মডার্না
করোনা টিকার বুস্টার ডোজে ফাইজারের পরিবর্তে মডার্না
সারা দেশে টিকাদান কেন্দ্রগুলোতে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচের লাইন ডিরেক্টর ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে দেশের সকল পর্যায়ে ভ্যাকসিনপ্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার কোভিড-১৯ টিকা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হল।’
আরও পড়ুন: বরিশালে এইচএসসি শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্ষেত্রে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন শুধুমাত্র স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের (১২-১৭ পূর্ণ বছর বয়সী) উভয় ডোজ এবং যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণের বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হল।
এর আগে গত ২৮ ডিসেম্বর করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজধানীসহ সারাদেশের সীমিত পরিসরে বুস্টার ডোজ দেয়া শুরু হয়। শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের ফাইজার হিসেবে বুস্টার ডোজ দেয়া শুরু হয়।
আরও পড়ুন: করোনা টিকার নিবন্ধন এখন বিকাশ অ্যাপে
২ বছর আগে
প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ দেয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু করেছে। শীতকালে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ও ৫০ বছর বা তার বেশি বয়সী লোকদের বুস্টার ডোজ নিতে অনুরোধ জানাতে অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে দেশটি।
এখন অবধি,আমেরিকানরা বিভ্রান্তির মধ্যে ছিলো যে, বয়স ও স্বাস্থ্য অনুযায়ী কারা টিকা পাবে, এবং কোন টিকাটি দেয়া হবে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(এফডিএ) বিষয়টিকে সহজ করার জন্য ফাইজার ও মডার্না বুস্টারগুলোতে পরিবর্তনের অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন: ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে ইতিহাস কমলা হ্যারিসের
নতুন নিয়মের অধীনে, ১৮ বা তার বেশি বয়সী যে কেউ তাদের ফাইজার ও মডার্নার শেষ ডোজের ছয় মাস পরে বুস্টার ডোজ নিতে পারেন। এছাড়া যারা একক ডোজ জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন পেয়েছে তাদের জন্য অপেক্ষা ছিল দুই মাস। এবং লোকেরা যেকোন কোম্পানির বুস্টার মিক্স-এন্ড-ম্যাচ করতে পারবেন বলে জানিয়েছে এফডিএ।
এফডিএ ভ্যাকসিন প্রধান ড. পিটার মার্কস দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, আমরা উচ্চস্বরে এবং স্পষ্ট শুনেছি যে লোকেদের সহজ কিছু দরকার এবং আমি মনে করি এটা সহজ।
আরও পড়ুন: ভারতের তিন বিতর্কিত কৃষি আইন বাতিল ঘোষণা মোদির
৩ বছর আগে
প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬৬ লাখেরও বেশি টিকা প্রদান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নতুন রেকর্ড তৈরি করে দেশে মঙ্গলবার একদিনে ৬৬ লাখেরও বেশি করোনা টিকা দেয়া হয়েছে।
যদিও এই প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক মানুষ একদিনে এতো টিকা পেয়েছেন তবে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিশেষ অভিযান ৭৫লাখ নাগরিককে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ব্যর্থ হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) জানিয়েছে, আটটি বিভাগ জুড়ে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে টিকা দেওয়া হয়েছে,যা বাংলাদেশে একদিনে রেকর্ড সংখ্যক টিকা দেয়ার ঘটনা।
বেশিরভাগকে প্রথম ডোজ হিসাবে চীনা সিনোফার্ম ভ্যাকসিন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রম শুরু
এছাড়াও, এই বিশেষ প্রোগ্রামের অধীনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ভ্যাকসিনের ডোজ ও দেয়া হয়েছে।
৩ বছর আগে
যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ফাইজার এবং ১৮ লাখ মডার্নার টিকা পাবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন।
বুধবার ফেসবুকে দেয়া এক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অনুদান হিসেবে ৭১ লাখ ফাইজার এবং কোভ্যাক্স সুবিধার আওতায় ১৮ লাখ মডার্নার ডোজ পাবে বাংলাদেশ।’
শাহরিয়ার বলেন, নতুন বরাদ্দ পাওয়া এই টিকা বছরের শেষ ভাগে দেশে আসবে।
এই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকার বরাদ্দ পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে তিনি জানান।
টিকা সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে কাজ করছে ফাইজারের টিকা!
অক্টোবরে আবার টিকা রপ্তানি শুরু করবে ভারত
ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা
৩ বছর আগে
১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা পাবে ফাইজার-মডার্নার টিকা
১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ফাইজার এবং মডার্নার টিকা দেয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘১৮ বছরের ওপরে হলো যে কোন টিকা দেয়া যাবে। ১৮ বছরের নিচে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও অন্যান্য দেশের নির্দেশনা দেখে ফাইজার ও মডার্নার টিকা দেয়া হতে পারে। তবে টিকা পাওয়া সাপেক্ষে।
শিক্ষার্থীদের কোন প্রক্রিয়ায় টিকা দেয়া হবে আগামীকাল (রবিবার) মন্ত্রণালয়ের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে কমপ্রিহেনসিভ পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দেয়ার ক্ষেত্রে বয়সের একটা বিষয় আছে। শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের ওপরে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)নির্দেশনা অনুযায়ী যেকোনো ধরনের টিকা দেয়া যাবে। আর ১২ বছরের বেশি হলে অন্যান্য দেশে যেভাবে দেয়া হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে শিশুদের ফাইজার ও মডার্নার টিকা দেয়া হচ্ছে। আমরাও এটি অনুসরণ করতে পারি।
আরও পড়ুন: বাংলাদেশে করোনা: সীমাহীন চিকিৎসা ব্যয় অনেক মানুষকে দরিদ্র করে তুলেছে
ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকা মজুত আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ক্যাম্পেইনের মাধ্যমে যাদের প্রথম ডোজ দেয়া হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে। প্রথম ডোজ যে কেন্দ্র দেয়া হয়েছে, দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। গ্রামের টিকা নেয়ার মানুষের আগ্রহ কম ছিল আমরা তাদের অনুপ্রাণিত করতেই এই কর্মসূচি হাতে নিয়েছেলাম।
চিকিৎসার সঙ্গে জড়িত ৮০ ভাগ শিক্ষক ও শিক্ষার্থী ইতোমধ্যে টিকার আওতায় এসেছে দাবি করে তিনি বলেন, ‘টিকাপ্রাপ্তির ভিত্তিতে পর্যায়ক্রমে বাকিদেরও টিকা নিশ্চিত করা হবে। চীনের সঙ্গে নতুন করে ছয় কোটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাড়ে কোটি টিকা অর্ডার দেয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি নাগাদ এসব টিকা পাওয়ার আশা করা হচ্ছে। এই সাড়ে ১৬ কোটি টিকা পেলে সংকট কেটে যাবে।’
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকের তুলনায় তিনগুণ বেশি নার্সের ব্যবস্থা করা হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।
তিনি বলেন, করোনার শুরু থেকে চিকিৎসকদের পাশাপাশি নার্সরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের দেশে নার্সের স্বল্পতা রয়েছে, আমরা চেষ্টা করছি নিয়োগের মাধ্যমে সেই স্বল্পতা কাটিয়ে উঠার জন্য। গত এক বছরে আমরা উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক-নার্স নিয়োগ দিয়েছি।
মন্ত্রী বলেন, নার্সিং কলেজ ইনস্টিটিউট, মেডিকেল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৩ সেপ্টেম্বরের মধ্যে সকল সাস্থ্যবিধি মেনে এমবিবিএস কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে চিকিৎসা শিক্ষার সাথে জড়িত প্রায় ৮০ শতাংশ মানুষকে আমাদের টিকা দেয়া হয়ে গেছে।
আরও পড়ুন: বুস্টার ডোজের অনুমোদন চেয়েছে ফাইজার
শিগগিরই আসছে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা
৩ বছর আগে
বুস্টার ডোজের অনুমোদন চেয়েছে ফাইজার
করোনাভাইরাসের ভ্যাকসিন ফাইজারের দুই ডোজ টিকার পর আরও একটি বুস্টার ডোজ (কার্যক্ষমতা বৃদ্ধির টিকা) প্রয়োগের জন্য মার্কিন অনুমোদনের জন্য আবেদন করেছে।
ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি বুধবারের একটি ঘোষণায় জানায়, তারা ১৬ বছর বা তার বেশি বয়সী আমেরিকানদের জন্য তাদের ভ্যাকসিনের তৃতীয় (বুস্টার) ডোজের অনুমোদন প্রক্রিয়া শুরু করেছে।
আরও পড়ুন: ফাইজারের ১০ লাখ টিকা আসছে ৩০ আগস্ট
সংস্থাটি আরও জানিয়েছে, তারা এই সপ্তাহের শেষের দিকে ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) সাথে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে আশা করছে।
করোনার ডেল্টা সংক্রমণের মাঝে গেলো সপ্তাহে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা আমেরিকানদের সুরক্ষার জন্য কোভিড-১৯ এর বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল।
আরও পড়ুন: শিগগিরই আসছে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা
যদিও স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে ভ্যাকসিন সুরক্ষা সময়ের সাথে সাথে হ্রাস পাচ্ছে। তবে সংক্রমণ এবং মৃত্যু ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের তৈরি তিনটি ভ্যাকসিন দেওয়া অব্যাহত রয়েছে।
এই মাসের শুরুর দিকে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল যে, অঙ্গ প্রতিস্থাপিত এবং দূর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা ফাইজার বা মডার্না ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ পেতে পারেন।
আরও পড়ুন: রাজধানীতে ফাইজারের টিকা দেয়া শুরু
৩ বছর আগে
গণটিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু ৭ সেপ্টেম্বর
করোনা প্রতিরোধে সারাদেশে গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ প্রয়োগ আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বুধবার কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
তিনি বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে দেয়া শুরু হবে। এই কয়দিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে কোন সমস্যা হবে না।
খুরশীদ আলম বলেন, সারাদেশে গণটিকা চলাকালে যে যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেখানেই দ্বিতীয় ডোজ নেয়া যাবে। কিছু কিছু দেশ আমাদের কাছে মডার্না ও ফাইজারের টিকা চাচ্ছে, এটা এখন দেয়া সম্ভব নয়। শিগগিরই দেশে ৬০ লাখ ফাইজার আসবে।
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, কিছু রেপিড আরটি পিসিআর মেশিন কেনার চেষ্টা চলছে। নতুন করে আরও ৩০টি আরটি পিসিআর মেশিন কেনা হচ্ছে। উপজেলায় জিন এক্সপার্ট মেশিন সেনসিটিভিটি ১০০ শতাংশ। এই মেশিনগুলোকে চালু করার জন্য একটা স্পেশাল ইকুইপমেন্টস লাগে, যেটা আমরা ইতোমধ্যেই সংগ্রহ করার ব্যবস্থা করছি। সেটা যদি হয় তাহলে পরে এক্টিভেশন কোন জায়গা দিয়েছে, সেগুলো কাজ করতে পারবে আশা করি।
তিনি আরও বলেন, আপনারা জানেন যে প্রতিটি মেশিন নষ্ট হতে পারে। যেকোনো মেশিন, এয়ার কন্ডিশনও হতে পারে। এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হচ্ছে। আমরা যথাযথ ব্যবহারের চেষ্টা করছি।
আরও পড়ুন: গণটিকা কার্যক্রম আর নয়: স্বাস্থ্যমন্ত্রী
বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ব্যবহৃত মেশিন যন্ত্রপাতিগুলো যত্ন করে ব্যবহার করার নির্দেশনা দিয়ে খুরশীদ আলম বলেন, আমি আশা করব যেই জিনিসগুলো হাসপাতালে দেয়া হচ্ছে, সেগুলো যথাযথভাবে ব্যবহার করবেন। যত্ন করে ব্যবহার করবেন এবং এটা রক্ষণাবেক্ষণ ঠিকমতো করবেন।
তিনি আরও বলেন, আপনারা শুনেছেন যে ৫৬১টি ভ্যান্টিলেটর পেয়েছি। এগুলো আমরা সারাদেশে ছড়িয়ে দেবো। এই যন্ত্রগুলো আমরা ৩০০টি হাসপাতালে দেয়ার কথা ভাবছি।
স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটা প্রসঙ্গে ডিজি বলেন, আপনারা জানেন স্বাস্থ্য অধিদপ্তরের সবচেয়ে বড় একটি প্রক্রিয়া হলো কেনাকাটা। সারাদেশের হাসপাতালগুলো যে চাহিদা দেয়, সে অনুযায়ী সেগুলো হাসপাতালগুলোতে সরবরাহ করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সিএমএসডি। এই মহামারির সময় আমাদেরকে যারা সহায়তা করেছেন সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
আরও পড়ুন: করোনায় আজও ১১৪ মৃত্যু, শনাক্ত ৪৯৬৬
সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু
৩ বছর আগে
১২ আগস্টের পর মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ
মডার্না টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১২ আগস্টের পর সারাদেশে প্রথম ডোজ দেয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১২ আগস্টের পর দেশব্যাপী মডার্না টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ খুলনায় ফের যুবককে একসাথে ২ ডোজ টিকা প্রদান
তবে যেসব কেন্দ্রে টিকার প্রথম ডোজ মজুদ রয়েছে সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেয়া শুরু করতে হবে।
শিগগিরই চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজ টিকা কেন্দ্রে পাঠানো হবে বলে বলা হয়েছে।এছাড়াও ১৪ আগস্ট থেকে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেয়া শুরু করতে বলা হয়।
কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ ঢাকার পথে সিনোফার্মের ১৭ লাখ টিকা
দেশে করোনা পরিস্থিতি
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের মাঝে গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে এক দিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা। এর আগে গত ৫ আগস্টও আগের ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৬১ জনে।
আরও পড়ুনঃ দুর্গম পাহাড়েও পৌঁছালো টিকা
২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ১৬৪ জন। এনিয়ে মোট মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৩.৫৪ শতাংশ।
আরও পড়ুনঃ কক্সবাজারে ৩৪ রোহিঙ্গা ক্যাম্পে টিকা দেয়া শুরু
এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৮ শতাংশ। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। দেশে সুস্থতার হার ৮৯.৭১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯২ জন, খুলনা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৬০ জন, রংপুরে ১৪ জন, বরিশালে ১১ জন, সিলেটে ১৭ জন, রাজশাহীতে ২৫ জন এবং ময়মনসিংহে ১৮ জন মারা গেছেন।
৩ বছর আগে
বাসায় টিকা নেয়ার অভিযোগে আটক ২
চট্টগ্রামে নিজ বাসায় বসে করোনা ভাইরাসের টিকা নেয়ার ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত খুলশী থানার জাকির হোসেন রোডের বাসায় টিকা নেয়ার একটি ছবি ভাইরাল হওয়ার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। পরে গতকাল রবিবার গভীর রাতে এবং আজ সোমবার সকালে ২ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টিকা গ্রহণকারী মো. হাসান ও সহায়তাকারী মোবারক আলী।
আরও পড়ুনঃ ১৫ আগস্টের মধ্যে আসছে আরও ৫৪ লাখ টিকা
পুলিশ জানায়, আটক মো. হাসানের বাড়ি কুমিল্লার লাকসাম এলাকার ভোকাইয়া গ্রামে। সহায়তাকারী মোবারক স্থানীয় ইউসুফ আলী বাড়ির মোহাম্মদ আলীর পুত্র। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, ‘বাসায় বসে টিকা নেওয়ার ঘটনায় মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। এরপর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
ওসি আরও বলেন, হাসান ব্যবসায়ী। তাঁর বন্ধু সাজ্জাদও একইভাবে বাসায় টিকা নিয়েছেন। হাসান, মোবারক ও সাজ্জাদ তিনজনের বাসা জাকির হোসেন রোডে। আমরা এর সাথে জড়িত বাকিদের আটক করবো।
আরও পড়ুনঃ টিকা পেতে ভোগান্তি, বিশৃঙ্খলা
খুলশী থানার পরিদর্শক আফতাব হোসাইন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার এমডি হাসান নামের আইডি থেকে বাসায় টিকা নেয়ার একটা ছবি পোস্ট করা হয়। পোস্টে ওই ব্যক্তি লিখেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুলিল্লাহ মডার্নার প্রথম ডোজ সম্পন্ন।’
পুলিশ কর্মকর্তা আফতাব বলেন, ‘বাসায় টিকা নেয়ার ছবিসহ ফেসবুক স্ট্যাটাসটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসলে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করি। তবে তিনি অসুস্থ থাকায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার এক ব্যাংকার বন্ধুর মাধ্যমে বাসায় টিকা নিয়েছেন বলে জানা গেছে। আমরা সেই বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করব।’
আরও পড়ুনঃ দেশে টিকার কোন সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী
এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘কে টিকা দিলেন, কে নিলেন, এর পেছনে কারা রয়েছেন—সবাইকে খুঁজে বের করা হবে। এর সঙ্গে জড়িত স্বাস্থ্যকর্মীকেও খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। এভাবে বাসায় বসে টিকা নেওয়া ও দেওয়া অপরাধ।’
৩ বছর আগে
টিকা পেতে ভোগান্তি, বিশৃঙ্খলা
দেশব্যাপী গণ টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে শনিবার নগরীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে টিকা প্রত্যাশীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাসপাতালের চিকিৎসাকর্মীরা হাজারো টিকা প্রত্যাশীকে সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয় বিভিন্ন বয়সী নারী-পুরুষকে। একপর্যায়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
নারী ও পুরুষসহ প্রায় চার হাজার টিকা প্রত্যাশীকে হাসপাতালের প্রথম এবং দ্বিতীয় তলার বারান্দায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। টিকাদান ধীর গতিতে চলছে বলে অনেকে অভিযোগ করেন। ‘অব্যবস্থাপনা’ দেখে ক্ষুব্ধ হয়ে টিকা প্রত্যাশীরা বলেন, নারীদের আলাদা লাইনে দাঁড়ানোর কোনও ব্যবস্থা নেই বলে পরিস্থিতি এতটা খারাপ হয়েছে।
লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। কেউ কেউ ক্ষিপ্ত হয়ে আনসার এবং হাসপাতালের কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় অনেককেই টিকাদান কক্ষে জোর করে প্রবেশের জন্য ধাক্কাধাক্কি করতে দেখা গেছে।
টিকাদান কক্ষের ভেতরে দেখা গেছে, মাত্র দুই থেকে তিনজন নার্স টিকা দিচ্ছেন, অন্য দুই বা তিনজন চিকিৎসাকর্মী টিকা নিবন্ধনের কাগজপত্র পরীক্ষা করছেন। জনবলের অভাবে পরিস্থিতি মোকাবিলায় তাদের হিমশিম খেতে হয়।।
আরও পড়ুন: টিকাদান কর্মসূচি সফল করতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি
এই পরিস্থিতি সম্পর্কে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন বলেন, টিকা কেন্দ্রটি মূলত গণটিকা দেয়ার জন্য নির্বাচিত হওয়ার আগে প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্ধারিত ছিল। এই কারণেই হাসপাতালকে অতিরিক্ত চাপের মুখোমুখি হতে হচ্ছে।
তিনি বলেন, এই কেন্দ্রে টিকা নেয়ার জন্য এক হাজার মানুষকে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু প্রায় চার হাজার মানুষ চলে এসেছে। এই হাসপাতাল টিকাদান ছাড়াও ৫০০ করোনা রোগীর চিকিৎসা দিচ্ছে। এটি একটি বড় চাপ।
তিনি উল্লেখ করেন, এই কেন্দ্রে বিভিন্ন ধরনের টিকা দেয়া হচ্ছে। যেমন: অ্যাস্ট্রাজেনেকা, সিনোভ্যাক, মডার্না ও ফাইজার। সুতরাং আমাদের সঠিক ব্র্যান্ড বেছে নেয়ার জন্য টিকাগুলো খুব সাবধানে সরবরাহ করতে হচ্ছে। কারণ কিছু লোক প্রথম ডোজের জন্য এসেছেন এবং কিছু লোক দ্বিতীয় ডোজের জন্য।
আরও পড়ুন: নেত্রকোণায় গণ টিকাদান শুরু
গোয়ালন্দে ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিকাদানে মানুষের ভিড়
৩ বছর আগে