাখির মোড় সেতুর ওপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরিচাপায় ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়। আহত জিপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভবেরচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন ইউএনবিকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: পাবনায় ট্রাক্টরচাপায় শিক্ষার্থীর মৃত্যু
২ মাস আগে
কোটা আন্দোলন: ঢাকা কলেজের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে ঢাকা কলেজের সামনে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের (আনুমানিক ২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আকাশ ও মামুন নামে দুই পথচারী ঢাকা কলেজ এলাকা থেকে লাশ নিয়ে আসেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী নিহত
আকাশ ও মামুন জানান, ঢাকা কলেজের বিপরীতে একটি রিফুয়েলিং স্টেশনের সামনে ওই যুবককে পড়ে থাকতে দেখেন তারা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় হামলার শিকার হয়েছেন ওই যুবক। হামলার সময় তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তারা।
আরও পড়ুন: কোটা আন্দোলন: চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত
৪ মাস আগে
রাজধানীতে ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
রাজধানীর তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে আইডিয়াল কলেজের সামনে আইডিয়াল কলেজের পাশ দিয়ে যাওয়া ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের কয়েকজন ছাত্রের সংঘর্ষ শুরু হয়।
আইডিয়াল কলেজের কিছু ছাত্র পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সংঘর্ষে যোগ দিলে, একপর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে সায়েন্স ল্যাব ক্রসিং এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সায়েন্স ল্যাব ক্রসিং ও নিউ মার্কেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যানবাহন চলাচল শুরু হতে বিকাল ৪টা পর্যন্ত সময় লাগে।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, তাদের সংখ্যা বেশি দেখে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়।
ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ ইউএনবিকে বলেন, আমরা আহত শিক্ষার্থীদের সঠিক সংখ্যা জানি না, তবে আমরা আমাদের কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করেছি এবং কিছু শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেছি।
তিনি আরও জানান, ‘সাধারণত এইচএসসি শিক্ষার্থীরা এ ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ে; কিন্তু আজ বিজয় একাত্তর নামের ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করায় সিনিয়র শিক্ষার্থীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।’
কয়েকদিন আগে আইডিয়াল কলেজের কিছু ছাত্র ঢাকা কলেজের বাস ভাঙচুর করে। জবাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের নামফলক বের করে তাদের ক্যাম্পাসে নিয়ে আসে। আজকের ঘটনাটি ছিল তারই ধারাবাহিকতা।
ইউএনবির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এটি বেদনাদায়ক। যখন এই ঘটনা ঘটে তখন আমরা আমাদের ছেলেদের নিয়ন্ত্রণ করার এবং তাদের শান্ত করার চেষ্টা করি। কিন্তু সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা কখনই এটি করেন না। তাদের সাহায্য ছাড়া এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব।’
আরও পড়ুন: আহমদিয়া সংঘর্ষ: পঞ্চগড়ে সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা সচিবের সঙ্গে কথা বলে এ ধরনের সমস্যা সমাধান করতে হবে।
সংঘর্ষের পর ঢাকা কলেজ কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই একদিনের ছুটি ঘোষণা করা হয়।
অধ্যাপক ইউসুফ ইউএনবিকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সহিংসতা থামাতে তারা এটি করেছে।
তিনি বলেন, ‘আমরা শুধুমাত্র ক্লাস বাতিল করেছি, অন্যান্য কার্যক্রম যেমন পরীক্ষা এবং ভাইভা আগের নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
আইডিয়াল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেন ইউএনবিকে বলেন, ‘আমরা এই ঘটনার কোনো সঠিক কারণ শনাক্ত করতে পারিনি। আজ আমাদের কলেজের চার থেকে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।’
এ ধরনের ঘটনা নিয়ে তারা কী ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছি। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আজকের সংঘর্ষের পর আইডিয়াল কলেজও সোমবার (৬ মার্চ) ছুটি ঘোষণা করেছে।
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের উত্তেজনা নিত্যনৈমিত্তিক ঘটনা বলে শিক্ষার্থী ও শিক্ষকরা স্বীকার করলেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হওয়ায় আজকের ঘটনা ভিন্ন।
আরও পড়ুন: পঞ্চগড়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহত ৩০
আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
১ বছর আগে
কমিটি নিয়ে কেন্দ্রীয় সভাপতির মুখোমুখি অবস্থানে ঢাকা কলেজ ছাত্রলীগ
কমিটি গঠনের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের মুখোমুখি অবস্থানে দাড়িয়েছিলেন ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (৪ ডিসেম্বর) রাতে ঢাকা কলেজের ঠিক পাশে রাজধানীর নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে,ঢাকা কলেজ ইউনিটের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানে জয়ের গাড়িবহর ঘিরে ফেলে।
ঢাকা কলেজ ছাত্রলীগে জড়িত একাধিক নেতা-কর্মী জানান, তাদের কলেজে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটি নেই।
আরও পড়ুন: চট্টগ্রামে আওয়ামী লীগের গণসমাবেশ: পোলো গ্রাউন্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নাম প্রকাশে অনিচ্ছুক তাদের একজন ইউএনবিকে বলেন,‘আমরা ছাত্রলীগের সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি, কিন্তু আমাদের কোনো পরিচয় নেই। এটা আমাদের জন্য হতাশাজনক। আমরা তাকে যত তাড়াতাড়ি সম্ভব কমিটি ঘোষণা করতে বলছি।’
ঢাকা কলেজ ছাত্রলীগ শাখার প্রার্থী ফিরোজ হোসেন বলেন, ‘আমরা সবাই জয় ভাইকে কমিটির জন্য অনুরোধ করেছি। আমরা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আগামী ৬ ডিসেম্বর বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলের পর কমিটি দেয়ার সুযোগ নেই। তাই আমাদের দাবি,৫ ডিসেম্বরের মধ্যে কমিটি দিতে হবে।
গত ছয় বছর ধরে ঢাকা কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই বলেও তিনি জানান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভায় মাঠের বাইরেও দশগুণ মানুষ হবে: তথ্যমন্ত্রী
স্মার্ট বাংলাদেশ: আ.লীগের নির্বাচনী স্লোগান প্রকাশ করলেন কাদের
১ বছর আগে
নিউমার্কেটে সংঘর্ষ: ৩ শিক্ষার্থী রিমান্ডে
শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় করা পৃথক দুই মামলায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৬ মে) ঢাকার মহানগর হাকিম মো. মোশাররফ হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে ডেলিভারিম্যান নাহিদ হত্যা মামলায় আসামি সিয়ামকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (নিরস্ত্র) তারিকুল আলম জুয়েল।
এসময় সিয়ামের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় আসামি বাপ্পি ও সজীবকে সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। তবে আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সম্প্রতি নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানিদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।
দোকানিদের অভিযোগ, শিক্ষার্থীরা খাবারের দোকানে বিল দিতে অস্বীকার করায় তাদের মারধর করা হয়েছিল।
সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৪০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে।
এর আগে গত ২৮ এপ্রিল সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।
পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে
২ বছর আগে
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যসায়ীদের মধ্যে সংঘর্ষে দুজনের প্রাণহানির ঘটনায় বৃহস্পতিবার আরও তিনজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার রাতে শরীয়তপুর ও কক্সবাজার জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কেরানীগঞ্জের আব্দুল মান্নানের ছেলে মো. মোয়াজ্জেম হোসেন সজীব (২৩), বরিশাল জেলার এস কে হাওলাদারের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২১) ও শরীয়তপুর জেলার হাসান আলীর ছেলে মো. মাহমুদুল হাসান সিয়াম (২১)।
র্যাবের কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে ব্রিফিংকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আল মঈন বলেন, ডেলিভারি ম্যান নাহিদ হত্যার সঙ্গে বাপ্পী সরাসরি জড়িত।
তিনি বলেন, বাপ্পি ও সজীব নিউমার্কেটের ওয়েলকাম ফাস্টফুডে কর্মচারী হিসেবে চাকরিরত ছিল। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, রাজধানীর নিউমার্কেটের ক্যাপিটাল ফাস্ট ফুড এবং ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারীদের মধ্যে গত ১৮ এপ্রিল ইফতার বিক্রির টেবিল বসানো নিয়ে বাকবিতণ্ডার সূত্রপাত হয়।
আল মঈন বলেন, পরবর্তীতে তারা পরিচিত কিছু দুষ্কৃতিকারীকে মোবাইল ফোন দিয়ে ডেকে আনে। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১০-১৫ জন দুষ্কৃতিকারী এসে ক্যাপিটাল ফাস্ট ফুড দোকান কর্মচারীদের মারধর করে। একপর্যায়ে উভয় গ্রুপ একে অপরের ওপর হামলা চালালেপরের দিন ঢাকা কলেজ এলাকায় ছড়িয়ে পড়ে।
ঘটনার পর বাপ্পী ও সজীব কক্সবাজারে আত্মগোপন করে এবং নিজেদের পরিচয় লুকানোর জন্য লম্বা চুল কেটে ছোট করে এবং কক্সবাজারের আবাসিক হোটেলে চাকরির চেষ্টা চালায়।
র্যাব কর্মকর্তা জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গ্রেপ্তার মাহমুদুল হাসান সিয়াম সংঘর্ষের এক পর্যায়ে নাহিদকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। তিনিও গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে জানান মইন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্প্রতি নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানিদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।
দোকানিদের অভিযোগ, শিক্ষার্থীরা খাবারের দোকানে বিল দিতে অস্বীকার করায় তাদের মারধর করা হয়েছিল।
সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৪০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে।
এর আগে গত ২৮ এপ্রিল নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের দোকানদারদের মধ্যে সংঘর্ষে এই পাঁচজন সরাসরি জড়িত ছিল।
পরে ওইদিনই তাদের পুলিশি রিমান্ডে নেয়া হয়।
পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে
নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
২ বছর আগে
মেয়র তাপসকে নিয়ে অবমাননাকর ফেসবুক পোস্ট: ২ জনের বিরুদ্ধে মামলা
নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দুই ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার মেয়র তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।
এর আগে ১৮এপ্রিল মধ্যরাতে এবং পরবর্তী সময়ে, নিউমার্কেট এলাকায় নিউমার্কেট ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে একজন ডেলিভারি ম্যান এবং একজন ব্যবসায়ী নিহত এবং সাংবাদিকসহ প্রায় ৪০ জন আহত হয়।
সংঘর্ষের ঘটনায় ১৩০০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে
নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
২ বছর আগে
নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে
রাজধানীর নিউমার্কেটের সাম্প্রতিক সহিংসতায় নাহিদ হাসান হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এ আদেশ দেন।
রিমান্ডে নেয়া শিক্ষার্থীরা হলেন- ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল এবং ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
এ দিন নাহিদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের প্রত্যেককে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবি পরিদর্শক মো. তরিকুল আলম জুয়েল। অপরদিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন।
এর আগে দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তারের তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: আগাম জামিন পেলেন বিএনপির ১৪ নেতা-কর্মী
গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পরের দিন সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হাসান ও মুরসালিনের মৃত্যু হয়।
এরপর গত ২০ এপ্রিল নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করেন।
আরও পড়ুন: নিউমার্কেটে সহিংসতায় ছাত্রলীগ জড়িত: ফখরুল
২ বছর আগে
নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যসায়ীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে দুজনের প্রাণহানির ঘটনায় বৃহস্পতিবার ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন, হিসাব বিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।
ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সংঘর্ষে ঘটে যাওয়া দুটি হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ জনকে আমরা গ্রেপ্তার করেছি।
তারা প্রত্যক্ষভাবে হামলায় অংশ নেয় বলে তিনি জানান।
সম্প্রতি নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানিদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।
দোকানিদের অভিযোগ, শিক্ষার্থীরা খাবারের দোকানে বিল দিতে অস্বীকার করায় তাদের মারধর করা হয়েছিল।
সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৪০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে।
পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: আগাম জামিন পেলেন বিএনপির ১৪ নেতা-কর্মী
নিউমার্কেটে সংঘর্ষে মুরসালিনের মৃত্যুর ঘটনায় আরেক মামলা
২ বছর আগে
নিউমার্কেটে সংঘর্ষ: আগাম জামিন পেলেন বিএনপির ১৪ নেতা-কর্মী
রাজধানীর নিউমার্কেটের দোকানি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
নিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক আমির হোসেন আলমগীরও তাদের মধ্যে রয়েছেন।
মঙ্গলবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আসামিদের ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করতেও বলেছেন আদালত।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষে মুরসালিনের মৃত্যুর ঘটনায় আরেক মামলা
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।
২০ এপ্রিল পুলিশকে আক্রমণ এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করে পুলিশ।
দুটি মামলার মধ্যে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির ২৪ জন চিহ্নিত ব্যক্তি এবং ৯০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।
আরও পড়ুন: পুরোদমে চালু হয়েছে নিউমার্কেট
মামলার প্রধান আসামি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ ও ১৯ এপ্রিল মধ্যরাতে নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানিদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।
দোকানিদের অভিযোগ, শিক্ষার্থীরা খাবারের দোকানে বিল দিতে অস্বীকার করায় তাদের মারধর করা হয়েছিল।
২ বছর আগে