নির্বাচিত
ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জে ভুরিভোজের আয়োজন
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুরিভোজের আয়োজন করেছে স্থানীয় যুবকরা।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ খিচুড়ি দিয়ে এই ভোজের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে দুই শতাধিক লোকের জন্য এই আয়োজন করা হয়।
আরও পড়ুন: চীন যাচ্ছেন বিমান বাহিনী প্রধান
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশের বংশোদ্ভূত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. লুৎফর রহমান হিমু।
এছাড়া হিমু যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইন্যান্স মেম্বারও।
হিমুর অপর বন্ধু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন। স্থানীয় যুবসমাজের আয়োজনে গিয়াস উদ্দিনের বাড়িতেই এই ভোজের আয়োজন করা হয়।
মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমার বন্ধু লুৎফর রহমান হিমু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু। সে আমাকে কথা দিয়েছিল ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবে। ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন। এ উপলক্ষে আমার বন্ধু হিমুর অর্থায়নে আমরা যুবকরা এই ভোজের আয়োজন করেছি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত ও গর্বিত।’
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে এ বিজয় অর্জন করেন তিনি।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডারের সাক্ষাৎ
ময়মনসিংহে ১০ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ
১ মাস আগে
৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বুধবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। চার বছর আগে নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকার করে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংস বিদ্রোহের সূত্রপাত করেছিলেন তিনি। গুরুতর অভিযোগে দোষী সাব্যস্তও হয়েছিলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
দুটি হত্যাচেষ্টার হাত থেকেও বেঁচে গিয়েছেন ট্রাম্প। এবারের নির্বাচনে উইসকনসিনে জয়ের মাধ্যমে ট্রাম্প প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট পাস করেছেন।
আরও পড়ুন: ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন
রিপাবলিকানরা পশ্চিম ভার্জিনিয়া এবং ওহাইওতে আসন দখলের মাধ্যমে সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। শীর্ষ হাউস দৌড়গুলো নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় কেন্দ্রিক। ডেমোক্র্যাটরা সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকানরা আশ্চর্যজনক জয় পেয়েছে। এমনকি ১০টি বা তারও বেশি আসনের কয়েকটি উদ্ধারের চেষ্টা করছে।
মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ এখনও হাতছাড়া
রিপাবলিকানরা হোয়াইট হাউস ও সিনেট দখল করলেও প্রতিনিধি পরিষদে এখনো অনেক লড়াই করতে হবে।
প্রায় ৬০টি হাউস নির্বাচন এখনও অমীমাংসিত থাকায় যে কোনো দল চেম্বারের নিয়ন্ত্রণ নিতে পারে। ডেমোক্র্যাটদের কাছে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতাই ওয়াশিংটনে আধিপত্য বিস্তার এবং ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আরোপের শেষ ভরসা। তারপরও রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা আরও সহজে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করতে সক্ষম হবে। এর মধ্যে রয়েছে কর ছাড়ের মেয়াদ বাড়ানো, কঠোর সীমান্ত ব্যবস্থায় অর্থায়ন এবং ফেডারেল সরকারের কিছু অংশ ভেঙে ফেলা।
তারপরও হাউস নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগতে পারে। হাউসের মূল দৌড়ের সংখ্যায় এখন পর্যন্ত কোনো দলই নির্ভরযোগ্য সুবিধা করতে পারেনি। ক্যালিফোর্নিয়ায় ধীরগতির অনেকগুলো সহ সারা দেশে কঠোর প্রতিযোগিতা রয়েছে।
আরও পড়ুন: দেশকে সবার আগে রাখতে হবে: নির্বাচনের রাতের ভাষণে ট্রাম্প
জয়ের পথে ট্রাম্প, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধার
১ মাস আগে
বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেন লাবু
সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে শামীম তালুকদার (লাবু) জিপ গাড়ি প্রতীকে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ভোট পেয়েছেন ৬৩৪ ও তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন মুকুল (ঘোড়া) পেয়েছেন ৫০৬ ভোট।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম জানান, এ উপ-নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
আরও পড়ুন: সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে কেউ হটাতে পারবে না: কাদের
অপর চারজন প্রার্থী হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি পিপি আইনজীবী আব্দুর রহমান (মটোরসাইকেল), আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান (চশমা), উপজেলা আওয়ামী লীগ নেতা রেফাজ উদ্দিন মাস্টার (আনারস), আইনজীবী শওকত আলী সেলিম (হেলিকপ্টার)।
শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের এ নির্বাচনে জেলায় ভোটার সংখ্যা ১১৯৬ জন।
এ নির্বাচনে বেসরকারিভাবে সিরাজগঞ্জ-২ (সদর-কামারন্দ) আসনের এমপি ড. জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু বিজয়ী হন এবং তিনি আওয়ামী লীগের নেতা ভাষা সৈনিক প্রয়াত মোতাহার হোসেন তালুকদারের কনিষ্ঠ ছেলে।
আরও পড়ুন: হবিগঞ্জে আলেয়া আক্তার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত
ডাল্টন জহির এফবিসিসিআইয়ের সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত
৯ মাস আগে
হবিগঞ্জে আলেয়া আক্তার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত
হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোড়া প্রতীকে আলমগীর চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০১ ভোট।
নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
আরও পড়ুন: সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে কেউ হটাতে পারবে না: কাদের
অপর দুই প্রার্থীরা হলেন- মো. ফরিদ উদ্দিন তালুকদার (মোটর সাইলে) পেয়েছেন ছয় ভোট এবং আইনজীবী মো. নূরুল হক (চশমা) পেয়েছেন পাঁচ ভোট।
শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ছিলেন- এক হাজার ১০৪ জন। এর মধ্যে এক হাজার ৭৬ জন ভোট দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন: ডাল্টন জহির এফবিসিসিআইয়ের সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত
ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীকে নির্বাচিত ঘোষণার গেজেট স্থগিত
৯ মাস আগে
পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে চেক প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।
সোমবার (২২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘চেক প্রজাতন্ত্র ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমি গভীরভাবে মূল্য দেই এবং আমি বিশ্বাস করি যে আমাদের দুই দেশের পারস্পরিক কল্যাণে আমরা এই সম্পর্ককে গভীর ও জোরদার করা অব্যাহত রাখব।’
আরও পড়ুন: পুনঃনির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়ার অভিনন্দন
তিনি দ্বিপক্ষীয় পর্যায়ে এবং অভিন্ন স্বার্থের সকল ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থায় সহযোগিতা আরও উন্নয়নে তার দেশের আগ্রহের বিষয়ে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।
তিনি বলেন, 'বাংলাদেশের জনগণের মঙ্গল কামনা করে আপনার দাবি করা কাজের সার্বিক সাফল্য কামনা করছি।’
চলতি মাসে জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো দায়িত্ব নেন শেখ হাসিনা।
আরও পড়ুন: দপ্তর পেলেন প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা
১১ মাস আগে
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম জানান, মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক বিক্ষোভ
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
রবিবার ৩০০ টি আসনের মধ্যে ২৯৯ টিতে অনুষ্ঠিত নির্বচনে টানা চতুর্থ বারের মতো আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং স্বতন্ত্র প্রার্থীরাও বেশ ভালো ফলাফল অর্জন করে।
আরও পড়ুন: নির্বাচন ২০২৪: চট্টগ্রাম বিভাগের বিজয়ীদের তালিকা
ক্ষমতাসীন দলের প্রার্থী ২২২টি আসনে জয়লাভ করেছেন এবং স্বতন্ত্র প্রার্থীরা (যাদের অধিকাংশই আওয়ামী লীগের) ৬২টি আসনে জয়ী হয়েছেন।
জাতীয় পার্টি ১১টি আসনে এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টির তিন জন প্রার্থী তাদের নিজ নিজ আসনে বিজয়ী হয়েছেন।
এছাড়া ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় ফলাফল স্থগিত করা হয়েছে এবং এখানে আবারও ভোট গ্রহণ করা হবে। নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: নির্বাচন ২০২৪: খুলনা বিভাগের বিজয়ীদের তালিকা
১১ মাস আগে
মাগুরা-১ আসনে ১ লাখ ৪০ হাজার ভোটে নির্বাচিত সাকিব আল হাসান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান।
রবিবার(৭ জানুয়ারি) বিকাল ৪টায় সমাপ্ত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট রেজাউল হাসান পেয়েছেন ৪৫ হাজার ৯৩৩ ভোট।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জবাবে যা বললেন সাকিব
সকালে মাগুরার দড়িমাগুড়া স্কুল কেন্দ্রে বাবা মাসরুর রেজা ও বোন বৃষ্টিকে সঙ্গে নিয়ে ভোট দেন সাকিব।
সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য হলেও এবার দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচনে সাকিবকে সমর্থন দেন।
আরও পড়ুন: নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: ভোট দেওয়ার পর সাকিব
এছাড়া জাতীয় পার্টির সিরাজুস সায়েম সাইফ, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এম মোতাসিম বিল্লাহ সাকিব আল হাসানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন সাকিব
১১ মাস আগে
ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন আশরাফ আহমেদ
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২০২৪ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশরাফ আহমেদ।
জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিমার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মালিক তালহা ইসমাইল বারী। আর সহসভাপতি হিসেবে পুণঃনির্বাচিত হয়েছেন হাইটেক স্টিল অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড ও জাবের স্টিলের চেয়ারম্যান এবং জে এন কর্পোরেশন ও ট্রেড ল্যান্ড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. জুনায়েদ ইবনে আলী।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬২তম বার্ষিক সাধারণ সভায় আশরাফ আহমেদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ডিসিসিআইয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল হাসান ফজলে রাব্বি।
ডিসিসিআইর নবনির্বাচিত অন্য পরিচালকরা হলেন- মো. সালিম সোলায়মান, মো. সিয়াম আল-দ্বীন মালিক, মোহাম্মদ সাইফুর রহমান সাইফ, নাইমুর রহমান ও সাইফ উদ্দৌলাহ্।
আরও পড়ুন: ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ
ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি আশরাফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
ডিসিসিআইর নবনির্বাচিত জেষ্ঠ সহসভাপতি মালিক তালহা ইসমাইল বারী যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
জুনায়েদ ইবনে আলী বাংলাদেশ সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্লেট ইমপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ ডেইরি ফার্মারস্ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইমপোরটার্স অ্যাসোসিয়েশনের জেষ্ঠ সহসভাপতি এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন:সিএমএসএমই উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে ঢাকা চেম্বারে ‘এসএমই উন্নয়ন বিভাগ’ চালু
১ বছর আগে
বাংলাদেশ এখন ভীতু দেশ নয়: এম জে আকবর
ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর রবিবার বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে যারা বাংলাদেশকে ভয় দেখাচ্ছে তারা ভুলে যাচ্ছে- বাংলাদেশ এখন ভীতু দেশ নয়।
নির্বাচনের আগে যে সব নিষেধাজ্ঞা বা অন্যান্য পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভয় দেখালেই যে আমি (বাংলাদেশ) ভয় পাব, তা ভাবা ঠিক হবে না।’
বিশিষ্ট এই লেখক-সাংবাদিক ও পরবর্তীতে রাজনীতিবিদ বলেন, বাংলাদেশের প্রতি কিছু মনোযোগের কারণ হলো দেশটির প্রাসঙ্গিকতা।
ভারতের এই সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে।
অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ এশিয়ার উদীয়মান শক্তি।’
এম জে আকবর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে 'জাতির দ্বিতীয় মুক্তির নেতা ও বিজয়ী' হিসেবে সম্মানিত করা এবং তা উদযাপন করা উচিৎ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ এখন আর বহিরাগত শক্তিকে ভয় পাওয়ার মতো অবস্থায় নেই। বিষয়টি এখন আর কাজ করে না।
আরও পড়ুন: ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড পেলেন শেখ হাসিনা
ফরেন সার্ভিস একাডেমিতে '৫২ বছরে বাংলাদেশের অর্জন এবং আগামী দশকগুলোতে এ অঞ্চল ও বাইরে এর অবস্থান' শীর্ষক এক আলোচনা সভায় মূল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বরং সম্ভাবনাময় দেশ।
মোমেন বাংলাদেশ অর্জিত উল্লেখযোগ্য উন্নয়ন ও স্থিতিশীলতার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ গণতন্ত্র অনুসরণ করছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস অনুষ্ঠানে বক্তব্য দেন।
আকবর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে শুধু উন্নয়নের দিকেই নয়, আধুনিকতার দিকে নিয়ে গেছেন, যার ৪টি মাত্রা রয়েছে। তিনি চারটি মাত্রাতেই কাজ করেছেন।
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও সকল বিশ্বাসের স্বাধীনতা ছাড়া কোনো দেশই আধুনিক জাতি হতে পারে না। প্রতিটি বিশ্বাসের স্বাধীনতা নিশ্চিত করা হলো অন্তর্ভুক্ত জাতীয়তাবাদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কাগজে-কলমের অধিকারকে বাস্তবতায় পরিণত করেছেন। তিনি লিঙ্গ সমতা ও দারিদ্র্য বিমোচনে তার প্রচেষ্টার কথাও তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘বিষয়টি সমালোচনামূলক। দারিদ্র্য দূরীকরণ ছাড়া আধুনিক জাতি হতে পারবেন না।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৪৬তম ক্ষমতাধর নারী: ফোর্বস
আকবর বলেন, ‘বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে। এ কারণেই জনগণ তাকে বার বার নির্বাচিত করেছে।’
তিনি গণতন্ত্রের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন এবং স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টাকারী শক্তির কথাও উল্লেখ করেন।
আকবর বলেন, স্বাধীনতা বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়নি, বরং বাংলাদেশ তা অর্জন করেছে।
ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘তাদের দুই প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে সাধুবাদ জানানো উচিৎ। যা সমগ্র বিশ্বের জন্য শিক্ষণীয় বিষয় হতে পারে।’
আকবর বলেন, বাংলাদেশের উচিৎ নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিজের পক্ষ নেওয়া।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: কাদের
১ বছর আগে
আইএমও'র কাউন্সিল সদস্য নির্বাচিত বাংলাদেশ
লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কাউন্সিল নির্বাচন ২০২৩ এ 'সি' ক্যাটাগরিতে বাংলাদেশ ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
প্রথমবারের মতো আইএমও'র 'সি' ক্যাটাগরিতে বাংলাদেশ বিজয়ী হলো।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও আইএমওতে স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম বলেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের এলিট ৪০ সদস্যের কাউন্সিলে বাংলাদেশের নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে একটি সামুদ্রের সঙ্গে সম্পর্কযুক্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নেতৃত্ব ও পদক্ষেপের ওপর আইএমও সদস্য রাষ্ট্র ও আন্তর্জাতিক মেরিটাইম কমিউনিটির আস্থা ও বিশ্বাসের সাক্ষ্য।
আরও পড়ুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকার জিরো টলারেন্স নীতিকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন
হাইকমিশনার বাংলাদেশকে কাউন্সিল সদস্য নির্বাচিত করার জন্য আইএমও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সামুদ্রিক সমস্যা মোকাবিলায় আইএমও'র কর্মপরিকল্পনার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ২০২৩ সালের আইএমও কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
এর আগে আইএমও'র ৩৩তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি নির্বাচিত হন সাইদা মুনা তাসনিম।
আইএমও জাতিসংঘের একমাত্র বিশেষায়িত সংস্থা যা বিশ্বব্যাপী শিপিং মান নিয়ন্ত্রণ করে।
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের অ্যাসেম্বলি ১ ডিসেম্বর ২০২৪-২০২৫ দ্বিবার্ষিক মেয়াদে কাউন্সিলের সদস্য নির্বাচিত করেছে।
আরও পড়ুন: সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না: মুখপাত্র
কাউন্সিল আইএমওর নির্বাহী অঙ্গ এবং সংস্থার কাজ তদারকির জন্য পরিষদের অধীনে দায়বদ্ধ।
পরিষদের অধিবেশনগুলোর মধ্যে কাউন্সিল সামুদ্রিক সুরক্ষা এবং দূষণ প্রতিরোধের বিষয়ে সরকারকে সুপারিশ করা ব্যতীত বিধানসভার কার্যাবলী সম্পাদন করে।
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের পরিষদ নিম্নলিখিত রাষ্ট্রগুলোকে ২০২৪-২০২৫ দ্বিবার্ষিক মেয়াদে কাউন্সিলের সদস্য হিসাবে নির্বাচিত করেছে:
ক্যাটাগরি ‘এ’
আন্তর্জাতিক শিপিং পরিষেবা প্রদানে সর্বাধিক আগ্রহী ১০ রাষ্ট্র (বর্ণানুক্রমিক ক্রম অনুসারে): চীন, গ্রিস, ইতালি, জাপান, লাইবেরিয়া, নরওয়ে, পানামা, কোরিয়া প্রজাতন্ত্র, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: ‘ওপিসিডব্লিউ-দ্য হেগ পুরস্কার ২০২৩’ পেলেন বুয়েটের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া
ক্যাটাগরি ‘বি’
আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে সর্বাধিক আগ্রহী ১০ রাষ্ট্র: অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন এবং সংযুক্ত আরব আমিরাত।
ক্যাটাগরি ‘সি’
ক্যাটাগরি ‘এ’ বা ‘বি’ এর অধীন নির্বাচিত নয় এমন ২০টি রাষ্ট্র, যাদের সামুদ্রিক পরিবহন বা নেভিগেশনে বিশেষ স্বার্থ রয়েছে এবং যাদের কাউন্সিলে নির্বাচন বিশ্বের সমস্ত প্রধান ভৌগলিক অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে: বাহামা, বাংলাদেশ, চিলি, সাইপ্রাস, ডেনমার্ক, মিশর, ফিনল্যান্ড, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, কেনিয়া, মালয়েশিয়া, মাল্টা, মেক্সিকো, মরক্কো, পেরু, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর এবং তুরস্ক।
আরও পড়ুন: ‘বর্তমান পরিস্থিতি’ নিয়ে আলোচনা করেছেন রাষ্ট্রদূত হাস ও পররাষ্ট্র সচিব মাসুদ: মার্কিন দূতাবাস
১ বছর আগে