কিশোরী ধর্ষণ
রাজশাহীতে ২০১২ সালে কিশোরী ধর্ষণের ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
রাজশাহীর চারঘাট উপজেলায় ১০ বছর আগে এক কিশোরীকে ধর্ষণের দায়ে মঙ্গলবার এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ শামসুন্নাহার জানান, রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগের রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি উজ্জ্বল আলী (৩৫) চারঘাট উপজেলার পূর্ব কালাবীপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর ভুক্তভোগী পঞ্চম শ্রেণির ছাত্রীকে তার বাবার ফসলি জমিতে খাবার দিয়ে বাড়ি ফেরার সময় আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত।
বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত।
আরও পড়ুন: বান্দরবানে সৎ মাকে হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
তবে একজন নারী (যার পরিচয় প্রকাশ করা হয়নি) অপরাধটি প্রত্যক্ষ করেছে এবং মেয়েটির বাবা-মাকে জানিয়েছে।
পরদিন ৫ম শ্রেণির ছাত্রীর বাবা অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এরপর পুলিশ তাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
পিপি বলেন, সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন আদালত।
আরও পড়ুন: সিরাজগঞ্জে শিশু হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন
২ বছর আগে
সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীর সন্তান প্রসব!
যশোরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক কিশোরীর (১৪) সন্তান প্রসবের খবর পাওয়া গেছে। রবিবার ভোর ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে একটি মেয়ে সন্তান প্রসব করে সে।
জানা গেছে, চলতি বছর মার্চ মাসে যশোর সদরে তিন তরুণ ওই কিশোরীকে ধর্ষণ করে।
যশোর জেনারেল হাসপাতালে থাকা ভুক্তভোগী কিশোরীর মা জানান, শনিবার দিবাগত রাতে প্রসব বেদনা উঠলে তার মেয়েকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে ভোর ৫টার দিকে একটি মেয়ে সন্তান প্রসব করে সে।
আরও পড়ুন: খুলনায় ধর্ষণের অভিযোগে ডিবির এসআই হাজতে
তিনি বলেন, ‘আমার স্বামী ভ্যানচালক। মার্চ মাসের প্রথম দিকে আমার বড় মেয়ে হাসপাতালে সন্তান প্রসব করে। সেই সময়ে আমরা সবাই হাসপাতালে ছিলাম, কেবল ছোট মেয়ে বাড়িতে ছিল। ওইদিন রাতে তিন যুবক অস্ত্রের মুখে আমার মেয়েকে মুখ বেঁধে ধর্ষণ করে। ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাদের জেলহাজতে দেয়। সম্প্রতি তারা জামিনে মুক্তি পেয়েছে।
তিনি বলেন, ‘প্রথমদিকে তারা মেয়ের গর্ভপাতের জন্য হুমকি-ধামকি দিলেও পরে পুলিশি হস্তক্ষেপে তারা আর কিছু বলেনি।’
আরও পড়ুন: রৌমারীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ
এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, কিশোরী মা ও তার সন্তান এখন ভালো আছে। যেহেতু সে কিশোরী সেকারণে আইনগত বিষয়টি পুলিশই দেখবে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা রয়েছে। এখন শিশুর ডিএনএ পরীক্ষা করে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৩ বছর আগে
সুনামগঞ্জে শিশু ও রংপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা
সুনামগঞ্জে শিশু ও রংপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে
নারায়ণগঞ্জে কিশোরী ধর্ষণের দায়ে মুয়াজ্জিন গ্রেপ্তার
জেলার সিদ্ধিরগঞ্জে মুয়াজ্জিনের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে।
৩ বছর আগে
সিলেটে কিশোরী ধর্ষণ: যুবক গ্রেপ্তার
সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে রাগিব হোসেন নিজু (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
৪ বছর আগে
দোহারে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, নারী গ্রেপ্তার
ঢাকার দোহার উপজেলার হত্যার ভয় দেখিয়ে ১৩-বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
৪ বছর আগে
খাস কামরায় কিশোরীকে একাধিকবার ধর্ষণ, ইমামসহ গ্রেপ্তার ২
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক কিশোরীকে একাধিবার ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম ও তার সহাযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ বছর আগে