দমকলকর্মী
বগুড়ার মোটরসাইকেল দুর্ঘটনায় দমকলকর্মী নিহত
বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল হোসেন নামে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক কর্মী নিহত হয়েছেন।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পাকরাইল এলাকায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত
নিহত জুয়েল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, জুয়েল বুধবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। দুপচাঁচিয়া উপজেলার পাকরাইল এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান।
এ সময় পেছনে আসা আক্কেলপুরগামী অপর একটি মোটরসাইকেলের চালক তার মাথার ওপর দিয়ে চলে যান। এতে জুয়েল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জুয়েল হোসেন বলেন, এ বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: ‘আমার জন্য দোয়া করো’, মাকে বলা সর্বশেষ কথা দমকলকর্মী শাকিলের
ফিলিপাইনে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৯
৪৮১ দিন আগে
তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫
তুরস্কের কর্তৃপক্ষ রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত হওয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে তুরস্কের ২৫০ কিলোমিটার দূরবর্তী দক্ষিণাঞ্চলে।
ডেরিকের পশ্চিমের প্রদেশ মার্ডিনে দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে সহযোগিতা করার জন্য জড়ো হওয়া উদ্ধারকারী দলকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। প্রথম দুর্ঘটনাটি ঘটে মহসড়কের গাজিয়ান্তেপ ও নিজিপি’র মাঝামাঝি জায়গায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সোয়াইলু বলেন, দ্বিতীয় দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে তিনজন দমকল কর্মী, দুইজন স্বাস্থ্যসহকারী এবং দুইজন সাংবাদিক রয়েছে। আর বাকি আটজন বাসযাত্রী।
আরও পড়ুন: ইবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০০টি স্কলারশিপ দিবে তুরস্ক
সংবাদ সংস্থা দ্যা ইলহাস জানায়, প্রথম দুর্ঘটনায় আহতদের সাহায্য করতে গিয়ে তাদের প্রাইভেটকার সড়ক থেকে নিচে পড়ে দুইজন সাংবাদিক নিহত হয়েছেন।
টেলিভিশনের ফুটেজে দেখানো হয়েছে, মহাসড়কে বাসের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্সের সামনের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গজনির গভর্নর দাভুত গুল বলেন, দ্বিতীয় দুর্ঘটনায় ২২ জন আহত হয়েছেন।
শনিবার বিকালে আরেকটি দুর্ঘটনা ঘটে। ডেরিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে একটি গ্যাস স্টেশনের কাছে অপর দুটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়।
ওইদিন বিকালেই ব্রেক ফেল করে একটি ট্রাক প্রথম দুর্ঘটনাটির দৃশ্য দেখতে জমায়েত হওয়া মানুষের ওপর উঠে যায়।
এ বিষয়ে সোয়াইলু বলেন, এই দুর্ঘটনায় ২০ জন মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৬ জন। এরমধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। দুইজন চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও তিনি জানান।
তুরস্কের সড়ক নিরাপত্তার রেকর্ড খুব দুর্বল। সরকারি তথ্যমতে, গতবছর সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: সুফিবাদের তীর্থস্থান হিসেবে তুরস্কের সাথে সিলেটের মিল রয়েছে: রাষ্ট্রদূত
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক
৯৫৩ দিন আগে
‘আমার জন্য দোয়া করো’, মাকে বলা সর্বশেষ কথা দমকলকর্মী শাকিলের
মায়ের কাছে দোয়া চেয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন নেভানোর অভিযানে যোগ যেন দমকলকর্মী শাকিল তরফদার। সর্বশেষ ফোনে তিনি মাকে বলেন, ‘আমার জন্য দোয়া করো’।
শনিবার রাতের ভয়াবহ এ আগুনে মারা যাওয়া ৯ জন ফায়ার সার্ভিস-কর্মীর মধ্যে শাকিলও একজন। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া গ্রামের সাত্তার তরফদার ও জেসমিন বেগমের ছেলে।
শাকিল তরফদার তিন বছর আগে সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসে যোগ দেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
তিনি মাকে সর্বশেষ ফোনে জানান, ঈদুল আজহায় বাসায় আসবেন এবং খুলনা জোনের মনিরামপুর ফায়ার সার্ভিস কার্যালয়ে যোগ দেবেন। কিন্তু শাকিলের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের স্বপ্ন ভেঙ্গে যায়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৯
ছেলের মৃত্যুর খবর শুনে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন শাকিলের মা।
বড় ভাই মনি তরফদার লাশ আনতে চট্টগ্রামে গেলেও এখনো তার ভাইয়ের লাশ পাননি।
সুখদাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, শাকিল ২০১৯ সালের ২০ জানুয়ারি ফায়ার সার্ভিসে যোগ দেন এবং তখন থেকে সীতাকুণ্ডের কুমিরা কার্যালয়ে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে শ্রম মন্ত্রণালয়
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আনিসুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অগ্নিকাণ্ড নিয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের জানান, এ ঘটনায় নিহতের সংখ্যা ৪৯ জনে পৌঁছেছে এবং নিহতদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের সদস্য।
এছাড়া ১২ জন দমকলকর্মী এখনো নিখোঁজ রয়েছেন বলে রবিবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান শিকদার জানিয়েছেন।
১০২৯ দিন আগে
নাজিরাবাজারে গ্যাস লাইন বিস্ফোরণ: আহত ৩
পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় সোমবার রাতে রান্নার গ্যাসের লাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। রাত পৌনে ১টার দিকে ওসমান গণি রোডের (আলুবাজার) পাঁচতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,কমল (৩৫), সেলিনা (৩০) ও বন্যা (৭)। তারা নিচতলায় একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার (মিডিয়া), রাফি আল ফারুক জানান, দমকলকর্মীরা আহতদের উদ্ধারের পর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ১১
তিনি জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় ভোর ৩টা ৫৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিউটি অফিসার আরও জানান, বিস্ফোরণের সময় ওই তলার একটি দেয়াল ধসে পড়ে এবং অন্যগুলো ক্ষতিগ্রস্ত হয়।
ভবনের অন্য বাসিন্দারা নিরাপদে আছেন এবং ভবনেই অবস্থান করছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
আরও পড়ুন: রাজধানীর আরকে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৩
১২০৩ দিন আগে
বঙ্গবাজারে অগ্নি অনুশীলন করেছে ফায়ার সার্ভিস
আন্তর্জাতিক অগ্নি প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকার বঙ্গবাজার মার্কেটে একটি অগ্নি অনুশীলন করেছে ফায়ার সার্ভিস।
শনিবার সকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই কর্মসূচির আয়োজন করে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ঢাকা বিভাগ), দিনমোনি শর্মা ঘণ্টাব্যাপী এই অনুশীলনের নেতৃত্ব দেন।
আরও পড়ুন: নিজের বাইকে আগুন দিলেন ক্ষুব্ধ রাইড শেয়ারিং চালক
সাতটি ফায়ার স্টেশনের প্রায় ২০টি ইউনিট এই কর্মসূচিতে অংশ নিয়েছিল। এছাড়া দোকানের মালিক এবং নিরাপত্তারক্ষীসহ স্থানীয় কিছু লোকও এই কর্মসূচিতে যোগ দেন।
উল্লেখ্য, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৯ অক্টোবর অগ্নি প্রতিরোধ দিবস পালন করা হয়। যারা জরুরী পরিস্থিতিতে মানুষকে রক্ষা করে সেসব দমকলকর্মীদের কাজকে এই উদযাপন স্বীকৃতি দেয়।
আরও পড়ুন: পটুয়াখালীতে আগুনে পুড়ল ৭০ দোকান
১২৬৯ দিন আগে
ক্যালিফোর্নিয়ায় দাবানল: রেকর্ড ২০ লাখ একর ব্নভূমি পুড়ে ছাই
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে এ বছর রেকর্ড ২০ লাখ একর বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে মার্কিন বন বিভাগ।
১৬৬৫ দিন আগে
বৈরুত বন্দরে এখনও বিপজ্জনক রাসায়নিক রয়ে গেছে: বিশেষজ্ঞ
লেবাননে গত সপ্তাহে ভয়ংকর বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া বৈরুত বন্দরে এখনও কমপক্ষে ২০ ধরনের সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিকের কনটেইনার আছে বলে ফ্রান্সের দমকলকর্মী দলের এক সদস্য জানিয়েছেন।
১৬৯৩ দিন আগে
নীরব ঘাতক সেপটিক ট্যাংক থেকে বাঁচার উপায়
ঢাকা, ০২ আগস্ট (ইউএনবি)- সেপটিক ট্যাংক, এমনকি পানির ট্যাংক পরিষ্কার করতে যেয়ে প্রায়ই মানুষ প্রাণ হারাচ্ছে। অসাবধানতাবসত কাজ করতে গিয়ে এবং ট্যাংকের ভিতরে বিষাক্ত গ্যাসের কারণে নিহত হচ্ছেন তারা।
২০৬৮ দিন আগে
কচুয়ায় জরাজীর্ণ ভবনে চলছে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম
চাঁদপুর, ২৬ জুলাই (ইউএনবি)- জেলার কচুয়া উপজেলা সদরে অবস্থিত কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনটি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি নিয়েই কাজ করছেন দমকল কর্মীরা।
২০৭৫ দিন আগে