সিরাজগঞ্জে ফেনসিডিল বহনের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৪৪ বোতল ফেনিসিডিল জব্দের দাবি করেছে র্যাব।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কের সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১২।
গ্রেপ্তার আসামিরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খটশিংগা গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৫২), হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৩৫) ও দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেরভেড়ী গ্রামের বাসিন্দা মো. শাহানুর ইসলাম (২৪)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৩৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কের সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৪৪ বোতল ফেনসিডিলসহ চারটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।