রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা মাঠে রবিবার (৩১ ডিসেম্বর) রাতে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলা অবস্থায় পড়ে গিয়ে মারা যান পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মুন্সী (৫৯)।
রাতেই তার লাশ রাজবাড়ীর পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
তার বাড়ি পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের মৃত আসত মুন্সীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, রবিবার রাত ৯টার দিকে পুলিশের বিশেষ শাখার এসআই মো. মনিরুজ্জামান মুন্সীসহ থানা পুলিশের আরো ২ জন এসআই এবং একজন কনস্টেবল থানার মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলায় বিপরীত পক্ষের ছোড়া বল ঠেকাতে গিয়ে তিনি পেছনের দিকে ঘুরতেই পা পিছলে মাঠে পড়ে যান।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সহকর্মীরা তার মাথায় পানি ঢেলে সুস্থ্য করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই তার অবস্থার অবনতি হয়। এ সময় তিনি (উত্তম কুমার ঘোষ) তার কার্যালয়ে বসে কাজ করতে ছিলেন। সহকর্মীদের চিৎকার শুনে তিনি দৌড়ে মাঠে গিয়ে দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মনিরুজ্জামান মুন্সীকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শরীফুল ইসলাম জানান, রাত ৯টার দিকে পুলিশের ওই কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা শেষে বোঝা যায়, হাসপাতালে আনার আগেই তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
উত্তম কুমার ঘোষ বলেন, তাৎক্ষনিকভাবে বিষয়টি রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। মনিরুজ্জামানের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মনিরুজ্জামান মুন্সীর মার্চে অবসরে যাওয়ার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে রয়েছে।