ইউএসজিএস
পাপুয়া নিউগিনির নিউ আয়ারল্যান্ডে ৫.৯ মাত্রার ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, নিউ আয়ারল্যান্ডের পাপুয়া নিউ গিনিতে রবিবার জিএমটি বা গ্রীনিচ মান সময় ০৪৫১ এ ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রাথমিকভাবে ৩ দশমিক ৬৩ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১৫১ দশমিক ৩২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারণ করা হয়।
আরও পড়ুন: ইথিওপিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প
জর্ডান-সিরিয়া অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প
১ বছর আগে
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসামের গোয়ালপাড়া থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে, ১০ কিলোমিটার গভীরে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারত ও বাংলাদেশের পাশাপাশি ভুটানেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ১০ ভূমিকম্পপ্রবণ দেশ
ঢাকায় ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
১২ দিনের মাথায় সিলেটে আবারও ভূমিকম্প
১ বছর আগে
চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
চট্টগ্রামে রবিবার ৪ দশমিক ৬ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রবিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা ৫৬ মিনিটে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ৬।
পতেঙ্গা আবহাওয়া অফিস ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৯৮ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূকম্পন অনুভূত হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা বলেন, চট্টগ্রাম ও ঢাকার আশপাশের এলাকায় দুপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ভূকম্পনের স্থায়ীত্ব জানা যায়নি।
আরও পড়ুন: নেপালে ফের ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
আফগানিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প
নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্পের আঘাত
১ বছর আগে
ফিলিপাইনে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা
ফিলিপাইনের উত্তরাঞ্চলে বুধবার রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। এটি আবরা প্রদেশের চারপাশে একটি পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি হয়।
ভূমিকম্পটি ২৫ কিলোমিটার (১৫ মাইল) গভীরতায় স্থানীয় ফল্টে চলাচলের মাধ্যমে শুরু হয়েছিল। এতে ক্ষয়ক্ষতি এবং আরও আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী কম্পনের ফলে ভবন ও ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ভূমিকম্পের শক্তি ৭.০ এবং গভীরতা ১০ কিলোমিটার (৬ মাইল) পরিমাপ করেছে।
ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। প্রশান্ত মহাসাগরের চারপাশে ত্রুটির একটি চাপ যেখানে বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প হয়।
১৯৯০ সালে উত্তর ফিলিপাইনে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পে প্রায় দুই হাজার লোক মারা গিয়েছিল।
পড়ুন: ইরানে শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের মৃত্যু
আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ১১৫০
২ বছর আগে
ঢাকাসহ বিভিন্ন জেলায় ৬.১ মাত্রার ভূমিকম্প
ঢাকা, চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি স্থানে শুক্রবার ভোরে ৬.১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের চিন রাজ্যের হাখার কাছে।
তবে এখন পর্যন্ত কানো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায়ও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
আরও পড়ুন: তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
৩ বছর আগে
তুরস্ক ও গ্রিসে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬০
তুরস্ক ও গ্রিসের অ্যাজিয়ান সাগর উপকূলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। বিধ্বংসী এ ভূমিকম্পে আহত হয়েছেন নয় শতাধিক মানুষ।
৪ বছর আগে
এজিয়ান উপকূলের ভূমিকম্পে কেপে উঠল গ্রিস, তুরস্ক
গ্রিক দ্বীপ সামোসের উত্তরে তুরস্কের এজিয়ান সাগর উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে শুক্রবার জানিয়েছেন কর্মকর্তারা।
৪ বছর আগে