চন্দনাইশ
চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সময় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হারলা নতুন বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু ওই এলাকার বেলাল উদ্দীনের মেয়ে জান্নাতুল মাওয়া মিম্পা(৯) ও জাকির হোসেনের মেয়ে নুসরাত জাহান ফারিয়া মিম্পা(৭)।
আরও পড়ুন: বিশ্বনাথে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
জান্নাতুল মাওয়া হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং নুসরাত পশ্চিম হারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, জান্নাতুল ও নুসরাত দুপুর সাড়ে ১২টার সময় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরবর্তীতে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে।
পরে নুসরাত ও জান্নাতুলের নিথর দেহ পুকুরে ভেসে উঠে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা বলেন, পানিতে ডুবে যাওয়া দুটি শিশুকে আনা হয়। তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
আরও পড়ুন: মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
রামুতে দুর্বৃত্তের গুলিতে বাবা-ছেলের মৃত্যু
৮ মাস আগে
চট্টগ্রামে ছোট ভাইয়ের বিরুদ্ধে ছুরিকাঘাতে বড় ভাই খুনের অভিযোগ
চট্টগ্রামের চন্দনাইশে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মোহাম্মদ মুছা (৫৫) খুনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ জুন) দুপুরে উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা ছগির পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মুছা ওই এলাকার মৃত আবদুল ওয়ারেছের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে মায়ের বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, অর্থ লেনদেনের বিষয় নিয়ে দুই ভাই মুছা ও আবদুল বায়েজের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল বায়েজ বড় ভাই মুছাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত স্থানীয় দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুছাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দোহাজারী পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর পরই বায়েজ পালিয়ে যায়। তাকে ধরার চেষ্টা চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু
চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
১ বছর আগে
চট্টগ্রামে নিখোঁজের ৩দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার, আটক ১
চট্টগ্রামের চন্দনাইশে নিখোঁজের তিনদিন পর মো. আরিফুল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. আরমান (২৭) নামে আরেক যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়ায় সালেহ আহমদ সওদাগরের পুকুর পাড়ের ঝোপের ভিতর থেকে বস্তাভর্তি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. আরিফুল ইসলাম উপজেলার পূর্ব ছৈয়দাবাদের ২ নম্বর ওয়ার্ডের উত্তর হাসিমপুরের মো. ইয়াকুব আলীর মেঝ ছেলে। দুই সন্তানের জনক আরিফুল পেশায় পিকআপ চালক ছিলেন।
আরও পড়ুন: মাগুরায় নিজ ঘর থেকে শিক্ষকের লাশ উদ্ধার
স্থানীয়ভাবে জানা গেছে, গত শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় শামসুল আলম চৌধুরীর কলোনির ভাড়াটিয়া মোহাম্মদ আব্দুল আজিজ (২৮) এর কাছ থেকে পাওনা টাকা আনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আরিফুল। পরে এ ঘটনায় তার ছোট ভাই মো. হামিদ বাদী হয়ে একটি নিখোঁজ জিডি করেন।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, নিহত আরিফুলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ফুলবাড়িতে অটোচালকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
২ বছর আগে
চট্টগ্রামে ছুরিকাঘাতে গৃহবধূ খুন, স্বামী পলাতক
চট্টগ্রামের চন্দনাইশে রেজিয়া বেগম (৫৪) নামের এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (৭ মে) রাতে উপজেলার পশ্চিম এলাহাবাদের বাতুয়ারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রেজিয়া একই এলাকার রিকশাচালক আব্দুস সাত্তারের স্ত্রী। ঘটনার পর থেকে আব্দুস সাত্তার পলাতক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গৃহবধূ রেজিয়া বেগম শনিবার রাতে তার বাড়িতে ছুরিকাহত হন। এসময় তার কান্নাকাটিতে স্থানীয়রা ছুটে আসেন। তারা রেজিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে মারা যান রেজিয়া।
আরও পড়ুন: বাড়ির ছাদ ধসে চট্টগ্রামে ১২ বছরের শিশু নিহতপরিচয় দিতে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানান, স্বামী-স্ত্রী দুজনই বয়স্ক। তাদের সাত সন্তানের মধ্যে ঘটনার সময় কেউ ঘরে ছিলেন না। আব্দুর সাত্তার মসজিদে মাগরিবের নামাজ পড়ে ঘরে ফেরার পর রাজিয়া বেগমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিয়া বেগমের হাতে ও পিঠে ছুরিকাঘাত করেন আব্দুর সাত্তার। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, রাতে ছুরিকাঘাতে এক গূহবধূর আহত হওয়ার খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। আজ ভোরে তিনি হাসপাতালে মারা যান। তার স্বামীও ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ভুক্তভোগীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক ‘খুন’
২ বছর আগে
চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও সন্তান নিহত হয়েছে।
৪ বছর আগে