রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকায় মঙ্গলবার দ্রুতগামী ট্রেনের কাটা পড়ে জীবন বীমা কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাইদুল আলম (৫৭) জীবন বীমা করপোরেশনের জুনিয়র কর্মকর্তা। তিনি ঢাকার কেরানীগঞ্জ তেঘুরিয়া এলাকার এবিএম শফিউল্লাহর ছেলে।
তাকে নিয়ে আসা শহিদুল ইসলাম ও সিয়াম নামের দুই পথচারী জানান, ওই স্থানে দুটি রেললাইনের মধ্য দিয়ে হাঁটার সময় তিনি কমলাপুরগামী একটি ট্রেন ও কমলাপুর থেকে ছেড়ে যাওয়া আরেকটি ট্রেনের মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ে থানায় জানানো হয়েছে।
নিহতের ছেলে আসিফুল আলম জানান, তার বাবা জীবন বীমা করপোরেশনে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সকালে কেরানীগঞ্জের বাসা থেকে কাজের উদ্দেশে বের হন তিনি। পরে মোবাইলে দুর্ঘটনার খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসে জানতে পারি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু