সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে শামীম তালুকদার (লাবু) জিপ গাড়ি প্রতীকে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ভোট পেয়েছেন ৬৩৪ ও তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন মুকুল (ঘোড়া) পেয়েছেন ৫০৬ ভোট।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম জানান, এ উপ-নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
আরও পড়ুন: সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে কেউ হটাতে পারবে না: কাদের
অপর চারজন প্রার্থী হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি পিপি আইনজীবী আব্দুর রহমান (মটোরসাইকেল), আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান (চশমা), উপজেলা আওয়ামী লীগ নেতা রেফাজ উদ্দিন মাস্টার (আনারস), আইনজীবী শওকত আলী সেলিম (হেলিকপ্টার)।
শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের এ নির্বাচনে জেলায় ভোটার সংখ্যা ১১৯৬ জন।
এ নির্বাচনে বেসরকারিভাবে সিরাজগঞ্জ-২ (সদর-কামারন্দ) আসনের এমপি ড. জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু বিজয়ী হন এবং তিনি আওয়ামী লীগের নেতা ভাষা সৈনিক প্রয়াত মোতাহার হোসেন তালুকদারের কনিষ্ঠ ছেলে।
আরও পড়ুন: হবিগঞ্জে আলেয়া আক্তার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত