সিলেটের বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নারীর মৃত্যু হয়েছে।
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার রাত ৭টার দিকে তিনি মারা যান।
নিহত দিলারা বেগম (৬০) বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ওয়ারিছ আলীর স্ত্রী।
গত ২২ মার্চ দিবাগত রাতে বসতঘরের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হলে দিলারা বেগম, তার ছেলে মঈনুল ইসলাম (২৬) ও ফয়সল আহমদ (২৩) অগ্নিদগ্ধ হন। এসময় তাদেরকে উদ্ধার এবং আগুণ নিয়ন্ত্রণ করতে গিয়ে দিলারা বেগমের স্বামী ওয়ারিছ আলী (৭০) এবং প্রতিবেশী নাঈম আহমদ (১৭) ও কামরান মিয়া (২২) আহত হন।
ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অগ্নিদগ্ধ দিলারা বেগম, তার ছেলে মঈনুল ও ফয়সলকে তাৎক্ষণিকভাবে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
এদিকে, বাকি আহতরা আশঙ্কামুক্ত হলেও মইনুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তিনি এখনও লাইফসাপোর্টে রয়েছেন।