ট্রাফিক পুলিশ
ট্রাফিক পুলিশের বিশ্রামের ব্যবস্থা করতে সিটি মেয়রদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
ট্রাফিক সার্জেন্টদের জন্য কিছুটা বিশ্রামের জন্য ব্যবস্থার উদ্যোগ নিতে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী দুই সিটি করপোরেশনের মেয়রদের অনুরোধ জানিয়ে বলেন, 'আমি তাদের (দুই মেয়র) কাছে জোরালো দাবি জানাব, তারা যেন ট্রাফিক কর্মকর্তাদের কিছুটা বিশ্রাম দেন।’
তিনি বলেন, ঢাকায় বসবাসরত বাসিন্দাদের নিরাপত্তায় ৩৪ হাজার জনবল নিয়ে ৫০টি থানায় কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের মোট জনবল দুই লাখের বেশি। প্রত্যেক পুলিশ সদস্য ৮২৫ জনকে নিরাপত্তা দিচ্ছেন বলে জানান তিনি।
আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণের পরিধি বাড়াতে চীনের প্রতি অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
তিনি বলেন, ‘জঙ্গিবাদের উত্থানের কারণে আমরা কাউন্টার টেররিজম ইউনিট গঠন করেছি। আমরা সাইবার ইউনিট, ভিকটিম সাপোর্ট সেন্টার গঠন করেছি। আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি ট্রাফিক ইউনিটও গঠন করেছি- যেটি ডিএমপি কমিশনারের অধীনে কাজ করছে।’
তিনি বলেন, অতীতে মানুষ পুলিশকে ভয় পেত। ‘কিন্তু আজ ভরসা আছে... প্রয়োজনে মানুষ পুলিশের কাছে যায়।’
ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রমুখ বক্তব্য দেন।আরও পড়ুন: কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমনে দ্রুত বিচার আইন স্থায়ী করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
১০ মাস আগে
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত, গ্রেপ্তার ৩
গাইবান্ধা ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহতের ঘটনায় ট্রাক চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- ট্রাক চালক রংপুরের মাহিগঞ্জ থানার সঙ্গীর টারী গ্রামের আব্দুল আজিজের ছেলে জামাল মিয়া, সহযোগী একই এলাকার ক্ষুদ্র রংপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে মশিউর রহমান (২৯) ও ট্রাক মালিক জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনিছুর রহমান (৪৪)।
আরও পড়ুন: সাঈদীর চিকিৎসককে প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার ২
শনিবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) কালাম হোসেন জানান, রংপুর নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছেন।
এর আগে গত ২৪ আগস্ট গাইবান্ধার জিরো পয়েন্ট এলাকায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ বিপ্লবের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যুর কথা স্বীকার করেছে।
পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটিও জব্দ করেছে বলে জানান এসপি।
আরও পড়ুন: পাবিপ্রবিতে ২ শ্রমিক নিহতের ঘটনায় পিডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
পিরোজপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
১ বছর আগে
চট্টগ্রামে লরি থেকে কনটেইনার পড়ে ট্রাফিক পুলিশ নিহত, আটক ২
চট্টগ্রাম বন্দর এলাকায় কনটেইনার চাপা পড়ে নূরে আলম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কনটেইনারবাহী লরির হেলপার ও চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ জুলাই) ভোরের দিকে বন্দর থানা সংলগ্ন সিপিআর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা গণমাধ্যমকে বিষয়টি জানান।
এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট মো. ইমরান উদ্দিন বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে আসামি বহনকারী বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ পুলিশ আহত
গ্রেপ্তার দুইজন হলো- লরির হেলপার মো. সেলিম ওরফে লিটন (৩৬)। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানার গুণক গ্রামে। চালক শামীম খানের (২৮) বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চন্ডিপুর গ্রামে। ঘটনার সময় লিটন লরি চালাচ্ছিলেন।
ওসি সনজয় কুমার সিনহা জানান, ট্রাফিক কনস্টেবলের মৃত্যুর ঘটনায় লরি চালক শামীমকে বন্দর এলাকা থেকে এবং হেলপার লিটনকে ফেনীর সোনাগাজী থেকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় লরিটি।
তিনি বলেন, ঘটনার সময় বেপরোয়াভাবে কনটেইনারবাহী লরিটি চালাচ্ছিলেন হেলপার লিটন। এতে লরি থেকে উল্টে পড়ে যায় কনটেইনার। কনটেইনারটির নিচে চাপা পড়েন কনস্টেবল নূরে আলম। পরে কনটেইনারটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় কনস্টেবল নূরে আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু
চট্টগ্রামে বাসের ধাক্কায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত
১ বছর আগে
ঢাকায় ট্রাফিক পুলিশের ওপর হামলা: ৪ জন গ্রেপ্তার
ঢাকার প্রগতি সরণিতে রবিবার রাতে ট্রাফিক পুলিশের ওপর হামলা ও পুলিশ বক্স ভাঙচুরের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চারজন হলো-মো. হালিম (চালক), হাসান মাহাদী অমি (হেলপার), মো. উজ্জ্বল মিয়া ও পারভেজ মিয়া।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২২টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
যোগাযোগ করা হলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, রবিবার রাত ৯টা ১০ মিনিটে ভাটারা থানার অন্তর্গত প্রগতি সরণিতে একজন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট একটি কাভার্ড ভ্যানকে থামার জন্য সংকেত দেন। গাড়ি থামলে ট্রাফিক সার্জেন্ট চালক হালিমকে কাগজপত্র দেখাতে বললে তিনি রাজি হননি।
তিনি জানান, চালক মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলতে থাকেন এবং তারপর ট্রাফিক সার্জেন্টকে ওই ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলতে বলেন। ট্রাফিক সার্জেন্ট কাগজপত্র ছাড়া কথা বলতে অস্বীকার করেন, তখন তর্ক শুরু হয়।
তিনি আরও জানান, একপর্যায়ে চালক ও তার হেলপারসহ কয়েকজন দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায় এবং ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে। খবর পেয়ে ভাটারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে।
এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: হবিগঞ্জে নারীকে বেত্রাঘাত ও পাথর মারার অভিযোগ, গ্রেপ্তার ৪
ডাক্তার-নার্স পরিচয়ে বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৬: ডিএমপি
১ বছর আগে
চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে বৃদ্ধার মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) দুপুরে জেলা শহরের কোর্ট মোড়ের এক নম্বর পানির ট্যাংকের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুফিয়া খাতুন (৮০) জেলা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী।
সুফিয়ার বোনের মেয়ে সাজিদা খাতুন বলেন, ‘প্রায় আট মাস আগে আমার খালা সুফিয়া খাতুনের চোখ অপারেশন করা হয়। এরপর থেকে চোখে কম দেখতেন। আমি রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিলাম। খালা রাস্তা পার হয়ে আমার কাছে আসছিলেন।’
আরও পড়ুন: ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে নিহত ৪
তিনি আরও বলেন, ‘এ সময় পুলিশের সার্জেন্ট সেলিমের মোটরসাইকেলে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। পরে ওই পুলিশ খালাকে ভ্যানে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল বলেন, কোনো অভিযোগ না থাকায় আইন মেনে বিকালে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কর্ণফুলীতে ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে সাম্পান ডুবি, কিশোর নিখোঁজ
১ বছর আগে
শিগগিরই কমবে যানজট: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে যানজট নিরসনের জন্য আইন প্রয়োগকারী সংস্থা ও ট্রাফিক পুলিশ যৌথভাবে কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, খুব শিগগিরই এটি নিয়ন্ত্রণে আসবে।
মঙ্গলবার ঈদুল ফিতরকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
যানজটের জন্য আংশিকভাবে শহরের চলমান উন্নয়ন কাজ দায়ী মন্তব্য করে মন্ত্রী বলেন, নগরীর বিভিন্ন স্থানে এলিভেটেড ওয়ে, মেট্রোরেল ও ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। তাছাড়া ঈদ ও করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মানুষ মার্কেটমুখী ও স্বাভাবিক চলাচল শুরু করেছে। এগুলোর কারণেও যানজট হচ্ছে।
আরও পড়ুন: ঈদে যানজট এড়াতে সিরাজগঞ্জে নলকা সেতু খুলে দেয়া হবে
আসাদুজ্জামান বলেন, চুরি, ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, যানজট এড়াতে শ্রমিকদের পর্যায়ক্রমে ঈদের ছুটি দিতে শিল্প মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের একজন প্রকৌশলী জানান, ২৫ এপ্রিলের পর সব রাস্তা খুলে দেয়া হবে এবং ঈদের আগে রাস্তার বড় বড় গর্তগুলো মেরামত করা হবে।
আরও পড়ুন: রাজধানীর যানজট নিরসনে সাবওয়ে নির্মাণের বিকল্প নেই: সেতুমন্ত্রী
২ বছর আগে
নিজের বাইকে আগুন দিলেন ক্ষুব্ধ রাইড শেয়ারিং চালক
রাজধানীর বাড্ডা-গুলশান লিংক রোড এলাকায় ট্রাফিক পুলিশ জরিমানা করার চেষ্টা করায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন রাইড শেয়ারিং চালক। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
বাইক চালক শওকত হোসেন (৪০) অন্যদের সঙ্গে এসময় যাত্রীর জন্য জনতা ইন্সুরেন্স ভবনের কাছে রাস্তায় অপেক্ষা করছিলেন।
ট্রাফিক সার্জেন্ট দেবপ্রিয়া শওকত তার কাছে কাগজপত্র চাইলে এক পর্যায়ে শওকত ক্ষুব্ধ হয়ে তার বাইকে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: নওগাঁয় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলে তিনি তাদের বাধা দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ট্রাফিক (বাড্ডা জোন) সুবীর চন্দ্র দাস জানান, শওকতকে বাড্ডা থানায় নিয়ে যাওয়া হলে সে জানায় করোনার কারণে ব্যবসায় বিপুল ক্ষতির সম্মুখীন হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছেন। এরপর তিনি বেঁচে থাকার জন্য রাইড-শেয়ারিং সেবায় যুক্ত হন।
আরও পড়ুন: খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত
৩ বছর আগে
মাত্র ৫৮ সদস্য নিয়ে চলছে কুমিল্লার ট্রাফিক ব্যবস্থাপনা
কুমিল্লায় যানবাহন চলাচলে বিশৃঙ্খলা দিন দিন বেড়েই চলেছে। যানজট অথবা জটলা নগরীর প্রতিটি মোড়ের নিত্যদিনের ঘটনা। কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে যাদের অবদান সবচেয়ে বেশি সেই ট্রাফিক পুলিশের শাখাটি জেলায় ধুঁকছে জনবল সংকটে।
৪ বছর আগে
ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশসহ নতুন ৬ জনের করোনা শনাক্ত
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ট্রাফিক পুলিশ সদস্যসহ নতুন ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮০ জনে।
৪ বছর আগে
ট্রাফিক সার্জেন্টের মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
ঢাকা, ২৩ জুলাই (ইউএনবি)- যমুনা গ্রুপের কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া নিহতের ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন তার বাবা।
৫ বছর আগে