ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী-মেঘনা সেতু সংলগ্ন এলাকায় লরিচাপায় ঢাকা কলেজের শিক্ষার্থী তানভীর ও জাহিদ নিহত হয়েছেন।
মোটরসাইকেল করে ঢাকা থেকে কচুয়া আসার সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় উপজেলার পালগিরি গ্রামে জানাজা শেষে শিক্ষার্থীদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তানভীর হোসেন রনি গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হাসান জিপু।
তানভীর হোসেন রনি ও জাহিদ হাসান জিপু ঢাকা কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই।
আরও পড়ুন: শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
নিহতদের স্বজন মোস্তাফিজুর রহমান ইউএনবিকে বলেন, মোটরসাইকেল করে ঢাকা থেকে কচুয়া আসছিলেন রনি ও জিপু। পথে গজারিয়া এলাকার পাখির মোড় সেতুর ওপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরিচাপায় ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়। আহত জিপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভবেরচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন ইউএনবিকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: পাবনায় ট্রাক্টরচাপায় শিক্ষার্থীর মৃত্যু