সিনেম্যাকিং
সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে ‘সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’- এর পর্দা উঠেছে। ৩ জানুয়ারি (সোমবার) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবারের উৎসবে বাংলাদেশসহ ১২১টি দেশের প্রায় এক হাজার চলচ্চিত্র জমা পড়েছিল, তার মধ্যে থেকে সিলেকশন কমিটি ৬০০ চলচ্চিত্র মনোনীত হয়। গত ১৭ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক জুরিরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনলাইনে তা বিচার করছেন। তাদের সিদ্ধান্ত আয়োজক কমিটির কাছে আসবে আগামি ৫ জানুয়ারি।
উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ৬ জানুয়ারি। সেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড তুলে দেবেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আরও পড়ুন: শুরু হচ্ছে ‘সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’
সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে- ফেস্টিভ্যাল প্রিমিয়ার হিসেবে মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল প্রযোজিত, অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।
সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও ‘বাংলা চলচ্চিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ‘চলচ্চিত্রে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ’, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং ভারত বাংলাদেশের বন্ধুত্বের সুবর্ণজয়ন্তী’ শিরোনামে ৩টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি (মঙ্গলবার)।
‘অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ’ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি। এছাড়াও থাকছে কিডস ডে, মনোনীত চলচ্চিত্র সমূহের পরিচালক ও কলাকুশলী পরিচিত, মাস্টার ক্লাস ও সাংস্কৃতিক পরিবেশনা।
আরও পড়ুন: বছরের শুরুতে নতুন লুক ও চমক নিয়ে আফরান নিশো
২ বছর আগে
পর্দা নামলো সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় পর্দা নামলো সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (সিআইএফএফ)।চলচ্চিত্র উৎসবটি গত ২৪ ডিসেম্বর শুরু হয়েছিল।
৩ বছর আগে
সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু ২৪ ডিসেম্বর
বিশ্বব্যাপী করোনা মহামারিতে সবার জন্য সুস্থ বিনোদন ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মাথায় রেখে ঢাকায় ২৪ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
৪ বছর আগে