বাংলাদেশকে করোনার অ্যাস্ট্রাজেনেকার টিকার ২০ লাখ ৬০ হাজার ডোজ অনুদান হিসেবে দিয়েছে ফ্রান্স সরকার। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জিন মারিন শু পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এ টিকা হস্তান্তর করেন।
টিকা বিনিময়ের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে দুই পক্ষই উল্লেখ করে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরকালে দেশটি এ টিকা অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডেন বাংলাদেশকে পাঁচ লাখ ৩০ হাজার ডোজ টিকা অনুদান হিসেবে প্রদান করবে।
আরও পড়ুন: বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র
চট্টগ্রামে বস্তিবাসীদের টিকাদান শুরু আজ
সারাদেশের স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী