আফরোজা আব্বাস
প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি পেশ গ্রেপ্তার ও কারাবন্দি বিএনপি নেতা-কর্মীদের স্বজনদের
বিএনপি ও এর সহযোগী সংগঠনের সম্প্রতি সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির জন্য মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি পেশ করেন তাদের স্বজনেরা।
কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস কারাবন্দি বিরোধী নেতাদের স্বজনদের পক্ষে আইনজীবীদের মাধ্যমে স্মারকলিপি জমা দেন।
দুই পৃষ্ঠার স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এক অসহনীয় পরিস্থিতির মধ্যে কারাগারে আটক বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা বিচারের শেষ আশ্রয়স্থল হিসেব প্রধান বিচারপতির কাছে যেতে বাধ্য হয়েছেন।
স্মারকলিপিতে স্বজনরা বলেন, আমরা বিশ্বাস করি বিচার বিভাগের অভিভাবক হিসেবে আপনি (প্রধান বিচারপতি) দেশের বিচার বিভাগকে রক্ষা, একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক মিথ্যা, ভুয়া ও হয়রানিমূলক মামলায় গণগ্রেপ্তার, পুলিশি হেফাজতে নির্যাতন, জামিন প্রত্যাখান এবং আদালতে গণহারে সাজা প্রতিরোধে প্রধান বিচারপতি সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও তারা প্রত্যাশা করেন।
স্বজনরা বলেন, বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তির জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আদালতকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করছি।
এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিরোধীদলীয় নেতাদের কারাগার থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেন কারাবন্দি বিএনপি নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা।
তাদের অনেকের হাতে প্ল্যাকার্ড এবং তাদের প্রিয়জনের ছবি দেখা গেছে, যারা কারাগারে অবস্থান করছেন।
বিএনপির মহিলা শাখা জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে স্বজনদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
অনুষ্ঠানে স্বজনদের কেউ কেউ প্রিয়জনের অনুপস্থিতিতে তাদের দুঃখ ও কষ্টের কথা বলেন।
তাদের অনেকেই সেখানে কান্নায় ভেঙে পড়েন।
আরও পড়ুন: মনোনয়নপত্র নেওয়ায় একরামুজ্জামান ও আবু জাফরকে দল থেকে বহিষ্কার
১ বছর আগে
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
চিকিৎসার জন্য শনিবার (২৬ আগস্ট) সকালে সিঙ্গাপুর রওনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে বলেন, আব্বাস তার স্ত্রী আফরোজা আব্বাস ও তাদের দুই ছেলেকে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
শায়রুল জানান, আব্বাস দীর্ঘদিন ধরে পেটের সমস্যাসহ একাধিক রোগে ভুগছেন এবং তিনি বিভিন্ন সময়ে দেশে চিকিৎসা নিয়েছেন। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, আব্বাসের শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুরে যান।
তিনি জানান, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন এই বিএনপি নেতা।
গত বছরের ২৩ মে পেটের সমস্যায় আব্বাসও একই হাসপাতালে চিকিৎসা নেন।
আরও পড়ুন: আর নিপীড়ন সহ্য নয়, উপযুক্ত জবাব দিন: মির্জা আব্বাস
এছাড়া বিএনপির মহিলা শাখা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় সেখানে চিকিৎসা নিবেন বলে জানান রফিকুল।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তার স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা সাফারুহও সিঙ্গাপুরে যান।
তিনি এখন তার বিভিন্ন স্বাস্থ্য জটিলতার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: পতনের আশঙ্কায় সরকার দমন-পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে: মির্জা আব্বাস
আ. লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই অশান্তি সৃষ্টি হয়েছে: মির্জা আব্বাস
১ বছর আগে
বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল দুদকের
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদক সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
২০১৯ সালের ৭ জানুয়ারি রাজধানীর শাহজাহানপুর (ডিএমপি) থানায় মামলাটি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, এই দম্পতি তাদের আয়ের জ্ঞাত উৎসের বাইরে প্রায় ২০ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন।
আরও পড়ুন: আমীর খসরুসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
কাউন্সিলর মতি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
৩ ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি তদন্ত করবে দুদক
১ বছর আগে
স্ত্রীসহ মির্জা আব্বাস করোনায় আক্রান্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৪ বছর আগে