ব্যবসায়ীকে হত্যা
ভৈরবে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরবে ছুরিকাঘাতে হারুন-উর রশিদ নামে এক কাপড় ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (১৭ নভেম্বর) রাত ৯টায় ভৈরবের সন্তুপুর রেলক্রসিং সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হারুন-উর রশিদ (৩৫) উপজেলার সন্তুপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে।
আরও পড়ুন: পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টায় ব্যবসায়ী হারুন সন্তুপুর রেল ক্রসিংয়ের কাছের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় তার এলাকার কফিল উদ্দিনের ছেলে জসীম উদ্দিন তুচ্ছ ঘটনা নিয়ে তার সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করেন। একপর্যায়ে পকেট থেকে ছুরি বের করে হারুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জসীম উদ্দিন মাদকাসক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, নিহতের বুকে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গাইবান্ধায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আহত ১৩
১ মাস আগে
নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলেন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার ইসদাইর রেললাইন সংলগ্ন রাজ্জাকের ভাঙারি দোকানে এ ঘটনা ঘটে।
নিহত শামীম (৩০) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পাড়াগাঁও গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আরও পড়ুন: প্রেমিকার ঋণ শোধ করতেই নাটোরে ব্যবসায়ীকে হত্যা
এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- আলী ও অসিন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম।
নিহতের স্ত্রী সুরমী জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কেউ একজন ফোন করে জানান যে তোমার স্বামীকে রাজ্জাকের ভাঙারির দোকানে রাজ্জাকসহ কয়েকজন মিলে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পাই।
আরও পড়ুন: নাটোরে ব্যবসায়ীকে হত্যার পর ৩ লাখ টাকা ছিনতাই
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
২ বছর আগে
ঘরে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে ‘হত্যা’, আটক ৩
গাইবান্ধার ফুলছড়িতে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
৩ বছর আগে
কুমিল্লায় মসজিদ থেকে বের করে ব্যবসায়ীকে হত্যা: কাউন্সিলর আলমগীর কারাগারে
কুমিল্লা নগরীর চাঙ্গিনী এলাকার ব্যবসায়ী আক্তার হোসেনকে (৫৫) প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় কুমিল্লা সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেনকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে আদালত।
৩ বছর আগে
প্রেমিকার ঋণ শোধ করতেই নাটোরে ব্যবসায়ীকে হত্যা
প্রেমিকার কাছ থেকে নেয়া ঋণের টাকা শোধ করতেই কলেজছাত্র আলামিন নাটোরের নলডাঙ্গা উপজেলার সার ব্যবসায়ী অরুন শর্মাকে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল।
৪ বছর আগে