দগ্ধ নারীর মৃত্যু
রান্নার চুলা থেকে গায়ে আগুন, দগ্ধ নারীর মৃত্যু
ভাত রান্না করতে গিয়ে গায়ে চুলার আগুনে লেগে অগ্নিদগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান।
নিহত শেফালী বেগম (৫০) পিরোজপুরের স্বরুপকাঠী এলাকার উত্তর উরিবুনিয়া এলাকার মো. সাহেব আলীর স্ত্রী।
আরও পড়ুন: মিরপুরে চলন্তিকা বস্তিতে অগ্নিদগ্ধ নারীর মৃত্যু
নিহতের ননদ কাজল বেগম জানান, ১৩ দিন আগে ফজরের নামাজের পর রান্না ঘরে যান শেফালী বেগম। ভাত রান্না করার সময় চুলার পাশেই ছিলেন তিনি। সেই সময় অসাবধানতাবশত শেফালী বেগমের কাপড়ে আগুন লেগে যায়। এতে তার শরীরের নিচের অংশ দগ্ধ হয়। তার চিৎকারে শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, শেফালী বেগমের লাশ হাসপাতালের লাশ রাখা কক্ষে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
২ বছর আগে
মুন্সিগঞ্জে আগুন: দুই সন্তান-স্বামীর পর চলে গেলেন স্ত্রীও
মুন্সিগঞ্জ সদর উপজেলায় একটি ভবনে বিস্ফোরণে দগ্ধ দুই শিশু সন্তান এবং স্বামীর পর স্ত্রীও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সদর উপজেলার চর মুক্তারপুরের কাউসার খানের স্ত্রী শান্তা বেগম (২৮) এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাত আড়াইটার দিকে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সোলায়মানের মৃত্যু
গত ৪ ডিসেম্বর শান্তার স্বামী কাউসার ও ২ ডিসেম্বর তাদের দুই সন্তান ইয়াসমিন (৬) এবং ফাতেমা (৩) হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়।
২ ডিসেম্বর ভোর রাত সাড়ে ৪টার দিকে শহরের চর মুক্তারপুরের শাহ সিমেন্ট রোডে জয়নাল মিয়ার চারতলা ভবনের দ্বিতীয় তলার তিনটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজনসহ পাচঁ জন দগ্ধ হন।
প্রতিবেশী হৃতিকা পাল বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পেশাগত কারণে মৃত কাউসার আট বছরেরও বেশি সময় পরিবার নিয়ে মুন্সিগঞ্জে বসবাস করে আসছিলেন।
আরও পড়ুন: ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, নারীসহ দগ্ধ ৪
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান জানান, , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ হয়ে কক্ষে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে। তবে সিআইডির একটি দল ঘটনাটি তদন্ত করছে।
২ বছর আগে
বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
সিলেটের বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নারীর মৃত্যু হয়েছে।
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার রাত ৭টার দিকে তিনি মারা যান।
নিহত দিলারা বেগম (৬০) বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ওয়ারিছ আলীর স্ত্রী।
গত ২২ মার্চ দিবাগত রাতে বসতঘরের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হলে দিলারা বেগম, তার ছেলে মঈনুল ইসলাম (২৬) ও ফয়সল আহমদ (২৩) অগ্নিদগ্ধ হন। এসময় তাদেরকে উদ্ধার এবং আগুণ নিয়ন্ত্রণ করতে গিয়ে দিলারা বেগমের স্বামী ওয়ারিছ আলী (৭০) এবং প্রতিবেশী নাঈম আহমদ (১৭) ও কামরান মিয়া (২২) আহত হন।
ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অগ্নিদগ্ধ দিলারা বেগম, তার ছেলে মঈনুল ও ফয়সলকে তাৎক্ষণিকভাবে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
এদিকে, বাকি আহতরা আশঙ্কামুক্ত হলেও মইনুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তিনি এখনও লাইফসাপোর্টে রয়েছেন।
৩ বছর আগে
চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলীতে গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে পেয়ারা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে