গ্রিক দ্বীপ সামোসের উত্তরে তুরস্কের এজিয়ান সাগর উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে শুক্রবার জানিয়েছেন কর্মকর্তারা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, তুরস্কের ইজমির প্রদেশের উপকূলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে যা এথেন্স ও ইস্তাম্বুলের মতো দূরবর্তী শহরেও অনুভূত হয়েছে, খবর বিবিসি।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ইজমির শহরে ধসে পড়া ভবনের ছবি দেখা গেছে।
তুরস্ক ও গ্রিস উভয় দেশেই ভূমিকম্প সাধারণ ঘটনা।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবারের ভূমিকম্প গ্রিসের দ্বীপ ক্রিটেও অনুভূত হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। যদিও ফুটেজগুলোর সত্যতা কতটুকু তা যাচাই করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের সময় শহরের লোকজন রাস্তায় বেরিয়ে এসেছিল।