কাল বৈশাখী ঝড়ের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা থেকে এই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। লঞ্চ ঘাটে আটকেপড়া যাত্রীদের ফেরিতে করে পারাপারের নির্দেশনা দেয়া হয়েছে। এ ব্যাপারে মাইকিংও করা হয়েছে। ঘাটে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লঞ্চে উঠা যাত্রীদের ফেরিতে উঠিয়ে দেয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ সহকারি পরিচালক ও মাওয়া সহ-বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, কাল বৈশাখীর আশঙ্কা ও শিমুলিয়া নদী বন্দর অভ্যন্তরীণ নৌপথে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সঙ্কেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম।
এই দুই নৌপথে ৮৫টি লঞ্চ চলাচল করছিল। ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করলেও ঈদের কারণে আগামী ১৫ মে পর্যন্ত রাত ১০টা পর্যন্ত চলাচল করছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে শুক্রবারও রাত ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল। তবে ৬টা থেকে আবার চলাচল শুরু করে।
আরও পড়ুন: ঈদযাত্রা: বরিশাল লঞ্চঘাটে যাত্রী কানায় কানায় পূর্ণ
শিমুলিয়ার পরিবর্তে পাটুরিয়া দিয়ে যান চলাচলের অনুরোধ নৌপ্রতিমন্ত্রীর