রায়হান রাফির পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘খাঁচার ভিতর অচিন পাখি’র প্রিমিয়ার হলো ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ২১ অক্টোবর (বুধবার) রাত ৮টা থেকে ওয়েব ফিল্মটি চরকির গ্রাহকদের স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
গত ১১ অক্টোবর (সোমবার) চরকির ফেসবুক পেজে টিজার ট্রেলার প্রকাশ পাবার পর থেকে মুভিটি নিয়ে বেশ আলোচনা হতে থাকে। প্রথম চলচ্চিত্র থেকেই সফলতার ধারাবাহিকতায় রায়হান রাফির কাজের প্রতি দর্শকদের ভালো লাগা বেড়ে চলেছে। সেই সূত্র ধরে এই মুভিটিতেও নির্মাতা তার দক্ষতার পরিচয় দিয়েছেন।
মুভিটির বিস্তারিত জেনে নিই
ওয়েব ফিল্মে যারা অভিনয় করেছেন
সিনেমার শ্রেষ্ঠাংশে আছেন সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বর্ষীয়ান অভিনেতা ফজলুর রহমান বাবু। তার সাথে কেন্দ্রীয় চরিত্রে ভূমিকা রেখেছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নবীন অভিনেত্রী তমা মির্জা। ২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে এই অভিনেত্রীর চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে।
আরও পড়ুন: হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেকে একসাথে বলিউডের তিন খান
এছাড়াও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ছোট ও বড় পর্দার সুপরিচিত মুখ ইন্তেখাব দিনার। তার সাথে আরও আছেন নাসিরুদ্দিন ও নাট্য নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ার।
‘খাঁচার ভিতর অচিন পাখি’ ওয়েব চলচ্চিত্রের নির্মাতা
বাংলাদেশি চলচ্চিত্রের পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা তরুণ চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি সিনেমা জগতে প্রবেশের আগে প্রতিটি সিনেমা দেখার সময় ভাবতেন- এর থেকে তিনি আরও ভালো গল্প বলতে পারবেন। একদম শুরুর দিকে তিনি শর্টফিল্ম বানানোর মধ্য দিয়ে মুভি নির্মাণ চর্চা শুরু করেছিলেন। প্রথিতযশা সিনেমা নির্দেশক প্রয়াত তারেক মাসুদকে আদর্শ মেনে নিজের ভেতর আত্মবিশ্বাসের বীজ বুনেছিলেন বাস্তবধর্মী গল্প বলার। তারই পরিস্ফুটন ঘটেছিল ২০১৮ সালে ‘পোড়ামন-২’ তে। এরপর ‘দহন’ মুভিটিও মুভি সমালোচকসহ তরুণ দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পান।
আরও পড়ুন: স্কুইড গেম: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা নেটফ্লিক্স অরিজিনাল কোরিয়ান ওয়েব সিরিজ