শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় চালানো এ বিমান হামলায় সন্ত্রাসী গোষ্ঠীর বেশ কিছু আস্তানায় ধ্বংস করে দেয়া হয়েছে।
নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র জন এনেঞ্চি সিনহুয়াকে জানান, যে দুটি অবস্থানে ঘাটি করে সন্ত্রাসী নেতারা এবং তাদের যোদ্ধারা হামলার পরিকল্পনা ও আক্রমণ চালানোর জন্য মিলিত হয়েছিল সেখানে নজরদারি মিশনের অংশ হিসেবে এ বিমান হামলা চালানো হয়েছে।
তার মতে, অভিযান চালানোর জন্য সামরিক বাহিনীর ফাইটার জেট এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল। এতে সন্ত্রাসীদের কয়েকটি অবকাঠামো ধ্বংস হয়েছে পাশাপাশি ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সে (আইএসডব্লিউএপি) জঙ্গিদের নিষ্ক্রিয় করা হয়েছে।
যদিও ঠিক কতজন জঙ্গি নিহত হয়েছে তার কোনো সঠিক তথ্য দিতে পারেননি তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে উত্তর-পূর্ব নাইজেরিয়াতে একটি ইসলামি স্টেট প্রতিষ্ঠা করতে বোকো হারাম চেষ্টা করে যাচ্ছে।