কুকুর
ময়মনসিংহে কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
ময়মনসিংহ জেলার নান্দাইলে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় এক কুকুরের আক্রমণে ইজাজুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ মে) ভোরে পৌর শহরের চার আনিপাড়া নরসুন্দা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।
নিহতের ইজাজুল ইসলাম উপজেলার উত্তর শেরপুর এলাকার আজিজুল হকের ছেলে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩৪ জন আক্রান্ত
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোরে ইজাজুল বাসা থেকে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন।
পথে একদল কুকুর তাকে একা পেয়ে কামড়ে শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন করে ফেলে। এতে ঘটনাস্থলেই মারা যান ইজাজুল।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ইজাজুল প্রতিদিন ভোরে নামাজ পড়তে যান।
রবিবার নামাজে যাওয়ার সময় একা পেয়ে সাত থেকে আটটি কুকুর তার উপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই ইজাজুল মারা যান।
ওসি আরও বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে বজ্রপাতে ২ শিক্ষার্থীর মৃত্যু
চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটা শ্রমিক নিহত
৬ মাস আগে
পাওনা টাকার জন্য পিটিয়ে কুকুরের সঙ্গে বেঁধে রাখা হলো রিকশাচালককে
সাভারে পাওনা টাকার জন্য রবিউল ইসলাম নামে এক রিকশাচালককে মারধরের পর কুকুরের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
মঙ্গলবার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ভরালি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কয়েক ঘণ্টা পর পুলিশ নির্যাতনের শিকার ওই রিকশাচালককে উদ্ধার করে। তবে ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বিচারকের সঙ্গে অশোভন আচরণ: পিপির আইন পেশা পরিচালনার উপর এক মাসের নিষেধাজ্ঞা
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিউল ইসলাম স্ত্রী সন্তানদের নিয়ে তেঁতুলঝোড়ার ঋষিপাড়া এলাকায় বসবাস করে এবং রাজধানীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এক সময় তিনি রিকশায় করে ভরালি এলাকার ভাঙ্গারির ব্যবসায়ী মামুন মিয়ার মালামাল আনা-নেওয়া করতেন। ওই সময় মামুন মিয়ার কাছ থেকে রবিউল ৮০০ টাকা ধার নিয়েছিলেন। যা পরিশোধ না করেই জীবিকার তাগিদে তিনি রাজধানীতে চলে যান। সেই টাকার জন্যই মামুন রবিউলকে ধরে কুকুরের সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখেন।
রবিউল ইসলাম বলেন, আমি মঙ্গলবার সকাল সাতটার দিকে তেঁতুলঝোড়ার কাঁঠালতলা এলাকা দিয়ে যাচ্ছিলাম। মামুন সেখান থেকে আমারে ভরালি এলাকায় তার দোকানে নিয়ে যায়। এরপর মাইরধর কইরা আমারে কুকুরের সঙ্গে শিকল দিয়া বাইন্দা (বেধে) রাখে। বেলা ১টার দিকে পুলিশ আমারে উদ্ধার করে।
সাভারের চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (পরিদর্শক) রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে রবিউলকে পুলিশ উদ্ধার করেছে। কিন্তু ব্যবসায়ী মামুন গাঁ ঢাকা দেওয়ায় তাকে আটক করা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান বিএনপির
গাছ কাটা নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে কমিটি কেন নয়: হাইকোর্ট
৬ মাস আগে
কুকুর বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গায় কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুব উন্নয়নের সামনে এই দুর্টঘনা ঘটে।
নিহত আলামিন হোসেন (৩০) চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ার আব্দুল হালিমের ছেলে। তিনি পেশায় সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৯টার দিকে আলামিন মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে জাফরপুরে নিজ অফিসে যাচ্ছিলেন। পথের মধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুব উন্নয়নের সামনে পৌঁছালে মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে আসে। এ সময় কুকুরকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন থাকার এক ঘণ্টার মাথায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, মারাত্মক আহত অবস্থায় আলামিন নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছিলাম। ঘণ্টা খানেক পরেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। তার লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
৯ মাস আগে
কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোচালকের, আহত ৩
চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা এলাকায় কুকুরের প্রাণ বাঁচাতে পাশ কাটিয়ে যাওয়ার সময় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে এই ঘটনা ঘটে।
অটোরিকশা চালক মো. শাহ আলম ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের ব্যাপারীবাড়ির মৃত আইউব আলীর ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক উল্টে নিহত ১, আহত ২০
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে রূপসা বাজারে দিকে যাচ্ছিলেন। এ সময় সড়কে থাকা একটি কুকুরকে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা খায় অটোরিকশাটি। তাতে অটোরিকশাচালক শাহ আলমসহ অন্য যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ইউএনবিকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কর্ণফুলী এক্সপ্রেসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনের সংঘর্ষে আহত ৩
সিলেটে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, পুলিশ সদস্য আহত
৯ মাস আগে
লালমনিরহাটে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে অটো উল্টে চালক নিহত
লালমনিরহাটের কালীগঞ্জে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে অটো উল্টে চালক বলরাম রায় (৫২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোর এক যাত্রী।
রবিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাট হলমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে ট্রাকের ধাক্কায় আ. লীগ নেতা নিহত
নিহত অটোচালক বলরাম পার্শ্ববর্তী উপজেলার কমলাড়ী ইউনিয়নের চন্দনপাট হরিবালা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, অটোচালক বলরাম বাসা থেকে শিয়াল খোওয়া বাজারে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। অটোটি চাকলারহাট হলমোড়ে পৌঁছালে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। চালক অটোর নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে আশপাশে থাকা লোকজন দ্রুত উল্টে যাওয়া অটো সরিয়ে নেয়। তবে মাথায় আঘাতপ্রাপ্ত অটোচালক ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, নিহত অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কুমারখালীতে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত
গুলশানের নর্দায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
১ বছর আগে
বিশ্বের শীর্ষ ১০ পুলিশ কুকুরের প্রজাতি
মানুষের প্রতি অকৃত্রিম বিশ্বাস আর ভালোবাসার পাশাপাশি বৈচিত্র্যময় ক্ষমতা শুধুমাত্র পোষা প্রাণীর থেকেও অধিক গুরুত্বপূর্ণ করে তোলে কুকুরকে। আনুগত্যের সঙ্গে যখন এদের বিস্ময়কর বুদ্ধিমত্তা যোগ হয় তখন অনায়াসেই এরা মানুষের এমন সঙ্গীতে পরিণত হয়, যার কোনো বিকল্প হয় না। এদের মধ্যে বিশেষ কিছু কুকুরের অসাধারণ দক্ষতা রয়েছে। এগুলোকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নানা ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা সম্ভব। অপরাধীদের পিছু ছোটা থেকে শুরু করে লুকানো মাদকদ্রব্য উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ডে এরা অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। এগুলোর মধ্য থেকে বিশ্বের শীর্ষস্থানীয় ১০টি পুলিশ কুকুরের জাত সম্বন্ধে আলোচনা করা হয়েছে এই নিবন্ধে। চলুন, যে বৈশিষ্ট্যগুলোর কারণে কুকুরগুলোকে অন্য সব প্রজাতিদের থেকে আলাদা- তা জেনে নেওয়া যাক।
পৃথিবীর ১০টি সেরা পুলিশ কুকুরের জাত
জার্মান শেফার্ড
১৮৯৯ সাল থেকে বিভিন্ন জার্মান কুকুর ব্যবহার করে এই জাতটি তৈরি করেছিলেন ম্যাক্স ভন স্টেফানিৎস। সে সময় ভেড়া পালনের উদ্দেশ্যে তৈরি এই কুকুর পরে যেকোনো কিছু খুঁজে বের করা ও উদ্ধারসহ পুলিশের নানা কাজে ব্যবহার করা হয়েছে। যুক্তরাজ্যে অ্যালসেশিয়ান নামে বহুল পরিচিত এই জাত এমনকি যুদ্ধেও অংশ নিয়েছিল।
এই জাতের উচ্চতা পুরুষ কুকুরের ক্ষেত্রে ৬০ থেকে ৬৫ সেন্টিমিটার এবং স্ত্রী কুকুরের বেলায় ৫৫ থেকে ৬০ সেন্টিমিটার। পুরুষ জার্মান শেফার্ডের ওজন ৩০ থেকে ৪০ কেজি, আর স্ত্রী কুকুরের ওজন হয় ২২ থেকে ৩২ কেজি।
বিফ ওরফে ব্রায়ান নামের শেফার্ড ১৯৪৭-এর ২৯ মার্চ ১৩তম ল্যাঙ্কাশায়ার ব্যাটালিয়ান প্যারাট্রুপারদের কাজে সহায়তা করেছিল।
শেফার্ডরা এখনও সহায়ক ভূমিকা পালন করে মৃতদেহ অনুসন্ধান, মাদকদ্রব্য শনাক্তকরণ, বিস্ফোরক শনাক্তকরণ এবং মাইন শনাক্তকরণের কাজে।
বিশ্ব জুড়ে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত অ্যালসেশিয়ান সরবরাহকারী প্রসিদ্ধ নিরাপত্তা পরিষেবা প্রতিষ্ঠানগুলো হলো ডেনমার্কের এজেন্সি গার্ড ডগ পেট্রোল, ব্রিটিশ কোম্পানি আন্তর্জাতিক ভিআইপি বডিগার্ড (আইভিআইপিবি) লিমিটেড এবং যুক্তরাজ্যের স্পার্টা সিকিউরিটি গ্রুপ।
আরও পড়ুন: কেক ও বিস্কুট খাওয়ার ক্ষতিকর দিক: বিকল্প কিছু স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার
বেলজিয়ান ম্যালিনোইস
শনাক্তকরণ, গার্ড, গাইডসহ নানা পুলিশি কর্মকাণ্ডের জন্য সহায়ক এই কুকুর বিভিন্ন নামে পরিচিত। সেগুলোর মধ্যে বেলজিয়ান শেপডগ, বেলজিয়ান শেফার্ড বা চিয়েন ডি বার্জার বেলজ নামগুলো সর্বাধিক পরিচিত।
এই জাতটি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের পর থেকে আজ অবধি সামরিক কাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে।
এই জাতের মধ্যে পুরুষ কুকুরগুলো সাধারণত ৬০ থেকে ৬৬ সেন্টিমিটার আর স্ত্রীগুলো ৫৬ থেকে ৬২ সেন্টিমিটার হয়ে থাকে। ওজনে একটি পুরুষ কুকুর ২৫ থেকে ৩০ কেজির কাছাকাছি আর স্ত্রী কুকুর প্রায় ২০ থেকে ২৫ কেজি পর্যন্ত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর ওকেটজ ইউনিট, অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী এবং ক্রুগার ন্যাশনাল পার্কের অ্যান্টি-পাচিং ক্যানাইন ইউনিট ম্যালিনোইসদের ব্যবহার করে থাকে।
অস্ট্রেলিয়ান আর্মিদের আফগানিস্তানে যুদ্ধের সময় একজন বিদ্রোহীকে বন্দি করার কাজে সহায়তার জন্য কুগা নামের ম্যালিনোইসকে ডিকিন পদক দেওয়া হয়।
ম্যালিনোইসদের মতো পুলিশ কুকুরদের পরিষেবা দানকারী প্রখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো হলো- যুক্তরাজ্যের আইভিআইপিবি ও আমেরিকার ইন্টিগ্রিটি কেনাইন পরিষেবা।
আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি ১০ কফি
ব্লাডহাউন্ড
প্রখর ঘ্রাণশক্তি সম্পন্ন শিকারীদের মধ্যে হাউন্ডের কোনো জুড়ি নেই। হরিণ, বন্য শুয়োর, খরগোশ শিকারের জন্য এদের প্রজনন শুরু হয়েছিল সেই মধ্যযুগে।
সর্বপ্রথম কে এই জাতটি তৈরি করেছিল তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কিন্তু আনুমানিক ১০০০ খ্রিস্টাব্দে বেলজিয়ামের সেন্ট-হুবার্ট মঠে সন্ন্যাসীদের হাতে এর প্রথম জাতের জন্ম।
এখনও সারা বিশ্বে হাউন্ডদের ব্যবহার করা হয় আইন প্রয়োগকারীদের পলায়নরত বন্দি, নিখোঁজ ব্যক্তি ও হারিয়ে যাওয়া পোষা প্রাণীদের খুঁজে বের করতে।
একটি পুরুষ হাউন্ডের ওজন ৪৬ থেকে ৫৪ কেজি এবং স্ত্রী হাউন্ডের ওজন হয়ে থাকে ৪০ থেকে ৪৮ কেজি। পুরুষ কুকুর উচ্চতায় ৬৪ থেকে ৭২ সেস্টিমিটার হয়, যেখানে স্ত্রী কুকুরগুলো ৫৮ থেকে সর্বোচ্চ ৬৬ সেস্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।
ইউএস আর্মির ৬১৫-তম মিলিটারি পুলিশ কোম্পানির মাসকট হলো একটি ব্লাডহাউন্ড। আইভিআইপিবি প্রতিষ্ঠান উচ্চ প্রশিক্ষিত ব্লাডহাউন্ড সরবরাহ করে থাকে।
আরো পড়ুন: বিশ্বের সেরা ১০ মনোমুগ্ধকর জলপ্রপাত
বক্সার
জার্মানিতে গড়ে ওঠা এই ম্যাস্টিফ জাতটি তৈরি করা হয়েছিল ওল্ড ইংলিশ বুলডগ এবং বর্তমানে বিলুপ্ত বুলেনবিসারের প্রজনন থেকে। বক্সাররা ব্র্যাচিসেফালিক হয়ে থাকে, অর্থাৎ এদের চওড়া অথচ ছোট মাথার খুলি থাকে।
একটি পুরুষ বক্সারের উচ্চতা ৫৬ থেকে ৬৪ সেন্টিমিটার আর স্ত্রী কুকুরের উচ্চতা ৫৩ থেকে ৬১ সেন্টিমিটার। পুরুষ বক্সার ওজনে ৩০ থেকে ৩২ কেজি হয়, অন্যদিকে স্ত্রী বক্সারের ওজন ২৫ থেকে ২৭ কেজির মধ্যে থাকে।
ধৈর্যশীলতা, শিশুদের প্রতি উৎসাহী ও সুরক্ষামূলক হওয়ার কারণে বক্সাররা বাচ্চাদের সঙ্গে খুব তাড়াতাড়ি সখ্য করে নিতে পারে।
সামরিক সংঘাতে দায়িত্ব পালনের সময় বীরত্বের জন্য পাঞ্চ ও জুডি নামে বক্সার জুটিকে ডিকিন পদক দেওয়া হয়েছিল। আইভিআইপিবির পুলিশ কুকুর সেবার মধ্যে এই বক্সাররাও আছে।
আরো পড়ুন: মানুষের পরে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ১০ প্রাণী
ডোবারম্যান পিনসার
১৮৯০ সালের দিকে লুই ডোবারম্যান নামে জার্মানির এক কর সংগ্রাহক তৈরি করেছিলেন এই কুকুরের জাতটি। দৃঢ়চেতা ও অনুগত ডোবারম্যান বুদ্ধিমান, সতর্ক ও রক্ষক কুকুর হিসেবে পরিচিত।
পুরুষ কুকুরগুলো যেখানে ৬৮ থেকে ৭২ সেন্টিমিটার, স্ত্রী কুকুরগুলো সেখানে ৬৩ থেকে ৬৮ সেন্টিমিটারের হয়ে থাকে। পুরুষ ডোবারম্যানের আদর্শ ওজন ৪০ থেকে ৪৫ কেজি এবং স্ত্রীগুলো ৩২ থেকে ৩৫ কেজির হয়ে থাকে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রহরী কুকুর হিসেবে ব্যবহৃত হওয়ার পর থেকে এরা জনপ্রিয় হতে শুরু করে।
ক্যাপি নামের ডোবারম্যান জাপানি সৈন্যদের ব্যাপারে সতর্ক করে জীবন বাঁচিয়েছিল ২৫০ জন মার্কিন মেরিনদের। যুদ্ধে নিহত হওয়া কুকুরদের মধ্যে প্রথম সমাধিস্থ করা হয় কার্ট নামে এক ডোবারম্যানকে। সেটি পরে বিশাল এক সমাধি ক্ষেত্রে পরিণত হয়। সেখানকার স্মৃতিস্তম্ভে কার্ট ও ক্যাপিসহ আরও ২৩টি ডোবারম্যানের নাম খোদাই করা আছে।
আইভিআইপিবির নিরাপত্তা কুকুর পরিষেবায় এই কুকুরটিও অন্তর্ভুক্ত আছে।
আরও পড়ুন: বিশ্বসেরা ১০ পিরামিড: চিরন্তন কিংবদন্তির খোঁজে
১ বছর আগে
গুলিস্তানে বিস্ফোরণ: বীরত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পুরস্কার পেল র্যাবের কুকুর
রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর উদ্ধার অভিযানে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি কুকুরকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান জানিয়েছেন, বাংলাদেশে প্রথমবারের মতো র্যাবের ডগ স্কোয়াডের সদস্য ‘চিতা’ তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য র্যাব মহাপরিচালক পুরস্কার পেয়েছে।
আরও পড়ুন: আখাউড়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২
তিনি বলেন, এর আগে গত ৭ মার্চ ভয়াবহ বিস্ফোরণের পর র্যাবের ডগ স্কোয়াডের তিনটি দল এলিট ফোর্সের অন্যান্য সদস্যদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয়।
ইমরান খান আরও বলেন, ক্ষতিগ্রস্ত ভবন থেকে তিনটি লাশ উদ্ধারে কুকুরটির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এর আগে, ৭ মার্চ রাজধানীর গুলিস্তান এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের কাছে ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হন।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে পাগলা কুকুরের কামড়ে আহত ২০
পরিবেশের ভারসাম্য রক্ষায় সেন্টমার্টিন থেকে কুকুর পুনর্বাসনের উদ্যোগ, প্রাণিবান্ধব সংগঠনের বাধা
১ বছর আগে
চট্টগ্রামে কুকুরের মুখ থেকে নবজাতকের লাশ উদ্ধার!
চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সিআরবি শহীদ মিনারের পাশে থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খুমেক হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
তিনি বলেন, সকালের দিকে অজ্ঞাত কিছু লোক সিআরবি শহীদ মিনারের পাশে নবজাতককে পুঁতে রেখে চলে যায়। কয়েকঘন্টা পরে কুকুর মাটি খুঁড়ে নবজাতকের লাশটি তুলে নেয়ার চেষ্টা করে।
তিনি আরও বলেন, লোকজন কুকুর তাড়িয়ে তার মুখ থেকে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
পরে বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। তবে এখনো নবজাতকের পরিচয় শনাক্ত হয়নি।
আরও পড়ুন: মতলবে ভুট্টাখেত থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
কক্সবাজারে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় চট্টগ্রামে স্বামী আটক
১ বছর আগে
দিনাজপুরে কুকুরের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ২
দিনাজপুরের কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী দুই যুবক।
এ সময় কুকুরটিও মারা যায়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নভেম্বরে দুর্ঘটনায় ৭০৯ জন নিহত, ৮৪০ জন আহত
নিহত দু’জন হলেন নীলফামারীর সৈয়দপুরের হাওলাদারপাড়া মৃত সামদাদ মিয়ার ছেলে শাহিন মিয়া (৪০) ও একই এলাকার সাহেবপাড়ার বাসিন্দা মজনু মিয়ার ছেলেম শহিদ মিয়া (৩৫)।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানন, সৈয়দপুর থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাবার সময় দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের কাহারোলের ১৩ মাইল গড়েয়া এলাকায় কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিয়ন্ত্রণ হারান চালক। এতে দুর্ঘটনাস্হলে মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১ বছর আগে
চাঁদপুরে কুকুড়ের কামড়ে আহত ২৩
চাঁদপুর জেলা শহর ও আশপাশের ইউনিয়নগুলোতে কুকুরের কামড়ে ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
গত ১৭ জুন থেকে ২৫ জুন পর্যন্ত এই ৯ দিনে কুকুরের কামড়ে আহতরা চিকিৎসা নিতে চাঁদপুর সরাকারি জেনারেল হাসপাতালে এসেছে এবং চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা আহতদের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চাঁদপুরে কুকুরের কামড়ে আহত ২০
আহতরা হলেন- সুফিয়া বেগম (৭০), ফারজানা (৬০), মাহিন উদ্দিন (৩২), মামুন (৫৫), কাকলি (৫০), মাকসুদা বেগম (৪০), মিনহাজ (২০), রফিক তালুকদার (২০), রেনু বেগম (৫০), তামিম আরাফাত (১৬), শামিম (২০), হাসিব (৯), ইতি (৩), রুপালী (১০), খাদিজা (২২), নাইম (১৪), রাজু (১৯), আল আমিন (১১), সানজিদা (৭), নুরু খান (৬), মানহা (৬), আরিসা (২), ও মামুন (১৬)। তারা সদর উপজেলার নতুনবাজার, পুরানবাজার, রঘনাথপুর, বহরিয়া, আশপাশ এলাকা ও বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: আখাউড়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে প্রচুর পরিমাণ ভ্যাকসিন রয়েছে। তবে কুকুরে কামড়ালে প্রথমে ক্ষতস্থানে সোডা জাতীয় সাবান দিয়ে পরিষ্কার করার জন্য আহত রোগীকে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
২ বছর আগে