ব্যাডমিন্টন
কুমিল্লায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে যুবককে খুনের অভিযোগ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়া সদরে ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সঙ্গে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চর থাপ্পড় মারেন। সানাউল্লাহ বড় ভাই সফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে কথা-বার্তার এক পর্যায়ে হৃদয়ের নেতৃত্বে ৭ থেকে ৮ জন শফিউল্লাহকে ছুরিকাঘাত করেন।
স্থানীয়রা শফিউল্লাহকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।
নিহত সফিউল্লাহর বাবা এরশাদ মিয়া বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ও তার সহযোগীরা ছুরিকাঘাতে খুন করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শফিউল্লাহকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় এখানো কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: জাহাজে ৭ খুনের মামলায় ৭ দিনের রিমান্ডে ইরফান
৭৯ দিন আগে
গোয়ালন্দে ব্যাডমিন্টন খেলতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা মাঠে রবিবার (৩১ ডিসেম্বর) রাতে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলা অবস্থায় পড়ে গিয়ে মারা যান পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মুন্সী (৫৯)।
রাতেই তার লাশ রাজবাড়ীর পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
তার বাড়ি পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের মৃত আসত মুন্সীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, রবিবার রাত ৯টার দিকে পুলিশের বিশেষ শাখার এসআই মো. মনিরুজ্জামান মুন্সীসহ থানা পুলিশের আরো ২ জন এসআই এবং একজন কনস্টেবল থানার মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলায় বিপরীত পক্ষের ছোড়া বল ঠেকাতে গিয়ে তিনি পেছনের দিকে ঘুরতেই পা পিছলে মাঠে পড়ে যান।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সহকর্মীরা তার মাথায় পানি ঢেলে সুস্থ্য করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই তার অবস্থার অবনতি হয়। এ সময় তিনি (উত্তম কুমার ঘোষ) তার কার্যালয়ে বসে কাজ করতে ছিলেন। সহকর্মীদের চিৎকার শুনে তিনি দৌড়ে মাঠে গিয়ে দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মনিরুজ্জামান মুন্সীকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শরীফুল ইসলাম জানান, রাত ৯টার দিকে পুলিশের ওই কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা শেষে বোঝা যায়, হাসপাতালে আনার আগেই তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
উত্তম কুমার ঘোষ বলেন, তাৎক্ষনিকভাবে বিষয়টি রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। মনিরুজ্জামানের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মনিরুজ্জামান মুন্সীর মার্চে অবসরে যাওয়ার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে রয়েছে।
আরও পড়ুন: সিলেটে পুলিশ কর্মকর্তার বাসায় মিলল গৃহকর্মীর লাশ
চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
৪৪০ দিন আগে
সীতাকুণ্ডে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর খুন, আটক ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সহপাঠীদের হাতে খুন হয়েছে ইমন (১৫) নামে এক কিশোর। ঘটনার পরপরই অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ ডিসেম্বর) রাত ১১টায় উপজেলার ১০ সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ৩ নম্বর সমাজ এলাকায় এ ঘটনা ঘটে।
ইমন ওই এলাকার সবুজ মিয়ার ছেলে।
আটকেরা হলেন-ওই এলাকার কালা বাচ্চুর ছেলে সুজন (১৭), বাবুল মিয়ার ছেলে ফারুক (১৫) এবং মৃত বোরহান উদ্দিনের ছেলে মুন্না (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলার সময় কথাকাটাকাটির এক পর্যায়ে তিন বন্ধু মিলে ব্যাট দিয়ে ইমনকে মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। তাদের এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’
আরও পড়ুন: সীতাকুণ্ডে দুই ঘণ্টার ব্যবধানে ২ জন খুন
সীতাকুণ্ডে বিএনপি নেতাকে গুলি করে হত্যার অভিযোগ
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সীতাকুণ্ড আসনের এমপি দিদার
৪৪৭ দিন আগে
দক্ষিণ এশিয়া অনূর্ধ্ব-১৫ ব্যাডমিন্টন: গালিব-মুস্তাকিম জুটির শিরোপা জয়
সাউথ এশিয়ান অনূর্ধ্ব-১৫ আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ -২০২২ এ বাংলাদেশের শাটলার এসএসএম সিফাত উল্লাহ গালিব এবং মুস্তাকিম হোসেন (ছেলেদের) জুটি চ্যাম্পিয়ন হয়েছেন।
শনিবার ভারতের আসামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তারা এ জয় তুলে নেয় তারা।
আসরের ফাইনালে ভারতীয় জুটি গার্গ অভিনব এবং কৌন্ডিল্য প্রতীককে হারিয়ে অনূর্ধ্ব-১৫ শিরোপা জিতেছে বাংলাদেশি জুটি।
বয়েজ অনূর্ধ্ব-১৭ দুই বাংলাদেশি শাটলার নাজমুল ইসলাম জয় ও শহীদ আহমেদ তৃতীয় হয়েছেন।
ব্যাডমিন্টন এশিয়ার আয়োজনে ছয়টি দক্ষিণ এশিয়ার দেশ- ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ অংশ নেয়।
আরও পড়ুন: বিএফএসএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
শেষ হলো শেখ মনি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
কুবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন পরিসংখ্যান বিভাগ
ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধে স্কুলছাত্র খুন
৮৯৭ দিন আগে
বিএফএসএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ) ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি চত্বরে টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাডমিন্টন খেলা শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী একটি খেলা।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারির এই সময়ে আমাদের শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য চিকিৎসকরা শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের তাগিদ দিচ্ছেন। এক্ষেত্রে ব্যাডমিন্টনের মতো খেলা শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। দাপ্তরিক অনেক কাজের মধ্যেও ফরেন সার্ভিস এ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, কোভিড-১৯ আসার পরে ২০২০ সালে আমাদের উপলব্ধি হয়েছে, কোভিড থেকে নিজেকে নিরাপদ রাখার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে; শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। আর এজন্য শারীরিক ব্যায়াম; বিশেষ করে খেলাধুলার বিকল্প নেই।
আরও পড়ুন: শেখ রাসেল মেমোরিয়াল র্যাপিড দাবা টুর্নামেন্ট আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের
১১৪৩ দিন আগে
শেষ হলো শেখ মনি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
শেষ হলো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি স্মরণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
১৫৪৯ দিন আগে