চট্টগ্রামের চন্দনাইশে রেজিয়া বেগম (৫৪) নামের এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (৭ মে) রাতে উপজেলার পশ্চিম এলাহাবাদের বাতুয়ারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রেজিয়া একই এলাকার রিকশাচালক আব্দুস সাত্তারের স্ত্রী। ঘটনার পর থেকে আব্দুস সাত্তার পলাতক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গৃহবধূ রেজিয়া বেগম শনিবার রাতে তার বাড়িতে ছুরিকাহত হন। এসময় তার কান্নাকাটিতে স্থানীয়রা ছুটে আসেন। তারা রেজিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে মারা যান রেজিয়া।
আরও পড়ুন: বাড়ির ছাদ ধসে চট্টগ্রামে ১২ বছরের শিশু নিহত
পরিচয় দিতে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানান, স্বামী-স্ত্রী দুজনই বয়স্ক। তাদের সাত সন্তানের মধ্যে ঘটনার সময় কেউ ঘরে ছিলেন না। আব্দুর সাত্তার মসজিদে মাগরিবের নামাজ পড়ে ঘরে ফেরার পর রাজিয়া বেগমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিয়া বেগমের হাতে ও পিঠে ছুরিকাঘাত করেন আব্দুর সাত্তার। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, রাতে ছুরিকাঘাতে এক গূহবধূর আহত হওয়ার খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। আজ ভোরে তিনি হাসপাতালে মারা যান। তার স্বামীও ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ভুক্তভোগীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক ‘খুন’