নিহত মো. ডালিম (৩৫) আমিননগর গ্রামের হালিম মিয়ার ছেলে।
নিহতের মা জোৎস্না বেগম বলেন, ‘ছেলে প্রায়ই বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে টাকা নিত। সে মাদকাসক্ত জানার পর টাকা দেয়া বন্ধ করে দেই। টাকা না পেলেই আমাকে বকাঝকা ও ঘরের আসবারপত্র ভাঙচুর করত। সোমবার দুপুরে সে টাকা চেয়ে না পেয়ে আমাকে গালমন্দ করে। এ সময় আমার ভাই আতশ আলীর ছেলে ফারুক (৩২) তাকে লাঠি নিয়ে তাড়া করে। কিছু দূর গিয়ে মাটিতে পড়ে তার মাথা ফেটে যায়।’
পরে ডালিমকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফারুক বলেন, ‘ডালিম ফুফুকে গালমন্দ করলে আমি তাকে শাসনের জন্য লাঠি দিয়ে দুবার আঘাত করি। পরে দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে তার মাথা ফেটে যায়।’
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’