জাতিসংঘ মিশন
জাতিসংঘ মিশনে শান্তিরক্ষার দায়িত্ব পালন একটি নিয়মিত চ্যালেঞ্জ: সালেহউদ্দিন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন ব্যাপক চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈরী পরিবেশ, অপরিচিত পরিস্থিতি এবং সাংস্কৃতিক পার্থক্যের মধ্যে শান্তিরক্ষীদের এই কঠিন কাজ করতে হয় বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবারের শান্তিরক্ষী দিবসের প্রতিপাদ্য ছিল ‘শান্তিরক্ষার ভবিষ্যৎ’।
ড. সালেহউদ্দিন বলেন, ‘সবসময় চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকতে হয়, পাশাপাশি, আপনাকে মানসিক ও শারীরিকভাবে সবসময় সজাগ থাকতে হবে।’
বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা করে তিনি বলেন, ‘তারা দেশের শান্তিপ্রিয় ও উন্নয়নশীল ভাবমূর্তি বিশ্বের সামনে তুলে ধরেছেন। বাংলাদেশ শুধু নিজের জন্য নয়, বরং বিশ্বের প্রতিটি কোণে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।’
আরও পড়ুন: ভিন্ন আঙ্গিকে ২ জুন বাজেট উপস্থাপন
শান্তিরক্ষীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, ‘প্রযুক্তি শেখা একটি চলমান প্রক্রিয়া—এটি চালিয়ে যেতে হবে, এটিও একটি বড় চ্যালেঞ্জ।’
তিনি আরও বলেন, ‘সরকার শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও সহায়তা নিশ্চিত করবে।’
অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিক এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রাণ হারানো সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
ড. সালেহউদ্দিন জাতিসংঘ মিশনে আহত দুই শান্তিরক্ষীর—সৈনিক মো. আলআমিন হোসেন ও কনস্টেবল মাহমুদুল হক—হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় তিনি ‘শান্তিরক্ষী জার্নাল’ উদ্বোধন করেন এবং বিশ্বের বিভিন্ন মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন।
১৯১ দিন আগে
২৩ বছরে জাতিসংঘ মিশন থেকে সশস্ত্র বাহিনীর আয় ২৭,৯৪১ কোটি টাকা: আইনমন্ত্রী
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ২০০০-০১ অর্থবছর থেকে ২৩ অর্থবছরে বিদেশে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে মোট ২৭ হাজার ৯৪১ কোটি টাকা আয় করেছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।
শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এ পর্যন্ত কী পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এবং সরকার কতটা রেমিট্যান্স পেয়েছে সে সম্পর্কে জানতে চান হাবিবুর রহমান।
লিপিবদ্ধ উত্তরে আনিসুল হক জানান, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে গড় আয় হয়েছে এক হাজার ২১৪ কোটি টাকা।
আরও পড়ুন: শান্তিরক্ষা মিশনে বৈষম্য ও যৌন নিপীড়নের কোনো স্থান নেই: পররাষ্ট্র সচিব
শান্তিরক্ষা মিশনে লেবাননের উদ্দেশে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে গেলেন নৌবাহিনীর ৭৫ সদস্য
৭৬৫ দিন আগে
জাতিসংঘ মিশন: মালির উদ্দেশে ১৪০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মালির উদ্দেশ্যে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ পুলিশের একটি দল।
১৮২৬ দিন আগে