হিসাবরক্ষক
ধলেশ্বরী নদী থেকে কারা হিসাবরক্ষকের লাশ উদ্ধার
মানিকগঞ্জের জাগীর সেতুর নিচে ধলেশ্বরী নদী থেকে মো. শহিদুল ইসলাম নামের এক কারা হিসাবরক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ জুন) সকাল ৮টার দিকে ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের ৪ নম্বর পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার
নিহত শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বাজন দারগাতী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
তিনি গাজীপুর কারাগারের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন: জৈন্তাপুরের মাছের ঘের থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
২৯৭ দিন আগে
চাকরি: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ
পিডিবি - বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ তৈরি হয়েছে আগ্রহী প্রার্থীদের। ৩১ জন নেবে পিডিবি ২টি পদে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
পদের বিবরণ ও বেতন স্কেল:
১. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী পরিচালক (হিসাব/অর্থ/অডিট/বাণিজ্যিক পরিচালন) পদে নিয়োগ।
পদসংখ্যা: ১১।
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা। এ ছাড়া প্রচলিত অন্যান্য সুযোগ–সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা:
বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর। কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে ফল হলে আবেদন করতে পারবেন না । বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন হবে।
২. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে হিসাবরক্ষক পদে নিয়োগ।
পদসংখ্যা: ২০।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
এ ছাড়া প্রচলিত অন্যান্য সুযোগ–সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা:
বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে ফল হলে আবেদন করতে পারবেন না ।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আরও জানতে ভিজিট করুন www.bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি ৬০০ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত ।
১৩১৬ দিন আগে
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে আরডিএ কর্মকর্তা গ্রেপ্তার
বাণিজ্যিক প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) হিসাবরক্ষক রুস্তম আলীকে গ্রেপ্তার করেছে দুদক।
১৯৬৯ দিন আগে