পাটকল শ্রমিক
খুলনায় ৬ দফা দাবিতে পাটকল শ্রমিকদের মানববন্ধন
ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, অ্যাজাক্স , আফিল , জুট স্পিনার্সসহ একের পর এক বন্দকৃত বেসরকারি জুট মিল চালু , শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করছেন খুলনার পাটকল শ্রমিকরা। এসময় তারা পাঁচ দিনের কর্মসূচিরও ঘোষণা দেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে বৃষ্টি উপেক্ষা করে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, বেসরকারি জুট মিলের শ্রমিকদের সমস্যা নিয়ে ইতোপূর্বে একাধিক বার জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলেও তা একটিও বাস্তবায়ন হয়নি। মহসেন জুট মিল শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।
তারা বলেন, তাদের দেয়া কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২০ আগস্ট বিকাল ৫ টায় আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সামনে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, ২২ আগস্ট বিকাল ৫টায় সোনালি জুট মিল শ্রমিক ইউনিয়নে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, ২৪ আগস্ট বিকাল ৫টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ের সামনে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, ২৬ আগস্ট বিকাল ৫টায় অ্যাজাক্স জুট মিল শ্রমিক ক্লাবে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল। এর মধ্যে যদি শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি না মানা হয় তাহলে ২৮ আগস্ট বিকাল ৫টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা থেকে রাজপথ, রেলপথ, অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।
আরও পড়ুন: কুষ্টিয়ায় হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন , আমির মুন্সি প্রমুখ ।
১৫৯১ দিন আগে
পাটকল শ্রমিকদের পাওনা নভেম্বরের মধ্যে সম্পূর্ণ পরিশোধ হবে: মন্ত্রী
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সব মিলের শ্রমিকদের পাওনা আগামী নভেম্বর মাসের মধ্যে সম্পূর্ণভাবে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
১৮৯২ দিন আগে
ফরিদপুরে পাটকল শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
ফরিদপুরে এক পাটকল শ্রমিককে (২৪) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
১৯৪২ দিন আগে
পাটকল শ্রমিকরা আগামী সপ্তাহের মধ্যে জুনের বেতন পাবেন: মন্ত্রী
বন্ধ হয়ে যাওয়া ২৫ রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা আগামী সপ্তাহের মধ্যে তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে জুন মাসের বেতন পাবেন বলে আশ্বস্ত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
২০০২ দিন আগে
পাটকল শ্রমিকদের মজুরি পরিশোধে ১১৬ কোটি টাকা বরাদ্দ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) পরিচালিত পাটকলগুলোর শ্রমিকদের মার্চ ও এপ্রিল মাসের বকেয়া মজুরি পরিশোধের জন্য ১১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
২০৬৯ দিন আগে
পাটকল শ্রমিকদের কাজে যোগদান, প্রাণ ফিরল খুলনার শিল্পাঞ্চলে
আগামী ১৬ জানুয়ারির মধ্যে ‘জাতীয় মজুরি কমিশন-২০১৫’ প্রদান করা হবে সরকারের এ আশ্বাসের পর কাজে যোগ দিয়েছেন খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। এতে প্রাণচাঞ্চল্য ফিরেছে গোটা শিল্পাঞ্চলে।
২১৮৩ দিন আগে
পাটকল শ্রমিকদের অনশন প্রত্যাহার
আগামী ১৫ দিনের মধ্যে সরকার ‘জাতীয় মজুরি কমিশন-২০১৫’ অনুযায়ী পাটকল শ্রমিকদের পে-স্লিপ প্রদান করার ঘোষণা দেয়ায় বৃহস্পতিবার রাত থেকে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত শ্রমিকরা।
২১৮৪ দিন আগে
টানা ৫ম দিনের অনশনে পাটকল শ্রমিকরা, অসুস্থ অর্ধশত
মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে বৃহস্পতিবার টানা পঞ্চমদিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন খুলনা ও যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা।
২১৮৫ দিন আগে
দাবি আদায়ে পাটকলের শ্রমিকদের আমরণ অনশন অব্যাহত
খুলনা ও যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা বুধবার চতুর্থ দিনের মতো ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
২১৮৬ দিন আগে
খুলনায় পাটকল শ্রমিকদের আমরণ অনশন অব্যাহত
বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনা ও যশোরের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন সোমবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।
২১৮৮ দিন আগে