জঙ্গি নিহত
পাকিস্তানে পৃথক অভিযানে ৯ জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে।
সোমবার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী খাইবার প্রদেশের খাইবার ও লাক্কি মারওয়াত জেলায় অভিযান চালিয়েছে।
প্রথম অভিযানে খাইবার জেলার তিরাহ এলাকায় দুই কমান্ডারসহ সাত জঙ্গি নিহত হয়েছে বলে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়।
অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়।
আইএসপিআর জানায়, নিহতরা অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল এবং নিরাপত্তা বাহিনী তাদের খুঁজছিল।
আরেকটি অভিযানে লাক্কি মারওয়াত জেলায় দুই জঙ্গি নিহত হয়েছে।
ওই এলাকা জঙ্গিমুক্ত করতে অভিযান চলমান জানিয়ে আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
৫ মাস আগে
নাইজেরিয়ার বিমান হামলায় একদল বোকো হারাম জঙ্গি নিহত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর একাধিক বিমান হামলায় কয়েক ডজন বোকো হারাম জঙ্গি নিহত হয়েছে বলে শনিবার এক সেনা মুখপাত্র জানিয়েছেন।
৪ বছর আগে