কচুয়া
চাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার
চাঁদপুরে কচুয়ায় নিখোঁজের চার দিন পর পানি সেচের মেশিনের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় আতিক মজুমদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার সাচার ইউনিয়নের ঘোগড়ার বিলের একটি মৎস প্রকল্প থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আতিক মজুমদার (২৫) বজুরীখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।
জানা যায়, মৎস প্রকল্প থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন আতিক। বিভিন্ন জায়গায় অনেক খুঁজেও পাওয়া যায়নি তাকে। পরে বুধবার (১১ ডিসেম্বর) আতিকের বাবা আব্দুল মতিন বাদী হয়ে কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর ভিত্তিতে রায়হান নামে মৎস প্রকল্পের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: দিনাজপুরে বাস উল্টে এক যাত্রীর মৃত্যু, আহত ১৫
আতিকের বাবা ইউএনবিকে বলেন, ‘আতিক সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে ফোনে আমাকে জানায় আমি বাড়ি আসছি। কিন্তু কিছুক্ষণ পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে জানতে পারি কে বা কারা আমার ছেলেকে হত্যা করে লাশ মৎস প্রকল্পে ফেলে চলে গেছে।’
ছেলের হত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আবদুল হালিম ইউএনবিকে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৪ দিন আগে
পানিবন্দি চাঁদপুরের লক্ষাধিক বাসিন্দা, পানি ও খাবারের তীব্র সংকট
কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার বানের পানির স্রোতে চাঁদপুরের শাহরাস্তি ও কচুয়া উপজেলার লক্ষাধিক বাসিন্দা এক সপ্তাহেরও বেশি সময় ধরে পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছেন। দেখা দিয়েছে খাবার ও পানীয় জলের তীব্র সংকট।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল পর্যন্ত কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের ভবানীপুর, সানন্দকড়া, রসুলপুর ও পিপুলকড়া এবং শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা, রায়শ্রী, চন্ডিপাড়া, দাদিয়া পাড়া ও দক্ষিণ পাড়ার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। গবাদি পশু ও হাঁস-মুরগি নিয়ে বিপাকে আছেন স্থানীয়রা।
তলিয়ে গেছে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বহু ফসলি জমি।
খোঁজ নিয়ে জানা যায়, বন্যাদুর্গত এই এলাকাগুলোতে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কিছু সহায়তা দিলেও নিজেরা রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি নেই। শুরুতে কিছু শুকনো খাবার খেয়ে থাকা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।
আরও পড়ুন: নেই দাফনের সুযোগ, লাশ ভাসিয়ে দিতে হচ্ছে কলা গাছের ভেলায়
পিপলকড়া গ্রামের দুলাল মিয়া বলেন, ‘গত ১০ দিন ধরে গ্রামের বহু বাড়িঘর পানির নিচে। গোয়ালঘর, টয়লেট ও রান্নাঘরগুলোতে পানি উঠে যাওয়ায় চরম সংকটের মধ্যে রয়েছেন তারা। কেউ কেউ উঁচু জায়গায় আত্মীয়-স্বজনের বাড়িতে উঠলেও অনেকেই এখন পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়া বাড়িতেই বাস করছেন।’
রাজশ্রী গ্রামের আনামিয়া জানান, তার বসতঘরটি গত এক সপ্তাহ পানির নিচে। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয় আশ্রয় নিলেও গবাদি পশু নিয়ে খুব বিপাকে রয়েছেন। এখন পর্যন্ত তাদের এলাকায় কোনো ধরনের সরকারি-বেসরকারি সহায়তা আসেনি।
একই ইউনিয়নের দাদিয়া পাড়ার বাসিন্দা দুই বোন শাহনাজ বেগম ও ফারহানা আক্তার বলেন, বানের পানির কারণে মূল ইউনিয়ন থেকে তাদের এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রায় সব বাড়িতে হাঁটু সমান পানি। খাবার রান্না করার পরিস্থিতি নেই। খুবই অসহায় অবস্থায় আছেন তারা।
স্থানীয় মাদ্রাসাশিক্ষক মাওলানা আশিকুর রহমান বলেন, ‘আমাদের এলাকার কিছু লোক সহযোগিতা নিয়ে এসেছে। আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় লোকদের সহযোগিতার চেষ্টা করছি। এমন পরিস্থিতিতে সরকারি ও বেসরকারিভাবে এসব অসহায় লোকদের সহযোগিতায় এগিয়ে আসা জরুরি।’
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত বলেন, বানের পানিতে ৫৫ হাজারের অধিক মানুষ পানিবন্দি। সাড়ে তিন হাজার লোককে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সংগঠনও তাদের সহায়তায় এগিয়ে এসেছে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ জানান, পানিবন্দি কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন। তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল
৩ মাস আগে
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
চাঁদপুর কচুয়া উপজেলার বুরগী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাফি হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে ভবনের জানালার কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে শক লেগে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু
রাফি হোসেন উপজেলার খাজুরিয়া লক্ষীপুর গ্রামের এমরান হোসেনের ছেলে। এছাড়া রাফি রহিমানগর বাজারের একটি ওয়ার্কশপে কাজ করতেন।
স্থানীয়রা জানান, ওয়ার্কশপ মালিকের নির্দেশে রাফি উকিল বাড়ির পারভেজ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে থাই জানালার কাজ করতে যান। এসময় ভবনের ছাদের ওপরে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিতা দেবনাথ বলেন, হাসপতালে নিয়ে আসার আগেই রাফির মৃত্যু হয়।
কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ মিয়া বলেন, এ ব্যাপারে অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: কুড়িগ্রামে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ নিহত ৩
নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু
৫ মাস আগে
বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাটের কচুয়ায় বাসের চাপায় গোলাম রসুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
উপজেলার বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় শুক্রবার (১৯ এপ্রিল) সকাল দিকে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত
নিহত গোলাম রসুল বাগেরহাট জেলার কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের মালেক তালুকদারের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী বলেন, গোলাম রসুল সকালে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সাইনবোর্ড মোড়ে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, চালক ও সহযোগী পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
৭ মাস আগে
কচুয়ায় হঠাৎ কালবৈশাখী ঝড়, লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি
চাঁদপুরের কচুয়ায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এতে লন্ডভন্ড হয়েছে বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক ঘরবাড়ি। এছাড়া ঝড়ে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি শতশত গাছপালা উপড়ে পড়েছে এবং ঘরের চাল উড়ে গেছে।
আরও পড়ুন: কালবৈশাখীর কারণে ব্যাপক ক্ষতির মুখে শার্শার আম চাষীরা
রবিবার (২৫ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ সদর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের গ্রামের উপর দিয়ে এই কালবৈশাখী ঝড় ও ঝোড়ো হাওয়া বইতে থাকে।
সরজমিনে গিয়ে দেখা যায়, হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের লতিফপুর গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে।
লতিফপুর গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ে সবকিছু লন্ডভন্ডসহ অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। শুধু তাই নয়, ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: কালবৈশাখীর বৃষ্টিতে ঢাকাবাসীর স্বস্তি
৮ মাস আগে
কচুয়ায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
চাঁদপুরের কচুয়া উপজেলায় পানিতে ডুবে দুই জেঠাতো-চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিহতরা হলো- ওই গ্রামের ইয়াছিন তালুকদারের দেড় বছরের ছেলে আবু সাঈদ ও মহিন তালুকদারের দুই বছরের ছেলে আবরার হোসেন।
স্থানীয়রা জানান, কুয়াশার সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে সকলের অগোচরে আবু সাঈদ ও মহিন তালুকদার পানিতে পরে যায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
এক পর্যায়ে তাদের খোঁজাখুঁজি করে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পূর্ব কালচোঁ গ্রামে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কোনো অভিযোগ না থাকায় স্বাভাবিক নিয়মে লাশ নিয়ে গেছেন পরিবারের লোকজন।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু
নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১১ মাস আগে
কচুয়াতে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রীর মৃত্যু
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে কচুয়া উপজেলার শাসনখোলা গ্রামে বিল্ডিংয়ের ছাদে ধান শুকাতে গিয়ে ঘটনাটি ঘটে।
নিহত মাদরাসা ছাত্রী মারিয়া আক্তার (১৬) উপজেলার শাসনখোলা গ্রামের জিসান মিয়ার মেয়ে ও চৌমুহনী আলীম মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
স্থানীয় ইউপি সদস্য সবুজ ফরাজী জানান, একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির মোশারফ হোসেনের বিল্ডিংয়ের ছাদে ধান শুকাতে যায়।
এসময় বিল্ডিংয়ের ওপরে থাকা বৈদ্যুতিক তারে আকস্মিকভাবে জড়িয়ে পড়লে এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কচুয়া থানা সুত্রে জানা যায়, এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
আরও পড়ুন: মাদারীপুরে পাটখেতে থেকে শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু
১ বছর আগে
কচুয়ায় পুকুরে ডুবে জমজ ভাইবোনের মৃত্যু
চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে জমজ দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) দুপুরের পর উপজেলার বজুরীখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজী সুজাইদ রহমান (৬) ও কাজী তোহেরা আক্তার (৬) ওই গ্রামের প্রবাসী কাজী সালাউদ্দিনের জমজ সন্তান। তারা নিকটস্থ বড়ইয়া-কৃষ্ণপুর রেনেঁসা আইডিয়াল একাডেমিতে নার্সারিতে পড়তো।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ভূঁইয়া ও স্বজনেরা জানান, জমজ শিশু দু’টি সোমবার স্কুল থেকে ফেরার পর বাড়ি সংলগ্ন পূর্বপাশে ঘুরতে যায়। হঠাৎ সুজাইদ পুকুরে পড়ে যায়। এ সময় তার বোন কাজী তোহেরা আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরের পানিতে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে তাদের লাশ পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্বার করে নিকটস্থ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল জানান, ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতি পেয়ে পরিবারের কাছে লাশ দুটো হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সন্দ্বীপে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
গাজীপুরে রিসোর্টের পুকুরে ডুবে ২ ছাত্রের মৃত্যু
১ বছর আগে
বাগেরহাটে ‘ডাকাত’ দলের সর্দারসহ আটক ৪
বাগেরহাটের কচুয়ায় বসত বাড়ির গ্রিল কেটে দুর্ধ্বষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ চার সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আরও পড়ুন: ইউএনও’র ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪
আটকেরা হলো- আন্তঃজেলা ডাকাত দলের সর্দার খুলনার সোনাডাঙ্গা থানার বানরগাথী এলাকার শহিদ গাজীর ছেলে কামাল গাজী (৩৫), একই জেলার রূপসা এলাকার মালেক গাজীর ছেলে আব্দুল্লাহ ওরফে আলিফ গাজী (২৫), ঢাকার খিঁলগাও এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল (২৬) এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার অমরী চন্দ্র স্বর্ণকারের ছেলে প্রদীপ কুমার স্বর্ণকার (৪০)।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিস্তল, এক রাউন্ড গুলি, লুণ্ঠিত একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আংটি এবং ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ। এনিয়ে ওই ডাকাতি মামলায় এ পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার বিকালে বাগেরহাট পুলিশ অফিসে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কে এম আরিফুল হক এই তথ্য জানান।
আরও পড়ুন: উখিয়ায় ১২০ কোটি টাকা মূল্যের ‘আইস’ জব্দ, আটক ৪: র্যাব
১ বছর আগে
কচুয়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
চাঁদপুরের কচুয়ায় আট বছরের শিশু ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ৯ ২৮ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই রায় দেন।
সাজাপ্রাপ্ত মো. হেঞ্জু মিয়ার (৩২) বাড়ি চাঁদপুরের কচুয়ার করোইইয়া পূর্বপাড়ায়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৮ এপ্রিল বিকালে আট বছর বয়সী ভুক্তভোগী তার ছয় বছর বয়সী ভাইকে নিয়ে বোনের বাড়িতে যাচ্ছিল।
আরও পড়ুন: খুলনায় আজিজ হত্যা: ৬ জনের যাবজ্জীবন
এ সময় তার ছোট ভাইয়ের সেন্ডেল ছিড়ে যায়। তখন আসামি হেঞ্জু মিয়া তার সেন্ডেল ঠিক করে দেয়ার কথা বলে নিয়ে গিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগী ও তার ছোট ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে হেঞ্জু মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ অভিযুক্ত হেঞ্জু মিয়াকে থানায় নিয়ে যায় এবং ভুক্তভোগীকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ওই শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াজেদ আলী ঘটনাটি তদন্ত করে ওই বছরের ২৮ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবু জানান, মামলা চলাকালীন আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন।
সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন অ্যাডভোকেট খোরশেদ আলম শাওন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবদুল কাদির।
আরও পড়ুন: এসিড নিক্ষেপ মামলায় ১৩ বছর পর স্বামীর যাবজ্জীবন
১ বছর আগে