জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মালির উদ্দেশ্যে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ পুলিশের একটি দল।
শনিবার পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা জানান, পুলিশের ১৪০ সদস্যের দলটি মালির রাজধানী বামকোর উদ্দেশে যাত্রা করেন।
তিনি বলেন, দলটি মালিতে জাতিসংঘের এমআইএনইউএসএমএ মিশনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।
সোহেল রানা জানান, পুলিশের উপ-মহাপরিদর্শক মো. বশির আহমেদ এবং জাতিসংঘ ডেস্কের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তিরক্ষী দলটিকে বিদায় জানান।
বাংলাদেশ পুলিশ ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় মালিতে দায়িত্ব পালন করে আসছে।