দূরপাল্লা
বিএনপির অবরোধের প্রথম দিন: চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস বন্ধ, আটক ১৪
বিরোধী দলের টানা তিন দিনের অবরোধের প্রথম দিনে মঙ্গলবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা না গেলেও শহরের অভ্যন্তরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
আরও পড়ুন: চট্টগ্রামে হরতালে মাঠে নেই বিএনপি, দূরপাল্লার গাড়ি বন্ধ
এ ছাড়া বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে মঙ্গলবার তিনটি বাসে আগুন দেওয়া হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দরনগরীর সল্টগোলা এলাকায় একটি বাসে এবং সকাল সাড়ে ১০টার দিকে দামপাড়া বাস কাউন্টারে এবং ভোর সাড়ে ৩টার দিকে অক্সিজেন-হাটহাজারী সড়কে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়নি।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালিউল্লাহ আকবর জানান, বিকালে আকবর শাহ সিটি গেইট এলাকা থেকে ১৪ জন পিকেটারকে আটক করা হয়। তারা সিটি গেট থেকে পাক্কার মাথা পর্যন্ত ১০-১২টি গাড়ি ভাঙচুর করে।
মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, সোমবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মিরসরাই উপজেলায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরসরাই ও জোরারগঞ্জ এলাকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পিকেটিং দেখা না গেলেও অবরোধের সমর্থনে মিছিল বের করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ পিকআপ ভ্যানে আগুন
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা খালি মিনিবাসে আগুন
১ বছর আগে
দেশব্যাপী অবরোধ: খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের প্রথম দিন খুলনা থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূর পাল্লার রুটের বিলাশবহুল বাস চলাচল বন্ধ রয়েছে।
তবে আন্তঃজেলা রুটগুলোতে বাস চালানোর চেষ্টা করছেন মালিক-শ্রমিকরা। যাত্রী কম থাকায় সেগুলোও সময়মতো ছেড়ে যাচ্ছে না।
খুলনা থেকে ঢাকাসহ অন্যান্য রুটের ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেছে। বাস টার্মিনালসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে পান ইউএনবির প্রতিনিধি।
আরও পড়ুন: দেশব্যাপী বিরোধী দলগুলোর ৩ দিনের অবরোধ চলছে
মঙ্গলবার সকালে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে দেখা গেছে, প্রতিদিনের স্বাভাবিক সেই কোলাহল নেই। টার্মিনাল মোড় অনেকটা ফাঁকা। আন্তঃজেলা রুটের কয়েকটি বাস মোড়ে দাঁড়িয়ে যাত্রী ডাকছে। কিন্তু যাত্রী স্বাভাবিকের তুলনায় অনেক কম।
কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, সোহাগ, ঈগল, গ্রীনলাইন, সৌদিয়াসহ বিশালবহুল বাসগুলোর যাত্রা বাতিল করা হয়েছে। ঢাকা রুটের টুঙ্গিপাড়া, ইমাদ, ফাল্গুনী পরিবহনের এসি বাসের যাত্রা বাতিল করা হয়েছে। ভোরে পরিবহনগুলোর নন-এসি কয়েকটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। দিনের অন্যান্য সময়ের বাসেরও টিকিট বিক্রি করছেন তারা।
আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, বাস চালানোর জন্য মালিকদের নির্দেশনা রয়েছে। তবে যাত্রী কম থাকায় বাস কিছুটা কম চলছে।
আরও পড়ুন: ৩ দিনের অবরোধে যানবাহন চালানোর সিদ্ধান্ত মালিক সমিতির
১ বছর আগে
নওগাঁয় বাস চলাচল পুনরায় শুরু
নওগাঁয় অভ্যন্তরীণ সব সড়ক এবং সেখান থেকে বগুড়া, রাজশাহী, ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দূরপাল্লার সব পথে বাস চলাচল দুই দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।
৪ বছর আগে
নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
নওগাঁ মোটর শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রাস্তা দখলের অভিযোগে অভ্যন্তরীণ সব সড়ক এবং নওগাঁ থেকে বগুড়া, রাজশাহী, ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দূরপাল্লার সব পথে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।
৪ বছর আগে