কুমিল্লা নগরীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১০ জুলাই) মধ্যরাতে নগরীর ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন (৩৫) নগরীর উনাইসার এলাকায় ভাড়া থাকতেন। তার বাড়ি জেলার মুরাদনগর উপজেলার রামপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম কুমিল্লা ইপিজেডের ঝুট আনা-নেওয়ার শ্রমিক হিসেবে কাজ করতেন। মোবাইল ফোন চুরির ঘটনায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, মঙ্গলবার (১১ জুলাই) লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, শুনেছি সোমবার রাত ১২টা থেকে সাড়ে ১২টার দিকে মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে সাদ্দামকে পিটিয়েছে জনতা। বেধড়ক পিটুনিতে তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে ‘মাদক বহন না করায়’ প্রতিবন্ধী কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ