মেহেরপুরের গাংনীতে ফেনসিডিল বহন করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার বামন্দী-দেবীপুর সড়কের মাঝখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকেরা হলেন- ওই উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের ভ্যানচালক মো. লালন হোসেন (২৫) ও একই এলাকার ওয়েল্ডিং মিস্ত্রি মো. শান্ত ইসলাম (১৭)।
আরও পড়ুন: বেনাপোলে মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বামন্দী পুলিশ ক্যাম্প উপপরিদর্শক (এসআই) মো. মহিবুল হক বলেন, ‘সোমবার বিকালে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বামন্দী সড়কের দেবীপুরে লালন হোসেন ও শান্ত ইসলাম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।’
এ সময় তাদের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ফেনসিডিল পাচার কাজে ব্যবহৃত পাখি ভ্যানটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: মেঘনায় ট্রলারসহ ৫০ মণ জাটকা জব্দ, আটক ৯