চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যার পর উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— খোরশেদ আলম বকাউল (৫০) ও তার ছোট ভাই আবুল হাসানাত বকাউল (৩৬)। তারা উভয়ে ওই গ্রামের কবির হোসেন বকাউলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ ফরাজী।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পরিবারের বরাত দিয়ে তারা জানান, উপজেলার শাসনখোলা গ্রামের বকাউল বাড়ী সংলগ্ন মসজিদের পাশে ডোবা থেকে শেলো মেশিনের সাহায্যে ধানখেতে সেচের পানি দিতে গিয়ে হঠাৎ বৈদ্যুতিক তারে উভয়ে গুরুতর আহত হন। একজন আরেকজনকে উদ্ধার করতে গেলে উভয়েই তারে জড়িয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাদের উভয়কে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আজিজুল ইসলাম ইউএনবিকে বলেন, এ ব্যাপারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎপৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।