ময়মনসিংহ জেলার নান্দাইলে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় এক কুকুরের আক্রমণে ইজাজুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ মে) ভোরে পৌর শহরের চার আনিপাড়া নরসুন্দা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।
নিহতের ইজাজুল ইসলাম উপজেলার উত্তর শেরপুর এলাকার আজিজুল হকের ছেলে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩৪ জন আক্রান্ত
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোরে ইজাজুল বাসা থেকে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন।
পথে একদল কুকুর তাকে একা পেয়ে কামড়ে শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন করে ফেলে। এতে ঘটনাস্থলেই মারা যান ইজাজুল।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ইজাজুল প্রতিদিন ভোরে নামাজ পড়তে যান।
রবিবার নামাজে যাওয়ার সময় একা পেয়ে সাত থেকে আটটি কুকুর তার উপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই ইজাজুল মারা যান।
ওসি আরও বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে বজ্রপাতে ২ শিক্ষার্থীর মৃত্যু