গাইবান্ধা ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহতের ঘটনায় ট্রাক চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- ট্রাক চালক রংপুরের মাহিগঞ্জ থানার সঙ্গীর টারী গ্রামের আব্দুল আজিজের ছেলে জামাল মিয়া, সহযোগী একই এলাকার ক্ষুদ্র রংপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে মশিউর রহমান (২৯) ও ট্রাক মালিক জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনিছুর রহমান (৪৪)।
আরও পড়ুন: সাঈদীর চিকিৎসককে প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার ২
শনিবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) কালাম হোসেন জানান, রংপুর নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছেন।
এর আগে গত ২৪ আগস্ট গাইবান্ধার জিরো পয়েন্ট এলাকায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ বিপ্লবের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যুর কথা স্বীকার করেছে।
পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটিও জব্দ করেছে বলে জানান এসপি।
আরও পড়ুন: পাবিপ্রবিতে ২ শ্রমিক নিহতের ঘটনায় পিডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১