চোর
চোর সন্দেহে পিটুনিতে শ্রমিকদল নেতার মৃত্যু, লক্ষ্মীপুরে গ্রেপ্তার ৪
লক্ষ্মীপুরে চোর সন্দেহে শ্রমিকদল নেতা রাজু হোসেনকে সংঘবদ্ধ পিটুনির পর মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩১ মার্চ) সদর উপজেলার সবুজের গোঁজা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর গতকাল (সোমবার) তার মৃত্যু হলে এদিন রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ এবং আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
নিহত রাজু হোসেন চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ঈদের আগের দিন (রবিবার) রাতে প্রতিবেশী কবির হোসেনের ঘরে মোবাইল চার্জ দিয়ে বেরিয়ে যান রাজু। এ সময় তাকে চোর সন্দেহে আটক করেন কবির হোসেন ও তার সহযোগিরা। একপর্যায়ে অটোরিকশা চোর সন্দেহে কাজল কোম্পানির ইটভাটার সামনের রাস্তায় গাছের সঙ্গে বেঁধে তাকে পিটুনি দেন তারা। রাতভর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় সোমবার সকালে রাজুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে অবস্থার আবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু, আহত ২
এ ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত কবির হোসেনসহ চারজনকে আটক করে। পরে মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন— সদর উপজেলার শাকচর ইউনিয়নের কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘রাজুকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
৩০ দিন আগে
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ
নাটোরের নলডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে আব্দুল মান্নান নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাতে নলডাঙ্গা উপজেলার সমসখলসী গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
স্থানীয়রা জানান, নলডাঙ্গায় মোমিনপুরে চোরের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরে দলটি একই উপজেলার সমসখলসী গ্রামের হাসান আলী ও আফজাল হোসেনের লিজ নেওয়া পুকুরে মাছ চুরির উদ্দেশে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয়। সবাই পালিয়ে গেলেও মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুকুর মালিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, চুরির অভিযোগে গণপিটুনিতে মান্নানের মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া চলছে।
১০১ দিন আগে
ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির নামে এক যুবককে স্থানীয়রা পিটিয়ে হত্যা করছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার(১৯ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপড় গ্রামের শিল্পনগরী বিসিকের পিছনের এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফেনীতে চুরির দায়ে মাকে বেঁধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ
মৃত রিয়াজ ফকির পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার নুরু ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাত ২ টার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় চোর সন্দেহে রিয়াজকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে সোমবার সকালে রিয়াজকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী। তিনি বলেন, তার পকেটে আইডি কার্ডের ফটোকপি পাওয়া গেছে। তার পকেটে রিয়াজ নামে একটি আইডি কার্ড পেয়েছে পুলিশ।
তিনি বলেন, আইডি কার্ডের সূত্র ধরেই তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে শনাক্ত করার পরে বিষয়টি নিশ্চিত হবে বলে জানায় পুলিশ।
এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মুরাদ আলী।
আরও পড়ুন: আড়াইহাজারে ২ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ
মাগুরায় বাড়ি ফেরার পথেই স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
৩৪৬ দিন আগে
চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত
যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে ফয়েজুল গাজী নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজারহাট রামনগরের সুতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়েজুল গাজী যশোর সদর উপজেলার গোলদারপাড়া সুতিঘাটা গ্রামের জালাল উদ্দিন গাজীর ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে গরু চোর সন্দেহে ৫ যুবককে গণপিটুনি
স্থানীয়রা জানায়, ফয়েজুল গাজী একটি ইটভাটায় কাজ করেন। ভাটা থেকে কাজ শেষ করে সকালে বাড়ি ফেরার পথে চোর সন্দেহ করে স্থানীয়রা তাকে ধরে নিয়ে এক কারখানার মধ্যে দড়ি দিয়ে বেঁধে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারধর করে।
পরে কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পাবনায় গণপিটুনিতে নিহত ৩
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। চোর সন্দেহে তাকে স্থানীয় জনতা মারধর করেছে বলে প্রাথমিক তথ্য মিলেছে। এ ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে ২ জনকে গণপিটুনি, মাইক্রোবাসে আগুন
৪৪৫ দিন আগে
বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
বগুড়ার সদরে চোর সন্দেহে জয় (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জয় শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।
আরও পড়ুন: যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সিএনজিচালককে পিটিয়ে হত্যা
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে মন্টুর বাড়িতে ঢোকে জয়। এ সময় চোর ঢুকেছে সন্দেহে মন্টু চিৎকার করলে তার বড় ভাই আশরাফুল ঘর থেকে বের হয়ে আসেন। লোকজন দেখে ভয় পেয়ে জয় প্রাণ বাঁচাতে ওই বাড়ির কাঁঠাল গাছে উঠে পড়ে। পরে গাছ থেকে জয়কে নামিয়ে তাকে দুই ভাই মিলে মারধর করেন।
এরই মধ্যে চোর ধরা পড়ার খবরে গ্রামের আরও লোকজন সেখানে জড়ো হয়ে ওই কিশোরকে মারধর করে। এতে রাত ১০টার দিকে মন্টুর বাড়িতেই ওই কিশোরের মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে এর আগেই পালিয়ে গেছেন মন্টু ও আশরাফুল। পরে খবর পেয়ে পুলিশ লাশ নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘চোর সন্দেহে জয় নামের ওই কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: নওগাঁয় ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২
লক্ষ্মীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
৫২৮ দিন আগে
কুমিল্লায় ‘চোর’ সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লা নগরীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১০ জুলাই) মধ্যরাতে নগরীর ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন (৩৫) নগরীর উনাইসার এলাকায় ভাড়া থাকতেন। তার বাড়ি জেলার মুরাদনগর উপজেলার রামপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম কুমিল্লা ইপিজেডের ঝুট আনা-নেওয়ার শ্রমিক হিসেবে কাজ করতেন। মোবাইল ফোন চুরির ঘটনায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, মঙ্গলবার (১১ জুলাই) লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, শুনেছি সোমবার রাত ১২টা থেকে সাড়ে ১২টার দিকে মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে সাদ্দামকে পিটিয়েছে জনতা। বেধড়ক পিটুনিতে তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে ‘মাদক বহন না করায়’ প্রতিবন্ধী কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ
বাগেরহাটে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
৬৬০ দিন আগে
সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার মধ্যম কাঞ্চনা গ্রামের প্রদীপ দত্তের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, আহত ১
চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত সুপার শিবলী নোমান বলেন, মধ্যম কাঞ্চনার প্রদীপ দত্তের বাড়িতে কয়েকজন চুরি করতে আসে। এ সময় তাদের একজন প্রদীপ ও তার ছেলে শিমুলকে আঘাত করে পালানোর চেষ্টা করে। পালানোর সময় ঘরের লোকজন মিলে ওই যুবককে আটক করে এবং স্থানীয় লোকজনকে খবর দেয়। স্থানীয়রা উত্তেজিত হয়ে তাকে পিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তাকে বাঁচানো যায়নি। এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: পটুয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গণপিটুনি
৭৯৬ দিন আগে
বাঘের চামড়াসহ ২ চোরা শিকারী আটক
সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের চামড়াসহ দুই বাঘ শিকারীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ খুলনার সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অধিনায়ক কর্নেল মোসতাক আহমেদ।
অধিনায়ক জানান, সাতক্ষীরা ক্যাম্পের র্যাব গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বন্যপ্রাণী অবৈধভাবে কৌশলে শিকার করে সেসব চামড়া ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ চোরাচালানের মাধ্যমে পাচার করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার র্যাবের সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে, জেলার শ্যামনগর থানা এলাকায় পাচারকারী চক্রের সদস্যরা বাঘের একটি চামড়া পাচার করার উদ্দেশে অবস্থান করছেন।
সেই সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গতকাল সন্ধ্যায় হরিণনগর ধল এলাকায় অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: সুন্দরবনে কুমিরসহ ১৮ বন্যপ্রাণী অবমুক্ত
তখন মো. হাফিজুর শেখ (৪৭) ও মো. ইসমাইল শেখকে (২৪) আটক করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আটক করা আসামিদের কাছ থেকে একটি বাঘের চামড়া উদ্ধার করে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন মাছধরা ও গোলপাতা সংগ্রহের পাশ নিয়ে সুন্দরবনে যান। পরে ছাগলের মাংসের সঙ্গে কীটনাশক ব্যবহার করে রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করেন।
রয়েল বেঙ্গল টাইগারের চামড়া দেশে ও দেশের বাইরে শৌখিন মানুষদের কাছে কোটি টাকায় বিক্রয় করেন।
তিনি আরও বলেন, পাঁচ লাখ টাকার লোভে আসামিরা মাছ ধরা ও গোলপাতা সংগ্রহের জন্য সুন্দরবনে প্রবেশ করে। এরপর ছাগলের মাংসের সঙ্গে বিষাক্ত কীটনাশক মিশিয়ে বাঘসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করে।
এছাড়া গত ২৭ জানুয়ারি শ্যামনগর এলাকা থেকে বাঘটি শিকার করে তারা। পরে চামড়া ছাড়িয়ে পাচারকারীর কাছে সরবরাহের চেষ্টা করছিল তারা।
তিনি জানান, র্যাব-৬ সাতক্ষীরার কমান্ডার মেজর গালিব অভিযান চালিয়ে বাঘের চামড়াসহ তিনজনকে আটক করেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে দু’জনকে আটক করা হয়। বাকি একজনকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনের ফরেস্ট অফিসের কাছে ৩ বাঘ, আতঙ্কিত বনরক্ষীরা
৮১৩ দিন আগে
ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে রাখলে চোরেরা উৎসাহিত হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু লোক ব্যাংকে টাকা নেই বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং সেই গুজবে কান দিয়ে কেউ কেউ ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে।
তিনি বলেন, ‘ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে রাখলে চোরেরা টাকা চুরি করতে উৎসাহিত হবে। এটা শুধু চোরদের জন্য একটা সুযোগ তৈরি করছে।’
বৃহস্পতিবার যশোর জেলা স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এসময় ‘ব্যাংকগুলো তীব্র তারল্য সংকটে রয়েছে এমন গুজবের’ নিন্দা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন,‘ব্যাংকে টাকা নেই, এটা একটা নির্জলা মিথ্যাচার। ’
শেখ হাসিনা জানান, বুধবারও তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
তিনি আশ্বস্ত করে বলেন, ‘ব্যাংকে যথেষ্ট টাকা আছে’।
আরও পড়ুন: বাংলাদেশ বিমান বাহিনী এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী: যশোরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক বৈদেশিক মুদ্রার রিজার্ভের কথা বলছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে কোন সমস্যা নেই।’
তিনি বলেন, রেমিট্যান্স আসছে, বিদেশি বিনিয়োগ হচ্ছে, রপ্তানি আয় বেড়েছে, কর আদায়ও বেড়েছে।
শেখ হাসিনা বলেন, ‘অন্যান্য দেশগুলো যখন বৈশ্বিক মন্দার কারণে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে, তখনও বাংলাদেশ শক্তিশালী হচ্ছে।’
তিনি জনগণকে কোনো গুজবে কান না দেয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন, সব সময় গুজব ছড়ানো বিএনপির কাজ।
বিএনপি কখনো দেশ ও জনগণের কল্যাণে কিছু করেনি জানিয়ে তিনি বলেন, ‘তারা যখন ক্ষমতায় ছিল সব সময় লুটপাটে লিপ্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ২০০১-০৬ মেয়াদে বিএনপি বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারে রেখেছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৫ বিলিয়ন মার্কিন ডলার। করোনাভাইরাস মহামারি চলাকালীন কোনও রপ্তানি বা আমদানি হয়নি, তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে জমা হয়েছিল।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রস্তুত যশোর
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, জনগণের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন, সার, চাল ও গম কিনতে সরকার অর্থ ব্যয় করেছে। ‘এগুলো (বৈদেশিক মুদ্রা) কোথাও যায় নি, এগুলো জনগণের কল্যাণে ব্যয় করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন কাজে বিনিয়োগ করেছি। যেমন- রপ্তানি করেছি, কৃষিতে প্রনোদনা দিয়েছি এবং আট বিলিয়ন মার্কিন ডলার ঘাটতির অর্থ দিয়েছি।’
সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, খুলনা থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক, পীযূষ কান্তি ভট্টাচার্য ও জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
আরও পড়ুন: এখন মেগাপ্রজেক্ট নয় জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসুন: প্রধানমন্ত্রী
৮৮৯ দিন আগে
মারধর থেকে বাঁচতে ৯৯৯-এ চোরের ফোন
চুরি করতে যেয়ে আটকা পড়েন চোর। উপায় না পেয়ে সাহায্য চান জাতীয় সহায়তা কেন্দ্রে। ৯৯৯-এ ফোন করে উদ্ধারের কথা জানান। ঘটনাটি ঘটে বরিশাল সদর থানার চর কাউয়া ইউনিয়নে।
ব্যক্তিটির নাম ইয়াছিন খাঁ (৪১)। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা হলেও বরিশাল নগরীর কালুশাহ সড়কের একটি ভাড়া বাসায় থাকেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
তিনি বলেন, ধরা পড়ে স্থানীয়দের মারধরের ভয়ে ইয়াছিন ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ একটি দোকানের মধ্য থেকে তাকে উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে পেশায় তিনি চোর।
আরও পড়ুন: কুড়িগ্রামে পশু চোরদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন!
ওসি জানান, ভোরে জরুরি সেবা থেকে আমাদের কাছে তথ্য আসে চর কাউয়া ইউনিয়নের এআর খান বাজার এলাকায় বিপদে পড়েছেন এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে তার মোবাইল নম্বরে কল করে জানা যায় সে ঝন্টু মিয়ার দোকানের ভেতরে আছেন।
দোকান থেকে বের হতে তার অসুবিধা কোথায় জানতে চাইলে পুলিশ সদস্যদের ইয়াছিন বলেন, চুরির মালামাল গুছিয়ে ব্যাগ ভর্তি করতে তার বেশি সময় লেগে যায়। সকাল হওয়ায় লোকজন দোকানের পাশে অবস্থান করছিল। এ অবস্থায় সেখান থেকে বের হলে মারধরের শিকার হতে হবে। তাই বুদ্ধি করে ৯৯৯ নম্বরে কল করেছি।
আরও পড়ুন: চোরের ঘুষিতে চাষির মৃত্যু
চোর সন্দেহে ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা
৯২৪ দিন আগে