ফেনসিডিল জব্দ
মেহেরপুরে ৪৯ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
মেহেরপুরের গাংনীতে ফেনসিডিল বহন করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার বামন্দী-দেবীপুর সড়কের মাঝখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকেরা হলেন- ওই উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের ভ্যানচালক মো. লালন হোসেন (২৫) ও একই এলাকার ওয়েল্ডিং মিস্ত্রি মো. শান্ত ইসলাম (১৭)।
আরও পড়ুন: বেনাপোলে মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বামন্দী পুলিশ ক্যাম্প উপপরিদর্শক (এসআই) মো. মহিবুল হক বলেন, ‘সোমবার বিকালে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বামন্দী সড়কের দেবীপুরে লালন হোসেন ও শান্ত ইসলাম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।’
এ সময় তাদের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ফেনসিডিল পাচার কাজে ব্যবহৃত পাখি ভ্যানটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: মেঘনায় ট্রলারসহ ৫০ মণ জাটকা জব্দ, আটক ৯
৬০ দিন আগে
বেনাপোলে সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ
বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৮৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে ফেনসিডিলের এ চালানটি জব্দ করা হয়।
বিজিবি জানায়, ভারত থেকে ফেনসিডিলের বড় একটি চালান পুটখালী সীমান্তের পশ্চিমপাড়ায় মজুদের খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা কয়েকটি বস্তা ফেলে ইছামতি নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়।
আরও পড়ুন: ফেনী সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ
পরে বিজিবি বস্তাগুলো থেকে ৮৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়া মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।
আরও পড়ুন: সিলেট সীমান্তে ৭০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
১১৯ দিন আগে
সিরাজগঞ্জে ৭৪৪ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জে ফেনসিডিল বহনের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৪৪ বোতল ফেনিসিডিল জব্দের দাবি করেছে র্যাব।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কের সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১২।
গ্রেপ্তার আসামিরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খটশিংগা গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৫২), হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৩৫) ও দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেরভেড়ী গ্রামের বাসিন্দা মো. শাহানুর ইসলাম (২৪)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৩৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কের সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৪৪ বোতল ফেনসিডিলসহ চারটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে ১০১২ বোতল ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার
১৮৬ দিন আগে
মহেশপুরে ২৮১ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিল বহনের অভিযোগে জিয়া হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২৮১ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে ওই উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়া (৪৫) ওই গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, কানাইডাঙ্গা গ্রামে মাদক বেচা-কেনা সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে গ্রেপ্তার আসামির কাছ থেকে ২৮১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে মামলা করে জিয়াকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
২৩৩ দিন আগে
মেহেরপুরে ২০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৪
মেহেরপুরের মুজিবনগরে মাদকদ্রব্য বহনের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৩০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার দারিয়াপুর উত্তরপাড়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল আলিমের ছেলে মো. সুষম আলী (৩৮), মো. ওজদুল হকের ছেলে চাঁদ আলী (৩৭), হামিদুল ইসলামের ছেলে মো. ফারুক (২৭) ও মৃত আরশাদ আলীর ছেলে মো. আল আমিন (৫০)।
আরও পড়ুন: মেহেরপুরে ১০০ বোতল ফেনসিডিল জব্দ, ইউপি চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, ফেনসিডিলের একটি চালান ভারতীয় সীমান্ত পার হয়ে পাচারের উদ্দেশ্যে দারিয়াপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় জড়ো হয়েছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালনোর চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: মেহেরপুরে ১৯৭ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
২৬৫ দিন আগে
গাইবান্ধায় ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
গাইবান্ধায় ফেন্সিডিল কেনাবেচার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে র্যাবের দাবি।
শনিবার (৮ জুন) সকাল ৬টার দিকে সাদুল্লাপুর উপজেলার কাদেরের মোড় আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার আসামিরা হলেন- গোলাম রব্বানি ও খোরশেদ।
র্যাব-১৩ এর স্কোয়াড্রন লিডার উপপরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এসময় সিএনজিতে থাকা ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি আরও জানান, ফেনসিডিল পাচারকালে মাদক কারবারি গোলাম রব্বানি ও খোরশেদকে গ্রেপ্তার করা হয় এবং তাদের ব্যবহৃত সিএনজি রিকশাটিও জব্দ করা হয়।
মাহমুদ বশির আহমেদ জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামিদের গাইবান্ধার সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনের চোখ ফাঁকি দিয়ে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করছিলেন বলেও জানায় র্যাব।
২৮৭ দিন আগে
গাইবান্ধায় ১১৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
গাইবান্ধার পলাশবাড়ীতে ফেনসিডিল বহনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১১৮ বোতল ফেনসিডিল জব্দ করার দাবি করেছে র্যাব-১৩।
বুধবার(১৫ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
এসময় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
আরও পড়ুন: শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বকশীবাড়ী গ্রামের আবু তাহের সরদারের ছেলে মো. রেজাউল করিম এবং একই উপজেলার টেপা পলাশী গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. হাবিব মিয়া।
বিজ্ঞপ্তিতে স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান, মঙ্গলবার গভীর রাতে পলাশবাড়ী পৌর শহরের ব্রাক মোড়ের বাঁশকাটা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসায় র্যাব-১৩ গাইবান্ধার (সিপিসি-৩) সদস্যরা। রাতে লালমনিরহাট থেকে শুভ বসুন্ধরা নামে একটি বাসে তল্লাশি চালিয়ে ১১৮ বোতল ফেনসিডিল জব্দসহ ওই দুইজনকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন: সিলেটে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
৩১১ দিন আগে
বেনাপোলে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে দাবি র্যাবের।
আটক ব্যক্তি হলেন- পুটখালী গ্রামের হবিবার রহমানের ছেলে সুমন রহমান (৩৫)।
সোমবার (১৮ মার্চ) ভোরে সীমান্তের পুটখালী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে আটক করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুটখালী গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে মাদক ব্যবসায়ী সুমন রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার চাচাতো ভাইয়ের বাড়ির সিঁড়ির নিচে দুটি বস্তায় রাখা ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১০২ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
যশোর র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: বেনাপোলে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
৩৬৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৩
চাঁপাইনবাবগঞ্জে ৩২৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তিন যুবককে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শিকারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার আমনুরা টংপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে আশরাফ আলী (২৬) একই এলাকার মুনসুরের ছেলে খায়রুল ইসলাম (২২) ও অপরজন গোমস্তাপুর উপজেলার নামোকাঞ্চনতলা এলাকার তৈমুর আলীর ছেলে মাজেদুল ইসলাম (৩০)।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র মাদকের চালান পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শুক্রবার রাত ৯টার দিকে শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২৩ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
৪৫৫ দিন আগে
লালমনিরহাটে ১৮৩ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১
লালমনিরহাটের কালীগঞ্জে ১৮৩ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামে মাদককারবারীকে আটক করা হয়।
আটক মাদককারবারীর নাম আজাদ বলে জানা গেছে।
গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. মাসুদ রানা নেতৃত্বে একটি টিম লগাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদকের চালানটি জব্দ করে। এসময় ফেনসিডিলের তিনটি বস্তাসহ একজনকে আটক করা হলেও অপর তিনজন পালিয়ে যায়।
আরও পড়ুন: কুড়িগ্রামে মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিলল ফেনসিডিল
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির জানান, মালগাড়া এলাকার আজিমুদ্দিন এর ছেলে এনামুল হক, ইব্রাহিম আলীর ছেলে মমিন হোসেন অভিযানকালে পালিয়ে যায়। আটক আজাদকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যানুযায়ী মানিক মিয়ার মালগাড়ার বাড়িতে তল্লাশি করে ৯০ বোতল ফেনসিডিসহ মোট ১৮৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
পরে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।আরও পড়ুন: বেনাপোলে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
৪৫৬ দিন আগে