ভুয়া
বিমানের নামে ভুয়া ফেসবুক পেইজ, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্ক করেছে সংস্থাটি।
এই ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে বিমান বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।
ভুয়া এই নিয়োগে ‘পাসপোর্ট চেকার’ পদ উল্লেখ করা হয়েছে। পাসপোর্ট চেকার নামে কোনো পদই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেই।
আরও পড়ুন: টার্বুলেন্সের কবলে কাতার এয়ারওয়েজের বিমান, আহত ১২
প্রতারক চক্র ১ হাজার ২৫০ টাকায় বিমানের চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়।
এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ও লোগো কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধন করা, তাই অনুমতি ব্যতীত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম এবং লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ উপরোক্ত ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ও লোগো ব্যবহার করা অন্যান্য ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো অফিসিয়াল ফেসবুক গ্রুপ নেই।
আরও পড়ুন: ঢাকা-কুয়ালালামপুর রুটে বিমানের বিশেষ অতিরিক্ত ফ্লাইট শুক্রবার সন্ধ্যায়
১৭ ঘণ্টা পর শাহ আমানত বিমানবন্দর চালু
৬ মাস আগে
বরিশালে পুলিশের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার
পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) পরিচয়ে অটোরিকশার ভাড়া না দেয়া এবং পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখানোয় এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ।
আটক শামসুল আলম শাকিল (৩৭) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মধ্যম মহেষখালীয়া পাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে।
তার বিরুদ্ধে রবিবার বরিশাল সদর উপজেলার তালুকদার হাটের চাঁদপুরা এলাকার রাকিব তালুকদার (২৭) বাদী হয়ে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ ও মিথ্যা পরিচয় প্রদান করে প্রতারণার ধারায় বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
যে মামলায় আটক শামসুল আলম শাকিলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
আরও পড়ুন: শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে ৭২ জেলে আটক
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী ১৫ অক্টোবর রাত ৮টার দিকে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী হিরণ পয়েন্ট থেকে অটোরিকশায় করে দিনারের পুল জিরো পয়েন্টের দিকে রওয়ানা দেয়। ওই অটোরিকশায় অন্য যাত্রীদের সঙ্গে মামলার আসামি গ্রেপ্তার হওয়া শাকিল উঠে এবং নিজেকে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (পরিদর্শক) পরিচয় দেয়। এরপর সে আসামি নিয়ে ভোলা যাওয়ার কথা বলে কিভাবে গেলে ভালো হয় তা জানতে চাইলে মামলার বাদী স্পীডবোটে গেলে ভালো হবে বলে জানায়।
এরপর পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী শাকিল মামলার বাদীকে বলেন, ‘পুলিশে লোক নিচ্ছে, ৮ম শ্রেণি পাশ, এসএসসি পাশ এবং এইচএসসি পাশ, তুমি আমার নাম্বারটা নাও, তোমার কোন লোক থাকলে আমি পুলিশে চাকরি দিয়ে দিবো।’ এই কথা বলে পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী শাকিল তার ব্যবহৃত মোবাইল নম্বর বাদীকে প্রদান করে এবং বাদীকে পুলিশের নাম লেখা একটি খাকি খাম দেখায়।
এরপর রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশাটি জিরো পয়েন্টে পৌঁছায়। তখন অটোরিকশার চালক পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী শাকিলের কাছে ভাড়া চাইলে, সে তা না দিয়ে উল্টো ড্রাইভারকে পুলিশ পরিচয় দেয়।
বিষয়টি নিয়ে বাদীর সন্দেহ হলে জরুরি সেবা ৯৯৯ এ কল করে। খবর পেয়ে কিছুক্ষণ পর বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাকিলকে আটক করে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) রাফসান জনি জানান, পুলিশ পরিচয় দেয়া ওই ব্যক্তিকে তার কর্মস্থলের পরিচয় জিজ্ঞাসা করলে সে সন্দেহজনক কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সে নিজেকে ইন্সপেক্টর (পরিদর্শক) হিসেবে পরিচয় দেয়ার বিষয়টি স্বীকার করে।
আটকের সময় শাকিলের কাছ থেকে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা পুলিশ পরিচয় ধারণের একটি খাকি রঙের খাম ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার শাকিলের বিরুদ্ধে কক্সবাজারসহ বিভিন্ন থানায় একইভাবে প্রতারণার ঘটনায় আরও তিনটি মামলা রয়েছে।
সে মূলত ২০ টাকার অটোভাড়া না দিতে গিয়ে এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি।
আরও পড়ুন: বাংলাদেশের জলসীমা থেকে ৩১ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে ৮ ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলে আটক
২ বছর আগে
নড়াইলে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার
নড়াইলে ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয় দেয়ার অভিযোগে মো.সোহেল রানা (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে শহরেরর পুরাতন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সোহেল রানা নড়াইল সদর থানার শংকরপুর গ্রামের অহিদুর মোল্লার ছেলে ।
এর আগে বুধবার রাত ৯ টায় নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ রাব্বি শেখ (২২) বাদী হয়ে থানায় ভুয়া ডিজিএফআই পরিচয় দানকারী সোহেল রানার নামে মামলা করেন।
আরও পড়ুন:ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তার ২
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সোহেল রানা সেনাবাহিনীর পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন লোকজনকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাৎ করে।
এছাড়াও সে সৈনিক পরিচয়ে জেলার কালিয়া থানার জামরিল ডাঙ্গাগ্রামের মফিজার গাজীর মেয়ে ঝর্ণা আক্তারকে বিয়ে করে। বিয়ের কয়েকমাস পর প্রতারণার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাদের ডিভোর্স হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে এক ভুয়া ডিজিএফআইকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:সিরাজগঞ্জে ৭০ হাজার টাকার জালনোট জব্দ, গ্রেপ্তার ৪
কুড়িগ্রামে নাতনীকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার!
২ বছর আগে
ফেনীতে ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা
এমবিবিএস পাস না করেই নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন মো. আনোয়ার হোসেন ভুঁইয়া। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের নির্দেশে ম্যাজিস্ট্রেট লিখন বনিক, সহকারী কমিশনার (ভূমি) ফেনী সদর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
লিখন বনিক জানান, বিএমডিসি সনদ না থাকলেও মানুষকে পাইলস চিকিৎসাসহ সার্জারি চিকিৎসা করেন তিনি। যার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী।
আরও পড়ুন:খুলনায় ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড
তিনি আরও জানান, শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের মহিপাল চৌধুরী বাড়ী এলাকায় ভুঁইয়া মেমোরিয়াল পাইলস ও পলিপস চিকিৎসালয় লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে সত্বাধিকারী ভুয়া চিকিৎসক মো. আনোয়ার হোসেন ভুঁইয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযানে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা, ডা. যুবায়ের ইবনে খায়ের ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক জানান।
আরও পড়ুন:দিনাজপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, চেম্বার সিলগালা
২ বছর আগে
বরিশালে ‘ভুয়া পুলিশ’ আটক
বরিশালে ভুয়া পুলিশ পরিচয়ধারী এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
আটক মো. জুম্মান (৩০) নগরীর ২৩ নং ওয়ার্ড টিয়াখালি ঠাকুরবাড়ি এলাকার মো. আব্দুল জলিল মুন্সির ছেলে।
কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুম্মান শেবাচিম হাসপাতালের মেইন গেটে একটি ওয়াকিটকি সেট ও দুটি ভুয়া সাংবাদিকের আইডি কার্ড নিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে এবং ফুটপাতের দোকান থেকে টাকা আদায় করছিলো। এসময় সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করে।
আরও পড়ুন: নিউমার্কেট এলাকার সংঘর্ষে আরও একজনের মৃত্যু
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মেডিকেল পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যায়।পরে থাকে থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি লোকমান হোসেন আরও জানান, আটক জুম্মান দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতো।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মানিকগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত
ইভটিজিংয়ের শিকার চবি ছাত্রী, ৩ বহিরাগত আটক
২ বছর আগে
চুয়াডাঙ্গায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক
চুয়াডাঙ্গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে মিষ্টির দোকানে অভিযান চালানোর অভিযোগে লিল্টু নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের একটি মিষ্টির দোকান থেকে তাকে আটক করে পুলিশ।
আটক লিল্টু (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে।
ডিঙ্গেদহ বাজারের জিনিয়া হোটেলের মালিক আব্দুল জব্বার বলেন, প্রথমে স্থানীয় রাতুল হোটেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযুক্ত লিন্টু অভিযান চালান। ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাতুল হোটেল মালিককে ২০০ টাকা জরিমানা করেন তিনি। পরে আমার দোকানে এসে দুটি মিষ্টি খান। তার কথাবার্তায় সন্দেহ হলে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: মাগুরায় আটকে রেখে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩
তিনি আরও জানান, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত লিল্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেয়া হয় অভিযুক্তকে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে একটি মিষ্টির দোকানে ২শ’ টাকা জরিমানা করেছেন। অপর দোকানে গেলে সন্দেহ হলে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
তিনি আরও বলেন, উনি মানসিক ভারসাম্যহীন কিনা যাছাই করতে চিকিৎসকের পরামর্শ নেয়া হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকসহ গ্রেপ্তার ২
জয়পুরহাটে সেনা সদস্যকে লাঠিপেটা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
২ বছর আগে
খুলনায় ভুয়া সেনা সদস্য আটক
খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গা আবাসিক এলাকা থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়ধারী এক প্রতারককে আটক করেছে পুলিশ।
আটক মো. রাসেল শেখ (২৭) ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কুমোড়ঘাটি গ্রামের শাখাম শেখ এর ছেলে।
পুলিশ জানায়, সে নিজেকে সেনাবাহিনী সদস্য বলে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল।
আরও পড়ুন: চাকরি দেয়ার নাম প্রতারণা: চট্টগ্রামে ভুয়া সেনাসদস্য আটক
ভুক্তভোগী সাদ্দাম জানান, চলতি বছরের ১৫ ও ১৬ আগস্ট দুই দফায় সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে প্রতারক রাসেল শেখ দুই লাখ ৭০ হাজার টাকা নিলেও সে চাকরি না দিয়ে ঘুরাতে থাকে। সাদ্দামের মা রেবেকা বেগম সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পারে রাসেল শেখ সেনা সদস্য নয়। সে একজন প্রতারক। এ সময় রেবেকা বেগম প্রতারক এর সাথে মোবাইলে কথা বলে কৌশলে জানে সে মিরেরডাঙ্গা কেডিএ আবাসিক এলাকার মনিরুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)প্রবীর কুমার বিশ্বাস, উপপরিদর্শক(এসআই) হাসনুজ্জামান, এএসআই ইস্তিয়াক আহম্মেদ সঙ্গীয়ফোর্সসহ ভুক্তভোগী সাদ্দামকে নিয়ে মিরেরডাঙ্গা আবাসিক এলাকার ওই বাড়িতে যায়। এ সময় সেখান থেকে সেনাবাহিনীর বুট জুতা, গেঞ্জী, নকল জাতীয় পরিচয়পত্র ও প্রতারণা করার গুরুত্বপূর্ণ আলামতসহ রাসেলকে থানা হেফাজতে আনে পুলিশ।
আরও পড়ুন: নেত্রকোণায় চাকরি দেয়ার নামে ‘প্রতারণা’, গ্রেপ্তার ৩
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।
৩ বছর আগে
শেরপুরে সহযোগীসহ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাকরি, বয়স্ক ভাতা পাইয়ে দেয়াসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে শেরপুরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
৫ বছর আগে