ওয়েব ফিল্ম
ওয়েব ফিল্মে জুটি নিশো ও মেহজাবীন
আবারও নতুন ওয়েবফিল্ম নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।
‘নীল জলের কাব্য’ শিরোনামে ওয়েবফিল্মটিতে জুটি বেঁধেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
এটি মুক্তি পাবে ১৬ নভেম্বর বিকেল ৩টায় আই স্ক্রিনের পর্দায়। এ উপলক্ষে বুধবার (১৫ নভেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন- সিনেমাটির সংশ্লিষ্ট অনেকে।
আরও পড়ুন: কারার ওই লৌহ কপাট বিতর্ক: অবশেষে ক্ষমা চাইলো টিম ‘পিপ্পা’
‘নীল জলের কাব্য’ সিনেমার গল্পে দেখা যাবে- নানির কাছে কক্সবাজারের গল্প শুনে সমুদ্র দেখার স্বপ্ন জাগে মেহজাবীনের। অনেকবার সমুদ্র দেখার বায়না করলেও মেয়ে বলে পরিবার থেকে অনুমতি পান না তিনি।
আফরান নিশোর সঙ্গে বিয়ের পর তিনি জানান, তাকে সমুদ্রে নিয়ে যেতে হবে। ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় তাদের অর্থনৈতিক সমস্যা। টাকা জমানোর পরিকল্পনা করলেও আসতে থাকে একের পর এক বাধা।
এভাবে এগিয়ে যায় সিনেমার ঘটনা।
সেখানে সবার উদ্দেশে শিহাব শাহীন বলেন, ‘এই ওয়েব ফিল্মের যখন শুটিং করি তখনও ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা আসেনি। পরে যখন ওটিটিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করি তখন ওয়েব ফিল্মের রূপ দেওয়া হয়।
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মেহজাবীন বলেন, ‘কোভিডের কারণে চারবার শুটিং বাতিল করতে হয়। মাঝে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি নির্মাণ সম্পন্ন করতে পেরেছি। এটি এখন প্রচারের অপেক্ষায়, এজন্য ভালো লাগছে।’ প্রচারের পর দর্শকদের মতামতের অপেক্ষায় আছি।’
নিশো বলেন, ‘দীর্ঘদিনের ইচ্ছের গল্প এটি। তবে গল্পে নানা ঘটনা যুক্ত হবে। শুটিংয়ের মাঝে করোনা, এরপর কয়েক দফায় শুটিং শেষ করতে পেরেছি, কথা বলতে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ছে। যাই হোক অবশেষে এটি মুক্তি পাচ্ছে আশা করব দর্শকদের ভালো লাগবে।’
আরও পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
বিজয়ীদের হাতে উঠল জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২
১ বছর আগে
শেষ হচ্ছে শুভ-বিন্দুর অপেক্ষা
মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘উনিশ২০’-এ অনেকদিন পর জুটি হিসেবে অভিনয় করেছেন আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু। আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।
দীর্ঘ সময় পর এই সিনেমার মধ্য দিয়ে জুটি বেঁধেছেন শুভ ও বিন্দু।
সিনেমাটি প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এখন কোনো কিছুই বলতে চাই না। ১৩ তারিখ থেকে যখন মানুষ দেখা শুরু করবে, তারা কি বলবে তা জানার অপেক্ষায় আছি।’
সিনেমাটা নিয়ে প্রত্যাশা প্রসঙ্গে শুভ বলেন, ‘সিনেমাটি নিয়ে প্রত্যাশা তো আছেই। আপাতত চাই মানুষ সিনেমাটা দেখুক। সুন্দর কিছু গান, কিছু ভালোবাসার মুহূর্ত, মন ভালো, মন খারাপ, দর্শকের অনুভূতি কি; সব জানার জন্য মুখিয়ে আছি।’
অভিনেত্রী বিন্দু আপাতত কিছু বলতে চান না। খুব করে অপেক্ষায় আছেন ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার। তবে তিনি বেশ নার্ভাস বটে। সিনেমা মুক্তির পর সব প্রশ্নের উত্তর দিবেন তিনি।
এই সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে, ইন্তখাব দিনার ও তানিয়া আহমেদকে। আরও আছেন, হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদুল হক অপু, ডিকন নূর, সাবিহা জামান, ইরফান মৃধা শিবলু, তপন মজুমদার, এলিনা শাম্মি, আমিরুল ইসলাম, শর্মী আহমেদ, মুনমুন সিদ্দিকী, লিওনা লুভাইনা, সুস্মিতা সিনহা ও এ এম মজুমদার প্রমুখ।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক আরিয়ান বলেন, ‘আমাদের জীবনে অসংখ্য ক্রাইসিস, আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে উনিশ ২০ একটা মন ভালো করা এবং হৃদয় ছুঁয়ে যাওয়া সিনেমা হয়ে উঠুক এটাই আমার প্রত্যাশা। দর্শকের যদি সিনেমাটা ভালো লাগে তাহলে তারা যেন তাদের বন্ধু-পরিবার সবাইকে নিয়ে আবারও সিনেমাটা দেখেন এবং অন্যদেরও দেখতে উৎসাহিত করেন।’
আরও পড়ুন: আরিয়ানের সিনেমায় শুভ-বিন্দু
১ বছর আগে
নতুন বছরে ঢালিউডে নতুন জুটি
গত বছরটা বেশ কেটেছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। আর নতুন বছরও শুরু হলো সুখবর দিয়ে। সম্প্রতি 'পর্দার আড়ালে' শিরোনামের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। এবার জুটি বেঁধেছেন ইয়াশ রোহানের সঙ্গে।
ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন পারভেজ আমিন, এর গল্পও লিখেছেন নির্মাতা নিজেই। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।
বছরের শুরুতেইে এই কাজ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, 'আলহামদুলিল্লাহ্, বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই।'
আরও পড়ুন: শুরু হচ্ছে ‘সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’
পরিচালক আমিন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আরটিভিকেও ধন্যবাদ জানাই।’
চিত্রনায়ক ইয়াশ রোহান বলেন, ‘গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আপাতত চমক হিসেবে রাখছি। দর্শক এখন ভালো মানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন। এটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না।'
উল্লেখ্য, চলতি মাস থেকেই ঢাকার বিভিন্ন স্থানে ‘পর্দার আড়ালে’ -এর শুটিং শুরু হবে।
আরও পড়ুন: ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান
২৬ হলে মুক্তি পেল ‘রাত জাগা ফুল’
২ বছর আগে
নতুন বছরে প্রথম ওয়েব ফিল্মে হিমি
নাটক, বিজ্ঞাপন ও ওয়েব কনটেন্ট নিয়ে বেশ ব্যস্ততায় দিন কাটাচ্ছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তাকে এবার দেখা যাবে ওয়েব ফিল্মে। বড়পর্দায় না হলেও ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত তিনি। বলা যায়, বছরের শেষটা এই তারকার ষোল আনা পূর্ণ হলো।
হিমির নতুন বছর শুরু হবে ‘দ্য হোলি গান’ শিরোনামে ওয়েব ফিল্ম দিয়ে। যেটি নির্মাণ হবে কয়েকজন নারীর ভিন্ন ভিন্ন গল্প নিয়ে। যার একজন এই অভিনেত্রী।
‘দ্য হোলি গান’ প্রসঙ্গে হিমি বলেন, ‘দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব ফিল্মটি নির্মিত হবে। বিস্তারিত আগামী মাসে অফিশিয়ালি জানানো হবে। এখানে আমি ছাড়া আরও কয়েকজন অন্য নারীর চরিত্রগুলো করবেন।’
আরও পড়ুন: তিশার কোলে আসছেন নতুন অতিথি
অভিনেত্রী আরও বলেন, ‘সিনেমা মানেই বড় কিছু। ক্যারিয়ারের প্রথম কাজ। সেভাবে প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়ানো চেষ্টা করব। নতুন বছরে নতুন এক উদ্যোগ নিয়ে কাজটি করতে পারব আশা করি।’
২০২২ হিমির জন্য বিশেষ একটি বছর। একদিকে প্রথম সিনেমা, অন্যদিকে গ্র্যাজুয়েট হচ্ছেন তিনি। তাই বছরটা শুধু কাজ করে নয়, পরিবার নিয়েও ঘুরে বেড়াতে চান এই তারকা।
হিমি বলেন, ‘২০২২ সালে আমার গ্র্যাজুয়েশন শেষ হচ্ছে। অনেকটা প্রেশার কমবে। বছরটা কাজের পাশাপাশি নিজেকে সময় দিতে চাই। আর পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
নতুন বছর মানে তারকাদের ক্যারিয়ার নিয়ে নতুন পরিকল্পনা। হিমি এই প্রসঙ্গে বলেন, ‘খুব দ্রুত এগিয়ে যেতে চাই না। এখনও শেখার সময় আমার। চাওয়া থাকবে, এমন কিছু কাজ যেন করতে পারি যেগুলোর মধ্য দিয়ে শেখার পরিধিটা বাড়বে।’
পড়ুন: বছরের আলোচিত ৫ বাংলা ওয়েব সিরিজ
সেন্সর পেল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘শান’
২ বছর আগে
তিথির অসুখ: ইমরাউল রাফাত পরিচালিত চরকির নতুন ওয়েব ফিল্ম
বর্তমান সময়ের জনপ্রিয় নাট্যকার ইমরাউল রাফাত এবার নিয়ে আসছেন ওয়েব সিনেমা। ‘তিথির অসুখ’ শিরোনামের সিনেমাটির প্রিমিয়ার হবে দেশীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে ৪ নভেম্বর, ২০২১। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে প্রথম দর্শনে মুভিটি বেশ ইতিবাচক সাড়া পায়। তথাকথিত ব্যবসায়িক সিনেমার গণ্ডি পেরিয়ে ওটিটি অরিজিনালগুলো ইতোমধ্যেই চলচ্চিত্র জগতে বিপ্লব নিয়ে আসছে। এ মুভিটিও সেই মিছিলে একটি সরব অংশীদার হতে যাচ্ছে। ট্রেলারে রহস্যময় ফুটেজগুলো দেখে বুঝার উপায় নেই কী হতে যাচ্ছে ছবির কাহিনী। চলুন, নতুন মুক্তি হতে যাওয়া ছবিটির ব্যাপারে কিছু তথ্য জেনে নিই।
রহস্য প্রেমীদের খোরাক জোগাতে ‘তিথির অসুখ’
কফিন, সাপ, লাশ! হরর সিনেমা এই তাৎপর্যপূর্ণ তিনটি উপাদানের সাথে দ্বৈত সত্ত্বা এবং ভবিতব্যের স্বপ্নের এক দারুণ উপস্থাপন দেখা গেছে ‘তিথির অসুখ’ মুভির ট্রেলারে। আবহ সঙ্গীতে ‘রজনী হইশ্না অবসান’ গানটি শুরুতেই যেন পুরো গল্পের নির্যাস আস্বাদনের তাড়না দিলো। এরপর যত সামনে এগুলো পুরো সিনেমাটোগ্রাফি যেন ততটাই দৃষ্টিকে বেঁধে রাখলো চমকে উঠার জন্য।
আরও পড়ুন: পুরাতন বান্টি-বাবলি জুটিকে টপকাতে আসছে বান্টি অর বাবলি-২
দর্শকদের অনেকেই ছোট্ট ভিডিওটিতে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত অনম বিঃশ্বাসের ‘দেবী’কে খুঁজে পাচ্ছেন। কেননা এতে আছে পুরোনো বাড়ি জুড়ে আতঙ্কিত অপ্রকৃতিস্থ নারীর পায়চারি আর তাকে সাহায্য করতে মনরোগ বিশেষজ্ঞের প্রচেষ্টা। তাছাড়া ‘দেবী’র মত এখানেও জমকালো রঙের আধিক্য চোখে পড়েনি। মিনিমালিজমের সীমারেখার মধ্যে থেকে রহস্যগল্পের প্রায় প্রতিটি উদ্দীপককে সতর্কতার সাথে স্পর্শ করা হয়েছে। ছোট ছোট সংলাপ আর অভিব্যক্তিগুলো অকুণ্ঠচিত্ত্বে অভিনেতা-অভিনেত্রীদের দক্ষতার পরিচয় দিচ্ছে।
‘তিথির অসুখ’ ওয়েব ফিল্ম নির্মাণ
‘তিথির অসুখ’-এর নির্মাতা ইমরাউল রাফাত ছোট পর্দায় মুলধারার রোমান্টিক ও কমেডি নাটক পরিচালনার মাধ্যমেই বেশি সুনাম কুড়িয়েছেন। পরিচালনার হাতেখড়িটা তাঁর হয়েছিলো বর্তমান সময়েরই আরেক জনপ্রিয় নাট্য নির্মাতা আশফাক নিপুণের সাথে সহযোগী পরিচালক হিসেবে কাজ করে।
রাফাতের পরিচালিত প্রথম খণ্ড নাটক ‘চতুরঙ্গ’ যেখানে তিনি তার চারটি শর্টফিল্ম এক সাথে করে একটি চিত্রনাট্য তৈরি করেন। তাঁর প্রথম ধারাবাহিক ‘পাশ্ব প্রতিক্রিয়া’ আরটিভিতে প্রচারিত হয়।
আরও পড়ুন: ইডফায় লড়বে সাইমনের ‘অন্যদিন’
চিত্রনাট্যের ক্ষেত্রে দর্শকদের চাহিদাকে অধিক গুরুত্ব দেয়া রচয়িতা ইমরাউল রাফাত-এর গল্প নির্ভর সিনেমা বানানোর কাজ এই প্রথম।
প্রথম দিকে নিজের রচনার কাজগুলোই পরিচালনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তখনো তাঁর ভালো লাগা জনরার সাথে দর্শক চাহিদা মিলে যেতো। সেদিক থেকে ভাবলে, এই রোমান্টিক কমেডি নাটক নির্মাতা অনেকটা তাঁর নিজের গণ্ডি থেকে বের হয়েই নির্মাণ করছেন এই রহস্যধর্মী চলচ্চিত্র ‘তিথির অসুখ’।
‘তিথির অসুখ’ ওয়েব ফিল্মের অভিনেতা-অভিনেত্রীরা
‘তিথির অসুখ’ চলচ্চিত্রের মুল চরিত্রে আছেন এ সময়ের জনপ্রিয় তারকা তাসনিয়া ফারিন। চরকিতে এর আগেও তিনি কাজ করেছেন মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে। এছাড়া জি-৫ ওটিটি প্ল্যাটফর্মে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘লেডিস এ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজটির মাধ্যমে তিনি ব্যাপকভাবে সমাদৃত হন। এর বাইরে টিভি নাটকে খুব কম সময়েই নিজের একটি আলাদা অবস্থান করে নিয়েছেন এই নতুন অভিনেত্রী।
আরও পড়ুন: টম হল্যান্ডের ‘স্পাইডারম্যান নো ওয়ে হোম’ নিয়ে সিনেমাপাড়ায় হৈচৈ
‘তিথির অসুখ’ ওয়েব ফিল্মে তার বিপরীতে থাকছেন ‘স্বপ্নজাল’-এর নায়ক ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘রূপকথা’ যা প্রকাশ পেয়েছিলো বায়োস্কোপ-এ। সর্বশেষ চরকিতে মুক্তিপ্রাপ্ত ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে তাসনিয়া ফারিনের সাথে তিনিও ছিলেন।
‘তিথির অসুখ’-এ আরও দেখা যাবে ছোট ও বড় পর্দার সুপরিচিত মুখ ইন্তেখাব দিনারকে।
পরিশিষ্ট
এতটুকু নিশ্চিত করে বলা যায় যে, বাংলাদেশের রহস্য বা হরর ক্যাটাগরিকে সমৃদ্ধ করতে দারুণ একটি মুভি হতে যাচ্ছে ‘তিথির অসুখ’। ঢালিউডে রহস্য ও হরর-এর মিশ্রণ নেই বললেই চলে। খুব সীমিত পর্যায়ের যেগুলো হয়েছে সেগুলোর মান নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। সেদিক থেকে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনের রচিত ‘দেবী’ চলচ্চিত্রের এখন পর্যন্ত কোনো জুড়ি নেই। তাই ‘তিথির অসুখ’-এর শুভ মহরত শুধু অনলাইন বাংলা কন্টেন্টের এক অপূর্ব সংযোজন হবে তা নয়, বাংলাদেশি গল্পে দর্শকদের স্বাদেরও বৈপ্লবিক পরিবর্তন আনবে।
আরও পড়ুন: পুনিথ রাজকুমার: কান্নাড়া চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতার পরোপকারী ক্ষণস্থায়ী জীবন
৩ বছর আগে
চরকিতে রায়হান রাফির প্রথম অনলাইন সিনেমা ‘খাঁচার ভিতর অচিন পাখি’
রায়হান রাফির পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘খাঁচার ভিতর অচিন পাখি’র প্রিমিয়ার হলো ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ২১ অক্টোবর (বুধবার) রাত ৮টা থেকে ওয়েব ফিল্মটি চরকির গ্রাহকদের স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
গত ১১ অক্টোবর (সোমবার) চরকির ফেসবুক পেজে টিজার ট্রেলার প্রকাশ পাবার পর থেকে মুভিটি নিয়ে বেশ আলোচনা হতে থাকে। প্রথম চলচ্চিত্র থেকেই সফলতার ধারাবাহিকতায় রায়হান রাফির কাজের প্রতি দর্শকদের ভালো লাগা বেড়ে চলেছে। সেই সূত্র ধরে এই মুভিটিতেও নির্মাতা তার দক্ষতার পরিচয় দিয়েছেন।
মুভিটির বিস্তারিত জেনে নিই
ওয়েব ফিল্মে যারা অভিনয় করেছেন
সিনেমার শ্রেষ্ঠাংশে আছেন সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বর্ষীয়ান অভিনেতা ফজলুর রহমান বাবু। তার সাথে কেন্দ্রীয় চরিত্রে ভূমিকা রেখেছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নবীন অভিনেত্রী তমা মির্জা। ২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে এই অভিনেত্রীর চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে।
আরও পড়ুন: হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেকে একসাথে বলিউডের তিন খান
এছাড়াও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ছোট ও বড় পর্দার সুপরিচিত মুখ ইন্তেখাব দিনার। তার সাথে আরও আছেন নাসিরুদ্দিন ও নাট্য নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ার।
‘খাঁচার ভিতর অচিন পাখি’ ওয়েব চলচ্চিত্রের নির্মাতা
বাংলাদেশি চলচ্চিত্রের পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা তরুণ চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি সিনেমা জগতে প্রবেশের আগে প্রতিটি সিনেমা দেখার সময় ভাবতেন- এর থেকে তিনি আরও ভালো গল্প বলতে পারবেন। একদম শুরুর দিকে তিনি শর্টফিল্ম বানানোর মধ্য দিয়ে মুভি নির্মাণ চর্চা শুরু করেছিলেন। প্রথিতযশা সিনেমা নির্দেশক প্রয়াত তারেক মাসুদকে আদর্শ মেনে নিজের ভেতর আত্মবিশ্বাসের বীজ বুনেছিলেন বাস্তবধর্মী গল্প বলার। তারই পরিস্ফুটন ঘটেছিল ২০১৮ সালে ‘পোড়ামন-২’ তে। এরপর ‘দহন’ মুভিটিও মুভি সমালোচকসহ তরুণ দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পান।
আরও পড়ুন: স্কুইড গেম: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা নেটফ্লিক্স অরিজিনাল কোরিয়ান ওয়েব সিরিজ
৩ বছর আগে
মুক্তি পেল প্রথম বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’
দক্ষিণ এশীয় বিনোদন কনটেন্টের সবচেয়ে বড় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম জি-ফাইভ গ্লোবালে মুক্তি পেল প্রথম বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’।
৪ বছর আগে