আন্তর্জাতিক অগ্নি প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকার বঙ্গবাজার মার্কেটে একটি অগ্নি অনুশীলন করেছে ফায়ার সার্ভিস।
শনিবার সকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই কর্মসূচির আয়োজন করে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ঢাকা বিভাগ), দিনমোনি শর্মা ঘণ্টাব্যাপী এই অনুশীলনের নেতৃত্ব দেন।
আরও পড়ুন: নিজের বাইকে আগুন দিলেন ক্ষুব্ধ রাইড শেয়ারিং চালক
সাতটি ফায়ার স্টেশনের প্রায় ২০টি ইউনিট এই কর্মসূচিতে অংশ নিয়েছিল। এছাড়া দোকানের মালিক এবং নিরাপত্তারক্ষীসহ স্থানীয় কিছু লোকও এই কর্মসূচিতে যোগ দেন।
উল্লেখ্য, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৯ অক্টোবর অগ্নি প্রতিরোধ দিবস পালন করা হয়। যারা জরুরী পরিস্থিতিতে মানুষকে রক্ষা করে সেসব দমকলকর্মীদের কাজকে এই উদযাপন স্বীকৃতি দেয়।
আরও পড়ুন: পটুয়াখালীতে আগুনে পুড়ল ৭০ দোকান