মরক্কো
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ফ্রান্স
আল বাইত স্টেডিয়ামে বুধবার দিবাগত রাতের ম্যাচে দু’টি বিষয় নির্ধারিত হয়েছে। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে কে খেলবে এবং অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি কে হচ্ছে। তবে খুব স্বাভাবিক যে মূল ফোকাস ছিল আর্জেন্টিনার বিপক্ষে কোন দল লড়াই করছে। মরক্কোকে ২-০ গোলে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।
আফ্রিকান ও আরব দেশ হিসেবে মরক্কো এই প্রথম সেমিফাইনাল খেলেছে। বেশ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা। তবে ফেভারিট বলে একটি টার্ম আছে। তার ব্যতিক্রম হয়নি। সবার নজর যে কিলিয়ান এমবাপ্পের দিকে। তবে এই ম্যাচে এমবাপ্পে কোনো গোল করেননি।
আরও পড়ুন: পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে মরক্কো
অনেকটা মাঠে নেমেই ফরাসিরা গোল করে বসেন। দলের হয়ে পাঁচ মিনিটে প্রথম গোল করেন থিও এরনান্দেজ। ৭৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রান্দাল কোলো মুয়ানি। মাঠে নামার সঙ্গে সঙ্গেই গোলটি করে ম্যাচের জয় অনেকটাই নিশ্চিত করেন তিনি। উসমান দেম্বেলের বদলে তাকে নামানো হয়।
কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স টানা দুইবার ফাইনাল নিশ্চিত করল। ফলে রবিবার লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে।
আরও পড়ুন: বিশ্বকাপ ছাড়ার হুমকি দেননি রোনালদো: পর্তুগাল কোচ
মেসি-আলভারেজ জাদুতে ৩-০ গোলে ফাইনালে আর্জেন্টিনা
পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে মরক্কো
পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠল মরক্কো। সম্ভবত ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার নিজের ঘরে তোলার সম্ভাবনা এখানেই শেষ হয়ে যাবে।
বিরতির আগে ৪২ মিনিটে ইউসেফ এন-নেসেরির গোলটিই ছিল বিজয়সূচক গোল। এই গোলটির কারণেই মরক্কো এবারের বিশ্বকাপে তাদের ইতিহাস গড়ল। যা আরব বিশ্বে নিয়ে এসেছে সম্মান।
ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় ৩৭ বছর বয়সী রোনালদোকে প্রথমার্ধে দেখা যায়নি। তিনি মাঠে নামেন ৫১ মিনিটে।
আরও পড়ুন: বিশ্বকাপ ছাড়ার হুমকি দেননি রোনালদো: পর্তুগাল কোচ
পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড় যখন তার ক্যারিয়ারের শেষের দিকে, ঠিক সেসময় বিশ্বকাপ ট্রফি না নিয়েই ফিরতে হয়েছে তাকে।
বুধবার দিবাগত রাত ১টায় সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো।
এটি বিশ্বকাপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ একটি আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল পর্যায়ে আসতে পেড়েছে মরক্কো। সেমিফাইনালে সাধারণত ইউরোপীয় বা দক্ষিণ আমেরিকার দেশগুলোকেই দেখা যায়। এর আগে ক্যামেরুন (১৯৯০), সেনেগাল (২০০২) ও ঘানা (২০১০) কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসে তাদের ঘরে ফিরতে হয়।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ট্রাইব্রেকারের ৪-৩ স্কোরে ডাচদের হারিয়ে মেসিরা সেমিফাইনালে
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ স্ট্রিমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ কোয়ার্টার ফাইনাল, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
বিশ্বকাপ ফুটবল-২০২২: বেলজিয়ামকে ২-০ গোলে হারাল মরক্কো
মরক্কো বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে নতুন চমক সৃষ্টি করেছে। এই হারের মধ্যদিয়ে ২০১৮ সালের সেমিফাইনালিস্ট বেলজিয়াম গ্রুপ-পর্যায়ে ছিটকে পড়ার বিপদে পড়েছে।
মরক্কোর বদলি খেলোয়ার আবদেল হামিদ সাবিরি ৭৩তম মিনিটে প্রথম গোলের জন্য বেলজিয়ামের গোলরক্ষক থিবাউট কোর্তোয়াকে একটি আঁটসাঁট কোণ থেকে ফ্রি-কিকে গোল করেন। এরপর অতিরিক্ত সময়ে হাকিম জিয়াচের পাস থেকে জাকারিয়া আবু খলালের আরেকটি শট জালে জড়ান। আর এতেই ২-০ গোলে এগিয়ে যায় চমক সৃষ্টিকারী মরক্কো।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: মেসির গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে আর্জেন্টিনার জয়
ব্রাজিলের পর বিশ্বে র্যাঙ্কিং-এর দুই নম্বরে থাকা বেলজিয়াম বিশ্বকাপে তাদের শেষ সাতটি গ্রুপ খেলায় জিতেছিল। ১৯৯৮ সালের পর বিশ্বকাপে এটি মরক্কোর প্রথম জয় এবং এটি তাদের জন্য শুধুমাত্র তৃতীয় আসর।
যদি মরক্কোকে হারাতে পারতো তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারত বেলজিয়াম।
বেলজিয়াম তার গ্রুপের শেষ ম্যাচে ২০১৮ সালের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার সঙ্গে মুখোমুখি হবে। আর মরক্কো কানাডার মুখোমুখি হবে।
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল-২০২২: কোস্টারিকার কাছে জাপানের হার, স্পেন ও জার্মানির পথ সুগম
স্পেন বনাম জার্মানি লাইভ স্ট্রীমিং: কোথায় , কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশ; নিহত বেড়ে ২৩
স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল মেলিলায় প্রবেশকালে ১৮ জন অভিবাসী নিহত হয়েছিলেন। শনিবার নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্পেন এবং মরক্কোর মানবাধিকার সংস্থাগুলো।
মরক্কোর কর্তৃপক্ষ জানিয়েছে যে শুক্রবার মেলিলা এবং মরক্কো সীমান্তের লোহার বেড়াতে পার হতে গিয়ে তারা মারা যান।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় ৭৬ জন নিরাপত্তা কর্মকর্তাসহ ১৪০ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
আরও পড়ুন: স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টাকালে নিহত ১৮
মন্ত্রণালয় প্রাথমিকভাবে পাঁচ জনের মৃত্যুর খবর জানিয়েছে। মরক্কোর সরকারি টেলিভিশন টুএম স্থানীয় কর্তৃপক্ষের উদ্বৃত্তি দিয়ে শনিবার ১৮ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে এবং এরপর মৃতের সংখ্যা ২৩ জনের পৌঁছেছে বলে জানিয়েছে।
মরক্কোর হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন ২৭ জনের মৃত্যুর খবর দিয়েছে, তবে তাৎক্ষণিকভাবে সংখ্যাটি নিশ্চিত করেনি।
এমএপি জানিয়েছে, মরক্কোর নিরাপত্তা বাহিনীর দুই সদস্য এবং ৩৩ জন অভিবাসীকে মরক্কোর নাদোর ও ওজদা শহরের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গভীর কুয়ায় আটকা পড়া মরক্কোর শিশুটি মারাই গেল
মরক্কোয় চারদিন ধরে গভীর কুয়ায় আটকা পড়া শিশুটি মারা গিয়েছে। শনিবার দেশটির রয়েল প্যালেস বিষয়টি নিশ্চিত করেছে।
রয়েল প্যালেস থেকে এক বিবৃতি দিয়ে মরোক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাঁচ বছর বয়সী রায়ানকে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার রাতে উদ্ধার করা হয়।
এর আগে রায়ান গত মঙ্গলবার সন্ধ্যায় মরক্কোর পার্বত্য উত্তর শেফচাউয়েন প্রদেশের ইঘরান গ্রামে তার বাড়ির বাইরের ৩২ মিটার (১০৫ ফুট) গভীর একটি কুয়ায় পড়ে যায়।
আরও পড়ুন: বাগেরহাটে ঠান্ডার সমস্যা নিয়ে হাসপাতালে শিশু রোগীর ভিড়
রয়েল প্যালেস থেকে জানানো হয়, স্থানীয় প্রশাসনের উদ্ধার কাজে গভীরভাবে নজর রেখেছেন রাজা এবং কুয়া থেকে শিশুটিকে উদ্ধার করতে প্রয়োজনীয় সব প্রচেষ্টা করতে এবং তাঁকে জীবিত অবস্থায় বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
উদ্ধার কাজে অংশ নেয়া কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টা এবং রায়ানের পরিবারকে সমর্থন দেয়ায় এলাকাবাসীর প্রশংসা করেন রাজা।
শত শত মানুষ এ উদ্ধার কাজ দেখতে ভিড় করেন। এছাড়া চারদিন ধরে উদ্ধার কাজ চলায় বিশ্ববাসী শিশুটির জন্য সমর্থন ও উদ্বেগ জানিয়ে অনলাইনে বার্তা পাঠিয়েছেন।
আরও পড়ুন: বেচে দেয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলো প্রশাসন
কুয়ার চারপাশের মাটি ধসে ছেলেটির ওপর পড়তে পারে এ শঙ্কা থেকে উদ্ধার কাজটি খুবই কঠিন ছিল।
তবে ছেলেটি ঠিক কী কারণে কুয়ায় পড়েছিল তা অস্পষ্ট।
মরক্কোতে একসঙ্গে ৯ সুস্থ সন্তান প্রসব!
মরক্কোর এক হাসপাতালে একসঙ্গে ৯ সুস্থ সন্তান প্রসব করেছেন আফ্রিকার দেশ মালির হালিমা সিসে (২৫) নামে এক নারী। মালির স্বাস্থ্যমন্ত্রী এবং মরোক্কোর হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত একসঙ্গে সুস্থ ৯ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। কেননা রেকর্ড বলছে, এমন ঘটনা এটাই প্রথম।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, একসঙ্গে ৫ মেয়ে এবং ৪ ছেলে সন্তান জন্ম দেয়া ওই নারী এবং তার শিশুরা সবাই সুস্থ আছে। তবে, আগে চিকিৎসকরা ওই নারীকে জানিয়েছিলেন তিনি ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন।
বুধবার (৫ মে) এই খবর নিশ্চিত করে বার্তা সংস্থা এপি। সরেজমিনে গিয়ে এপি প্রতিনিধি দেখতে পান, বেসরকারি হাসপাতাল আইন বোরজারে ইনকিউবেটরে সদ্য জন্ম নেয়া শিশুরা তাদের হাত-পা ছুড়ে, নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। তাদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে, নার্সরা চেষ্টা করে যাচ্ছেন।
জানা গেছে, হালিমা গর্ভাবস্থায় জানতে পেরেছিলেন, তিনি অন্তত ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন। মালি সরকারের সহায়তায় তাকে মরোক্কোতে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। কারণ মালির স্বাস্থ্য ব্যবস্থা এবং হাসপাতালগুলো তেমন উন্নত নয়।
মরোক্কোর চিকিৎসকরা জানান, হালিমা মাত্র ৩০ সপ্তাহে ৯টি বাচ্চার জন্ম দিয়েছে এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে সে এখন সুস্থ আছে।
আরও পড়ুন: দুই মাথাওয়ালা শিশু জন্মের তিন ঘণ্টা পর মৃত্যু
সি-সেকশনের মাধ্যমে জন্ম নেয়া অধিকাংশ বাচ্চারাই কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। এক্ষেত্রে তাদের জীবন নিয়ে কিছুটা শঙ্কা রয়েই যায়।
দি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড বলছে, বর্তমানে একসঙ্গে সর্বোচ্চ ৮টি বাচ্চা জন্ম দেয়ার রেকর্ডটি আছে আমেরিকার নাদিয়া সুলায়মানের। তিনি ২০০৯ সালে একসঙ্গে আট বাচ্চা জন্ম দিয়ে রেকর্ড গড়েন।
দি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, তারা মরোক্কোতে জন্ম নেয়া হালিমার ৯ সন্তানের ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছে।
মরক্কোতে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা স্থগিত
মরক্কোর মারাক্কেশে ২০২১ সালের অক্টোবরে হতে যাওয়া বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা কোভিড-১৯ মহামারির কারণে ২০২২ পর্যন্ত ১২ মাসের জন্য স্থগিত করা হয়েছে।