চিকিৎসার জন্য শনিবার (২৬ আগস্ট) সকালে সিঙ্গাপুর রওনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে বলেন, আব্বাস তার স্ত্রী আফরোজা আব্বাস ও তাদের দুই ছেলেকে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
শায়রুল জানান, আব্বাস দীর্ঘদিন ধরে পেটের সমস্যাসহ একাধিক রোগে ভুগছেন এবং তিনি বিভিন্ন সময়ে দেশে চিকিৎসা নিয়েছেন। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, আব্বাসের শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুরে যান।
তিনি জানান, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন এই বিএনপি নেতা।
গত বছরের ২৩ মে পেটের সমস্যায় আব্বাসও একই হাসপাতালে চিকিৎসা নেন।
আরও পড়ুন: আর নিপীড়ন সহ্য নয়, উপযুক্ত জবাব দিন: মির্জা আব্বাস
এছাড়া বিএনপির মহিলা শাখা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় সেখানে চিকিৎসা নিবেন বলে জানান রফিকুল।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তার স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা সাফারুহও সিঙ্গাপুরে যান।
তিনি এখন তার বিভিন্ন স্বাস্থ্য জটিলতার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: পতনের আশঙ্কায় সরকার দমন-পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে: মির্জা আব্বাস
আ. লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই অশান্তি সৃষ্টি হয়েছে: মির্জা আব্বাস