ঢাকার প্রগতি সরণিতে রবিবার রাতে ট্রাফিক পুলিশের ওপর হামলা ও পুলিশ বক্স ভাঙচুরের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চারজন হলো-মো. হালিম (চালক), হাসান মাহাদী অমি (হেলপার), মো. উজ্জ্বল মিয়া ও পারভেজ মিয়া।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২২টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
যোগাযোগ করা হলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, রবিবার রাত ৯টা ১০ মিনিটে ভাটারা থানার অন্তর্গত প্রগতি সরণিতে একজন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট একটি কাভার্ড ভ্যানকে থামার জন্য সংকেত দেন। গাড়ি থামলে ট্রাফিক সার্জেন্ট চালক হালিমকে কাগজপত্র দেখাতে বললে তিনি রাজি হননি।
তিনি জানান, চালক মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলতে থাকেন এবং তারপর ট্রাফিক সার্জেন্টকে ওই ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলতে বলেন। ট্রাফিক সার্জেন্ট কাগজপত্র ছাড়া কথা বলতে অস্বীকার করেন, তখন তর্ক শুরু হয়।
তিনি আরও জানান, একপর্যায়ে চালক ও তার হেলপারসহ কয়েকজন দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায় এবং ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে। খবর পেয়ে ভাটারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে।
এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: হবিগঞ্জে নারীকে বেত্রাঘাত ও পাথর মারার অভিযোগ, গ্রেপ্তার ৪